অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন কিছু আমানতকারী। সম্প্রতি ‘যুগান্তর প্রাইভেট লিমিটেড’ নামে ওই সংস্থার বিরুদ্ধে রঘুনাথপুর শহরের পাঁচ জন আমানতকারী পুলিশের কাছে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। রঘুনাথপুর শহরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে থাকা একটি লজে বছর দুয়েক আগে ওই অর্থলগ্নি সংস্থাটি অফিস খুলে ব্যবসা শুরু করেছিল। শহরের বাসিন্দা তথা অভিযোগকারী দিলীপ পাল, মাধুরী বাউরি, সোমা চট্টোপাধ্যায়, কবিতা বন্দ্যোপাধ্যায়, সোমা রায়দের অভিযোগ, প্রায় সাত মাস আগে অফিস বন্ধ হয়ে গিয়েছে। ফলে, বহু আমানতারী জমা অর্থের লগ্নির মেয়াদ শেষ হওয়ার পরেও টাকা পাচ্ছেন না। দিলীপবাবু বলেন, “হঠাতই এক দিন লজের অফিস বন্ধ করে শহর ছেড়ে চলে যায় ওই অফিসের দায়িত্বে থাকা দুই কর্মী। খবর পেয়ে আমরা তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও টাকা ফেরত দেওয়ার বিষয়ে তাঁরা নিশ্চয়তা দিতে পারেননি। এই অবস্থায় পুলিশের কাছে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি আমরা।” এ দিন ফোনে ওই সংস্থার দুই কর্মীর সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। পুলিশ জনিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
|
জনসংযোগ বাড়াতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে একগুচ্ছ অনুষ্ঠান করল সাঁতুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার এসপি নীলকান্ত সুধীর কুমার, রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা প্রমুখ। এ দিন সকালে ১০ কিমির ওই দৌড় প্রতিযোগিতা ১০০ জন প্রতিযোগীকে নিয়ে সাধু শালতোড়া থেকে শুরু করে সাঁতুড়ি পঞ্চায়েত কার্যালয়ে শেষ হয়। এর পরে হয় বসে আঁকো প্রতিযোগিতা। দশ-বারো বছর পর্যন্ত স্থানীয় ৫০ জন কিশোর-কিশোরী তাতে যোগ দেয়। এ ছাড়াও সাঁতুড়ি থানা এলাকার হাইস্কুলগুলির ১১ জন কৃতী মেধাবী ছাত্রছাত্রীকে পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়। এসপি বলেন, “পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান দরকার।” |