জানুয়ারির পাঁচ তারিখে বাংলাদেশে সাধারণ নির্বাচন। খানিকটা অতর্কিতেই আজ রাতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিবুদ্দিন আহমদ। কালই তিনি জানিয়েছিলেন নির্বাচনের সময়ে দেশের দায়িত্বে থাকা সরকারের চরিত্র নিয়ে মতভেদ দূর করতে সরকার ও বিরোধী দলকে আলোচনার সুযোগ দেওয়া হবে। তাই সোমবার নির্ঘণ্ট ঘোষণা করা হচ্ছে না। কিন্তু এ দিন রাতেই সরকারি টেলিভিশনে প্রায় আধ ঘণ্টা বক্তৃতার পরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেন কাজি রকিবুদ্দিন। ৫ জানুয়ারি ভোটের পরেই গণনা করে গভীর রাতে ফল ঘোষণা করা হবে। তিনি জানান, এ দিন রাত থেকেই দেশে নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য হল। এই নির্ঘণ্ট প্রত্যাখ্যান করে কাল সকাল থেকেই ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার পরেই ঢাকা-সহ নানা শহরে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল বার করে ক্ষমতাসীন আওয়ামি লিগ। বিএনপি-র নেতারা দলের কার্যালয়ে এসে জড়ো হন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি জানান, তাঁরা এই নির্ঘণ্ট খারিজ করছেন। কারণ, বিএনপি আগেই জানিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ছাড়া ভোট হতে দেবে না। এর পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হলেই হরতাল-অবরোধের ডাক দিয়ে বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি বিএনপি-জামাতে ইসলামি জোট। এ দিন রকিবুদ্দিনের টেলিভিশন বক্তৃতার আগেই তাই ঢাকার নিরাপত্তা বাড়ানো হয়। রকিবুদ্দিন বক্তৃতায় বলেন, “নির্বাচনের সময়ে দায়িত্বে থাকা সরকার নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হওয়াটা কাম্য। কিন্তু তা হয়নি। সাংবিধানিক বাধ্যবাধকতা মানলে ২৪ জানুয়ারির মধ্যে নতুন নির্বাচিত সরকার হওয়া প্রয়োজন। তাই জানুয়ারির ৫ তারিখে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।”
|