বাবা-মাকে দেখতে আত্মসমর্পণ
সংবাদ সংস্থা • হংকং |
চিন সরকারের কাছে আত্মসমর্পণ করতে চান বলে জানালেন ১৯৮৯ সালের তিয়েন-আন-মেন স্কোয়ার আন্দোলনের এক ছাত্রনেতা। উয়ের কাইক্সি নামের ওই ব্যক্তি সোমবার হংকং কর্তৃপক্ষের কাছে গিয়ে তাঁকে চিনের হাতে তুলে দেওয়ার আবেদন জানান। নিজস্ব ব্লগে তিনি জানিয়েছেন, ২৪ বছর ধরে নির্বাসনে থাকায় বাবা-মাকে দেখতে পাননি। চিনে গেলে তাঁকে গ্রেফতার করা হবে সে কথাও বিলক্ষণ জানেন উয়ের। তবে জেলের ভিতর থেকে হলেও বৃদ্ধ বাবা-মাকে দেখতে চান তিনি।
|
কিয়ানির অবসর
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
চলতি মাসেই অবসর নিচ্ছেন পাক সেনাবাহিনীর প্রধান আশফাক পারভেজ কিয়ানি, সোমবার এ কথা জানালেন তাঁর ভাই। অবসরের পর কী অন্য কোনও চাকরি করবেন কিয়ানি? উত্তরে কিয়ানির ভাই আমজাদ সাংবাদিকদের জানান, “সেনাপ্রধান কখনও চাকরি করেন না। পরিবারের সঙ্গেই সময় কাটাবেন তিনি।”
|
চিনে দুর্ঘটনা
সংবাদ সংস্থা • বেজিং |
পূর্ব চিন শানডং প্রদেশের উপকূলে দু’টি পৃথক জাহাজ দুর্ঘটনায় নিহত হলেন ৩ জন। এখনও ২৩ জন নিখোঁজ। সোমবার বিকেল পর্যন্ত ওই তিন জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঝোড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের জন্যেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
|
২৬/১১ মামলা
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
২৬/১১ হামলায় অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে যে প্রমাণ ভারত দিয়েছে, তা ভুয়ো বলে দাবি করলেন তাঁদের আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি। সাত পাক অভিযুক্তদের মধ্যে রয়েছেন লস্কর ই তইবার কম্যান্ডার জাকিউর রহমান লকভি। সোমবার আব্বাসি বলেন, “যে সমস্ত কাজগপত্র ভারত দিয়েছে, সেগুলি কিছু তথ্য। আদালতে পেশ করার মতো প্রমাণ নয়। তা ছাড়া যে সব কাগজপত্র দেওয়া হয়েছে সেগুলিও ভুয়ো।”
|
নিশ্চিন্ত আশ্রয়
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক |
ঠিক মতো দেখতে পায় না জারমেইন। তাই তাকে ছেড়ে যেতে চায় না তার ভাই জেফরি। ফিলাডেলফিয়ায় এই দুই আশ্রয়হীন সারমেয়র দরকার ছিল একটু আশ্রয়ের। রাস্তায় জারমেইনের সঙ্গে প্রথম থেকেই দেখা গিয়েছে জেফরিকে। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি প্রকাশিত হওয়ার পরে জেফরি-জারমেইনকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন অনেকেই। তাঁদেরই এক জনের কাছে আশ্রয় পেয়েছে তারা।
|
সমুদ্রে ভূমিকম্প
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
সোমবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ অতলান্তিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ছোট সুনামি হতে পারে বলে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। |