|
|
|
|
প্রতিদ্বন্দ্বীকে সার্টিফিকেট মেসির |
রোনাল্ডো গোল চেনে, সেটাই আসল
সংবাদ সংস্থা • মাদ্রিদ |
চব্বিশ ঘণ্টা আগে দু’জনেই চলে এসেছিলেন শিরোনামে। গত বছর লিগে ৪৬ গোল করার জন্য ইউরোপীয় সোনার বুট জিতে লিওনেল মেসি। আর সুইডেনের বিরুদ্ধে স্বপ্নের হ্যাটট্রিক করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল বিশ্বে এও বলা শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তে রোনাল্ডো যা ফর্মে, তাতে এ বারের ফিফার বর্ষসেরা ট্রফিটা নিয়ে যাবেন সিআর সেভেন। এই অবস্থায় তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে মুখ খুললেন মেসি। বলে দিলেন, “রোনাল্ডো সেরা ফর্মে থাকুক বা না থাকুক, ও গোলটা সব সময় করে যায়। গোলটা চেনে। আর সেটাই আসল ব্যাপার।”
চোট তাঁকে কিছু দিন ধরে মাঠের বাইরে রেখেছে। বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারছেন না। উল্টো দিকে রোনাল্ডো শুধু মাঠেই নামছেন না, দলকে জিতিয়েও চলেছেন। স্বভাবতই প্রত্যাশিত প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছিল মেসির দিকে। আপনার কি মনে হয় রোনাল্ডো এখন জীবনের সেরা ফর্মে খেলছেন? এলএম টেনের জবাব, “আমি জানি না রোনাল্ডো ওর সেরা ফর্মে খেলছে কি না। কিন্তু সব ম্যাচেই গোল পাচ্ছে। দেশ আর ক্লাবের হয়েও সমানে খেলে চলেছে। গোল করার কাজটা অনেক বছর করে চলেছে। রোনাল্ডো সেরা ফর্মে খেলছে কি না, তাতে কিছু যায় আসে না। আসল হচ্ছে গোল করাটা।” এ মরসুমের স্প্যানিশ লিগের লড়াইয়েও ভাল জায়গায় রয়েছেন রোনাল্ডো। ১৩ ম্যাচে রোনাল্ডো যেখানে ১৬ গোল করেছেন, মেসির পা থেকে আট ম্যাচে পাওয়া গিয়েছে ১১। এর উপর আবার হ্যামস্ট্রিংয়ে চোট আট সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে মেসিকে। |
নিজের হাতে অবশ্য সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। |
চোট থেকে রক্ষা পাওয়ার জন্য কি আর একটু সতর্ক হতে পারতেন না মেসি? বিরক্ত আর্জেন্তিনীয় সুপারস্টার বলছেন, “আমার চোট নিয়ে কে কী বলছে তাতে চিন্তিত নই। লোকে আমার সম্পর্কে নানা কথা বলে। সব কিছু নিয়ে। এ সব অভ্যাস হয়ে গিয়েছে। একটা ব্যাপারই খারাপ লাগছে। সতীর্থদের মাঠে নেমে সাহায্য করতে পারছি না। আগামী বছর শুরু থেকে আশা করি খেলব।”
তাঁর ফুটবল জীবনে চার বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার, তিনটে সোনার বুট, ক্লাবের হয়ে লিগ খেতাব থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ—সবই পাওয়া হয়ে গিয়েছে মেসির। কিন্তু একটা স্বপ্ন এখনও অধরা থেকে গিয়েছে। “আমি যাবতীয় ব্যক্তিগত এবং ক্লাব পুরস্কার পেয়ে গিয়েছি। বিশ্বকাপ জেতাটা এখন আমার স্বপ্ন। শুধু আমারই নয়, আমার সতীর্থ এবং দেশবাসীরও। অনেক দিন আমরা বিশ্বের সর্বোচ্চ শিখরে রাজত্ব করিনি,” বলছেন মেসি।
আর এই স্বপ্ন পূরণের পথে কারা হতে পারে আর্জেন্তিনার বাধা? মেসির দেওয়া তালিকা অনুযায়ী দেশগুলো হল, ব্রাজিল, জার্মানি এবং স্পেন। |
পুরনো খবর
• সোনার বুট মেসির
• সিআর সেভেনের হ্যাটট্রিকে ব্রাজিলের টিকিট পর্তুগালের |
|
|
|
|
|