|
|
|
|
টুকরো খবর |
বন্দিদের ফুটবলে জয়ী প্রেসিডেন্সি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সাজাপ্রাপ্তদের ফুটবলেও বিদেশির দাপট! বুধবার বিকেলের ময়দান যে সেই দৃশ্যই দেখল পুরোদমে।
এ দিন সাজাপ্রাপ্তদের ফুটবল টুর্নামেন্ট উৎসব কাপে গোল করে তাঁর দল প্রেসিডেন্সি সংশোধনাগারকে ১-০ জেতাল নাইজিরিয়ান ফেলিক্স। শহরে এসেছিলেন বস্ত্রসামগ্রীর ব্যবসা করতে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও থেকে গিয়েছিলেন এই শহরে। ফল হাজত বাস। কিন্তু কারাগারেও ছেদ পড়েনি ফুটবল অনুশীলনে। ইস্টবেঙ্গল মাঠে বুধবার ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়েই ফেলিক্সরা হারাল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারকে। মাঠের বাইরে বসে দেশোয়ালি এই ফুটবলারের খেলা দেখে অবাক লাল-হলুদের নাইজিরীয় স্টপার উগা ওপারা, দীপঙ্কর রায়রাও। জলপাইগুড়ি, আলিপুর, দমদম, বহরমপুর, মেদিনীপুর এবং প্রেসিডেন্সি-- এই ছয় সংশোধনাগারকে নিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষ্যে এ দিন ইস্টবেঙ্গল মাঠে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কারণ ফুটবলারদের অনেকেই ছিলেন যাবজ্জ্বীবন সাজাপ্রাপ্ত আসামী। মাঠে হাজির আইজি (কারা) রণবীর কুমার বললেন, “অপরাধীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য নানা প্রকল্প বছরভর চলে। উৎসব কাপ তারই অঙ্গ।”
|
সোনার বুট মেসির |
ইউরোপের ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বুধবার সোনার বুট পেলেন লিও মেসি। বার্সেলোনার মহাতারকা গত মরসুমের শেষের দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ কয়েকটি ম্যাচে নামতে না পারলেও ৪৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড করেন। |
|
|
|
|
|