টুকরো খবর |
সৌরভের প্রস্তাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চেন্নাইয়ে বুচিবাবু ট্রফি বা হায়দরাবাদে মইনুদ্দৌল্লা গোল্ড কাপের ধাঁচে সিএবি-কে সর্বভারতীয় আমন্ত্রনী টুর্নামেন্ট করার প্রস্তাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সিএবি-র শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে কোচিং কমিটির প্রধান সৌরভ এই প্রস্তাব দেন। রাজ্যের সেরা কুড়ি জন ব্যাটসম্যান, পেসার ও স্পিনারদের নিয়ে যে তিনটি পুল করার প্রস্তাব দিয়েছিলেন, তাও জানুয়ারি থেকে শুরু করার জন্য বলেন সৌরভ। সিনিয়র কোচ অশোক মলহোত্র ও জুনিয়র দলের কোচ গৌতম সোম জুনিয়রের সঙ্গে বৈঠকের পরে সৌরভ বলেন, “কোচদের তিনটে পুল জানুয়ারির আগেই তৈরি করতে বলেছি। ওদের জন্য কোচ তার মধ্যেই ঠিক করে ফেলব।” সিএবি কর্তারা রঞ্জি ট্রফির আগে আমন্ত্রণী টুর্নামেন্ট নিয়ে একমত। প্রয়োজনে পি সেন ট্রফিকে ওই ধরনের টুর্নামেন্টের ধাঁচে বদলে ফেলে তা রঞ্জি ট্রফির আগে করার ভাবনা শুরু হয়েছে। সিএবি যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, “সৌরভের প্রস্তাব অনুযায়ী আগামী বছর এমন টুর্নামেন্টের উদ্যোগ অবশ্যই নেব আমরা।”
|
রঞ্জিতেও সহবাগের রান-খরা
নিজস্ব প্রতিবেদন |
ঘরোয়া ক্রিকেটেও বীরেন্দ্র সহবাগের রান খরা চলছেই। আর গৌতম গম্ভীরের ব্যাটিং ফর্মও তেমন বলার মতো নয়। রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে ঘরের মাঠে (রোশনারা স্টেডিয়াম) দিল্লি সামান্য পেসার সহায়ক পিচেই লাঞ্চের আগে চার উইকেট হারিয়ে বসে। যার মধ্যে সহবাগ (৩) আর গম্ভীরও (২৯) ছিলেন। অভিজ্ঞ যোগিন্দর শর্মার (২-৩২) সঙ্গে বাঁহাতি পেসার সঞ্জয় বাদওয়ার (৪-৫৬) দিল্লিকে প্রথম দিন ১৮৪-৮ স্কোরে কোণঠাসা করে ফেলে অস্বস্তিতে রেখেছেন।
|
সিরিজ শেষ গেলের
সংবাদ সংস্থা • কোচি |
দুপুরে ম্যাচের প্রথম ওভারে রান আউট হওয়ার মুহূর্তে নন স্ট্রাইকার প্রান্তে পড়ে গিয়ে চোট পাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন ক্রিস গেল। রাতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়েন ব্র্যাভো সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, “হ্যামস্ট্রিংয়ের চোটে গেল বাকি ওয়ান ডে সিরিজের বাইরে চলে গিয়েছে। আমাদের কাছে এটা ক্রিকেটীয় এবং মানসিক দু’দিক দিয়েই বিরাট ক্ষতি। কারণ, গেল এই টিমের সেরা ক্রিকেটার।”
|
হার সাইনার |
২০১৩ জীবনের সবচেয়ে খারাপ কাটল সাইনা নেহওয়ালের। আন্তর্জাতিক ট্যুরে চোদ্দোটা টুর্নামেন্ট খেলে একটাও জিততে পারলেন না তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে ছ’নম্বরে নেমে যাওয়া সাইনা বৃহস্পতিবার তাইল্যান্ডের প্রনটিপ বুরানার কাছে হংকং ওপেনে দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেন ১৭-২১, ২১-৯, ১৫-২১ পয়েন্টে। যার বিরুদ্ধে অতীতে ছ’বার খেলে প্রতিবারই জিতেছিলেন।
|
বিশ্বকাপে উরুগুয়ে |
২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল উরুগুয়ে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে পরের বছর ব্রাজিল যাওয়ার টিকিট পেল ঘরের মাঠে জর্ডনের সঙ্গে গোলশূন্য ড্র করে। উরুগুয়ে প্লে-অফর প্রথম পর্বে জর্ডনকে অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোলে হারানোয় সব মিলিয়ে জিতল ৫-০।
পুরনো খবর: নাটকীয় জয়ে বিশ্বকাপে ফ্রান্সও
|
চেন্নাইয়ে ওয়ারিঙ্কা |
চেন্নাই ওপেনে খেলার পাকা কথা দিলেন বিশ্বের আট নম্বর ওয়ারিঙ্কা। ফেডেরারের দেশের এই তারকা ছাড়া প্রথম কুড়িতে থাকা দু’জন চেন্নাইয়ে খেলবেন। ১৫ নম্বর ইউজনি আর ১৬ নম্বর ফজনিনি। গত বারের চ্যাম্পিয়ন টিপসারেভিচ-কে (৩২) দেখা যাবে নামী তারকাদের মধ্যে। |
|