রোনাল্ডো ৪ ইব্রা ২
সিআর সেভেনের হ্যাটট্রিকে ব্রাজিলের টিকিট পর্তুগালের
দু’হাত ছড়িয়ে তিনি ছুটে গেলেন সাইড লাইনের দিকে। হাতটা নিজের বুকে ঠেকিয়ে যেন বলতে চাইলেন, “এ বার বুঝলে তো কে সেরা?”
মাস খানেক আগে বিশ্বকাপের প্লে অফের সূচি প্রকাশ হওয়ার পর থেকে ফুটবলবিশ্ব একটা প্রশ্নেই তোলপাড় ছিল— কে সেরা, রোনাল্ডো না ইব্রাহিমোভিচ? কে ব্রাজিল নিয়ে যাবেন দেশকে? মঙ্গলবার রাতের মায়াবি ফুটবল যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছে।
ইব্রার জোড়া গোলের জবাব রোনাল্ডো দিয়েছেন হ্যাটট্রিকে। দ্বিতীয় পর্বে সুইডেনকে ৩-২ হারিয়ে ব্রাজিল যাওয়ার টিকিট পেয়ে গিয়েছে পর্তুগাল। দু’ পর্ব মিলিয়ে রোনাল্ডোর গোল ৪, ইব্রার ২।
সুইডিশরা অবশ্য সব রকম ভাবে চেষ্টা করেছিলেন রোনাল্ডোকে আটকানোর। সকাল সাতটায় টিম হোটেলের বাইরে চিলচিৎকার। উদ্দেশ্য অতিথি টিমের ফুটবলারদের ঘুমে ব্যাঘাত ঘটানোর। ম্যাচের দিন সুইডেনের সমর্থকদের এ হেন অতিথি আপ্যায়নের সুদে আসলে জবাবটা মাঠে দিলেন পর্তুগিজ ক্যাপ্টেন। গোলের হ্যাটট্রিকে ৩-২ ম্যাচ জিতে (দু’লেগের হিসেবে ৪-২) সুইডিশদের ব্রাজিল বিশ্বকাপে যাওয়ার স্বপ্নের সলিল সমাধি ঘটিয়ে। দেখিয়ে দিলেন ‘অসাধারণ’ আর ‘খুব ভাল’ প্লেয়ারের মধ্যে পার্থক্যটা। যে জন্য ম্যাচের পর সেপ ব্লাটার পর্যন্ত তড়িঘড়ি টুইট করেন, “দুর্দান্ত পারফরম্যান্স@ রোনাল্ডো।”
প্রথম লেগে রোনাল্ডোরা ১-০ এগিয়ে থাকায় স্টকহলমে দু’গোলের ব্যবধানে ম্যাচ জিতলে বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়ে যেত ইব্রাদের। ৫০ মিনিটে মোতিনহোর পাস থেকে বাঁ পায়ে রোনাল্ডোর ছবির মতো গোলের পর ইব্রাহিমোভিচের পরপর আঘাতে (৬৭ আর ৭১ মিনিট) সেই চ্যালেঞ্জের দিকেই এগোচ্ছিল সুইডেন। গোটা স্টেডিয়াম তখন উত্তেজনায় ফুটছে। ইব্রাদের দাপট দেখে তখন পতুর্গিজ সমথর্কদেরও আশঙ্কা তৈরি হয়ে যায় ব্রাজিল বিশ্বকাপে যেতে পারবেন তো রোনাল্ডোরা? সুইডেন তখন আরও একটা গোল করে কফিনে শেষ পেরেকটা পুঁততে তৈরি হচ্ছে।

বিশ্ব দেখল বল্গাহীন রোনাল্ডোকে। ছবি: রয়টার্স।
ম্যাচ শেষ হতে ২০ মিনিট বাকি। এমন সঙ্কটেও রিয়াল মহাতারকাকে দেখে মনে হয়নি চাপে রয়েছেন। সিআর সেভেন সুযোগের অপেক্ষাতেই ছিলেন। ৭৬ আর ৭৮ মিনিটে পর্তুগিজ আক্রমণে সেটা মিলতেই পর পর দু’গোল করে ইব্রাদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেন রোনাল্ডো। একই সঙ্গে সোনালি অক্ষরে দিনটা লিখে ফেলেন কেরিয়ারের পাতায়।
আশ্চর্য গোলের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। মঙ্গলবার পাল্লা দিয়ে দিয়েছেন চ্যালেঞ্জের জবাবও। কিন্তু শেষ ল্যাপে রোনাল্ডোকে টপকাতে না পারার হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল ইব্রার কথায়। “একটা কথা নিশ্চিত। আমাকে ছাড়া বিশ্বকাপ দেখার কোনও মানেই হয় না। বিশ্বকাপের জন্য অপেক্ষা করে আর কী লাভ আছে?” ম্যাচের পর তাঁর সরকারি অ্যাপে লেখেন ইব্রাহিমোভিচ।
প্রায় একার হাতে টিমকে বিশ্বকাপে তোলার নায়ক অবশ্য ইব্রার থেকে কয়েক মাইল দূরে হেঁটে বলেন, “কেউ জানে না ম্যাচে কী হবে। কোন টিম জিতবে। সেই জন্যই তো ফুটবল এত ব্রিলিয়ান্ট। আমি শুধু নিজের কাজটা করে গিয়েছি।”

ম্যাচ শেষ হতেই হতাশ ইব্রা খুলে ফেললেন
নেতার মোড়ক। মঙ্গলবার। ছবি: এএফপি।
ক্লাবের হয়ে অসাধারণ ফুটবল খেলার নজির তিনি আগেই গড়ে রেখেছেন। দেখার ছিল, দেশের জার্সিতে কতটা জ্বলে ওঠেন রোনাল্ডো। ইতিমধ্যেই মরসুমে পাঁচ নম্বর হ্যাটট্রিক করে আর পর্তুগালের ১০টা গোলের সুযোগ তৈরির ন’টাতেই জড়িয়ে থেকে রোনাল্ডো নিজেকে প্রমাণ করে দিয়েছেন। মঙ্গলবার রাতে সুইডেনে তিনি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন।
টিম হিসেবে পর্তুগাল আহামরি না খেললেও ক্যাপ্টেন যদি এ রকম বিস্ফোরক ফর্ম ধরে রাখতে পারেন তা হলে যে ব্রাজিলেও যে কোনও ফলই সম্ভব। বিশ্বাসটা এই ম্যাচেই শুধু সতীর্থ নয়, সমর্থকদের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছেন রিয়াল মহাতারকা। ম্যাচের আগে রোনাল্ডোর টুইটের রেশ তাই যেন স্টকহলমের আকাশে ছড়িয়ে থাকল ম্যাচ শেষের বহু পরেও, “আজ আমাদের ভয়-ডরহীন হতে হবে। ওয়ান, টু, থ্রি পতুর্গাল....।”
রোনাল্ডো ইব্রাহিমোভিচ
গোল ৩ তেকাঠিতে শট ৪
বাইরে শট ৮ সুযোগ তৈরি ১
পাস ১৮ সঠিক পাস ৮৮.৯%
গোল ২ তেকাঠিতে শট ২
বাইরে শট ১ সুযোগ তৈরি ৪
পাস ৫০ সঠিক পাস ৮৮%

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.