ক্লাবের হয়ে অসাধারণ ফুটবল খেলার নজির তিনি আগেই গড়ে রেখেছেন। দেখার ছিল, দেশের জার্সিতে কতটা জ্বলে ওঠেন রোনাল্ডো। ইতিমধ্যেই মরসুমে পাঁচ নম্বর হ্যাটট্রিক করে আর পর্তুগালের ১০টা গোলের সুযোগ তৈরির ন’টাতেই জড়িয়ে থেকে রোনাল্ডো নিজেকে প্রমাণ করে দিয়েছেন। মঙ্গলবার রাতে সুইডেনে তিনি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন।
টিম হিসেবে পর্তুগাল আহামরি না খেললেও ক্যাপ্টেন যদি এ রকম বিস্ফোরক ফর্ম ধরে রাখতে পারেন তা হলে যে ব্রাজিলেও যে কোনও ফলই সম্ভব। বিশ্বাসটা এই ম্যাচেই শুধু সতীর্থ নয়, সমর্থকদের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছেন রিয়াল মহাতারকা। ম্যাচের আগে রোনাল্ডোর টুইটের রেশ তাই যেন স্টকহলমের আকাশে ছড়িয়ে থাকল ম্যাচ শেষের বহু পরেও, “আজ আমাদের ভয়-ডরহীন হতে হবে। ওয়ান, টু, থ্রি পতুর্গাল....।” |
রোনাল্ডো |
ইব্রাহিমোভিচ |
গোল ৩ তেকাঠিতে শট ৪
বাইরে শট ৮ সুযোগ তৈরি ১
পাস ১৮ সঠিক পাস ৮৮.৯% |
গোল ২ তেকাঠিতে শট ২
বাইরে শট ১ সুযোগ তৈরি ৪
পাস ৫০ সঠিক পাস ৮৮% |
|