জিনেজিন জিদান ফরাসি ফুটবলের মুখের কি মঙ্গলবার জোড়া টেনশন? দেশজ আর ক্লাবগতও! রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর জিদানের যদি এই মুহূর্তের প্রার্থনা হয়, ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত ইউরোপীয় প্লে-অফ যুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি ফ্রাঙ্ক রিবেরিরও সাফল্য, তা হলে বোধহয় অবাক হওয়ার কিছু নেই।
রোনাল্ডো রিয়ালের মাধ্যাকর্ষণ শক্তি! রিবেরি ফ্রান্সের প্রধান আস্থাস্থল! যাঁদের মধ্যেই কিনা আবার ফিফা বর্ষসেরার পুরস্কার বা, ‘ব্যালন ডি অর’ পাওয়ার তীব্র লড়াই! অদ্ভুত এবং অভিনব একটা মঞ্চ যেন প্রস্তুত পর্তুগাল-সুইডেন আর ফ্রান্স-ইউক্রেন বিশ্বকাপের দু’টো এসপার-ওসপার প্লে-অফের ফিরতি ম্যাচের জন্য! যে ম্যাচের প্রথম পর্বে ঘরের মাঠে রোনাল্ডো গোল করলেও পর্তুগাল মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে। বিস্ময় স্কোরার জ্লাটান ইব্রাহিমোভিচ নিজের দেশের মাঠে জ্বলে উঠে সুইডেনকে দু’গোলের ব্যবধানে ফিরতি ম্যাচ জেতালেই হল আর কী! তা হলেই পরের বছর ব্রাজিল বিশ্বকাপে এলএম টেন থাকবেন, কিন্তু সিআর সেভেনের ছুটি! |
রিবেরিদেরও আজ মরণ-বাঁচন যুদ্ধ। |
আবার কিয়েভের অ্যাওয়ে ম্যাচের ০-২ হারের ঘাটতি যদি ফ্রান্স ঘরের মাঠে ফিরতি ম্যাচে মিটিয়ে জিততে না পারে, তা হলে উনিশ বছরের মধ্যে এই প্রথম ফুটবলের কোনও বড় টুর্নামেন্টে দেখা যাবে না ফ্রান্সকে। চুরানব্বই বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ ফ্রান্স চার বছর পরে জিদান-ম্যাজিকে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। জিদান-ই যেন এখন রিবেরিদের উদ্দীপনা-বর্ধক বড়ি!
কিন্তু বিখ্যাত দৈনিক ক্রীড়াপত্রিকা ‘লেকিপ’ রিবেরিদের ব্রাজিল যাওয়ার সম্ভাবনা প্রায় খারিজই করে দিয়েছে। ‘শুক্রবার রাতে প্রথম পর্বের ম্যাচে যে রকম খেলা হয়েছে, তার ভিত্তিতে বলা যায়, ফিরতি পর্বে ফ্রান্স বড়জোর ড্র করবে। তার বেশি নয়,’ লিখেছে ‘লেকিপ’। ফরাসি কোচ দিদিয়ের দেঁশ-র গলাতেও তেমন জোর পাওয়া যাচ্ছে না, তাঁর কোচিং জীবনের সবচেয়ে বড় যুদ্ধের আগে। যাঁর টিমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রিবেরি-ই শুধু নেই, সমীর নাসরি থেকে শুরু করে করিম বেঞ্জিমা, জিরু-র মতো ফুটবলাররা আছেন, সেই দেঁশ-র সতর্ক মন্তব্য, “ইউক্রেনিয়ানদের শারীরিক শক্তি আমরা প্রথম ম্যাচে সামাল দিতে পারিনি মেনেই নিচ্ছি। মঙ্গলবার ইব্রাহিমোভিচকে শুধু সফল ভাবে পাহারায় রাখাই নয়, ওর বাকি দশ জন সতীর্থেরও উপর চাপ তৈরি করতে হবে আমাদের। আমাদের তিন গোল দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ক্ষমতাটাকে কাজে পরিণত করে দেখাতে হবে। ব্যাপারটা প্রচণ্ড কঠিন, তবে অসম্ভব নয়।” |
জ্লাটান ইব্রাহিমোভিচ
বয়স: ৩২ উচ্চতা: ছ’ফুট পাঁচ ইঞ্চি
ক্লাব: মালমো, আয়াখস, জুভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি
মেজর ফাইনাল বিশ্বকাপ: (২০০২, ২০০৬)
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: (২০০৪, ২০০৮, ২০১২)
বিশ্বকাপে সেরা পারফরম্যান্স: ২০০২ আর ২০০৬-এ প্রি-কোয়ার্টার
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা পারফরম্যান্স: ২০০৪ সালে কোয়ার্টার ফাইনাল
ট্রফি: এরেডিভাইসি (২), সিরি এ (৪), লা লিগা, লিগ ওয়ান
ক্লাবের হয়ে ম্যাচ ও গোল: ৫৫২ ও ২৮৪
দেশের হয়ে ম্যাচ ও গোল: ৯৫ ও ৪৬
জানেন কী?
ইব্রাহিমোভিচের খেলা দেখে সুইডিশ একটি কথাই চালু হয়ে গিয়েছে ‘জ্লাটানেরা’। যার অর্থ ‘দাপট দেখানো’। |
সে
য়া
নে
-
সে
য়া
নে |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বয়স: ২৮ উচ্চতা: ছ’ফুট ১ ইঞ্চি
ক্লাব: স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ
মেজর ফাইনাল বিশ্বকাপ: (২০০৬, ২০১০)
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: (২০০৪, ২০০৮, ২০১২)
বিশ্বকাপে সেরা পারফরম্যান্স: ২০০৬-এ চতুর্থ স্থান
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে: সেরা পারফরম্যান্স ২০০৪-এ রানার্স
ট্রফি: প্রিমিয়ার লিগ (৩), লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ
দেশের হয়ে ম্যাচ ও গোল: ১০৮ ও ৪৪
ক্লাবের হয়ে ম্যাচ ও গোল: ৫৩৯ ও ৩৪৮
জানেন কী?
জটিল রোগ হওয়ায় ১৫ বছর বয়েসে রোনাল্ডো প্রায় ফুটবল ছেড়ে দিতে বসেছিলেন। |
|
রোনাল্ডো আবার স্বীকার করে নিচ্ছেন, সুইডেনের মাঠে তাঁর জীবনের অন্যতম বড় যুদ্ধে নামতে চলেছেন তিনি মঙ্গলবার। “আমরা এক চুলের ব্যবধানে এগিয়ে। তবে সেটা অন্তত ড্র-এর চেয়ে ভাল। কিন্তু ফিরতি ম্যাচটা যে আমার এবং গোটা পর্তুগাল দলের কাছে একটা সর্বকালের অন্যতম বড় লড়াই হতে চলেছে সেটা এখনই বলে দেওয়া যায়,” বলেছেন সিআর সেভেন। সুইডেনের অধিকাংশ কাগজের খেলার পাতায় আজ হেডিং ‘মঙ্গলবার ২০১৪ বিশ্বকাপ হারাতে চলেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দুই স্ট্রাইকারের যে কোনও এক জনকে।’ সঙ্গে রোনাল্ডোর ছবিটা তাৎপর্যপূর্ণ২০০৪ ইউরো কাপ ফাইনালে গ্রিসের হাতে পর্তুগালের হারের পর রোনাল্ডোর কান্না-মুখ! সুইডেনের প্রধান ডিফেন্ডার মাইকেল লাস্টিগ বলেছেন, “উনিশে নভেম্বরের পরেও ক্রিশ্চিয়ানোকে ওই ছবিটার মতোই দেখাবে!” |