|
|
|
|
পেস টোটকায় পূজারাদের থামাতে চায় লক্ষ্মীর বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলার জন্য এ বার অন্য রকম উইকেট ইডেনে। যাকে বলে স্পোর্টিং উইকেট। মধ্যপ্রদেশের বিরুদ্ধে যেমন উইকেট চেয়েও পাননি লক্ষ্মীরতন শুক্লরা, এ বার সৌরাষ্ট্রের বিরুদ্ধে তেমন উইকেটই পাবেন বলে আশা করছেন তাঁরা। মঙ্গলবার রাতে চেতেশ্বর পূজারার শহরে ঢোকার আগে সকাল থেকেই ইডেনে তেমন উইকেট তৈরির প্রস্তুতি দেখা গেল।
দলের পেস বোলাররা যাতে সাহায্য পান সে জন্য উইকেটে একটু আর্দ্রতা চেয়েছেন লক্ষ্মী-দিন্দারা। কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় সেই চেষ্টাই শুরু করেছেন। গত ম্যাচ যে বাইশ গজে খেলা হয়েছে, তার ডানদিকের ফালি জায়গাটাতেই পূজারাকে বল করতে হবে দিন্দা, শিবশঙ্কর, সৌরভ সরকারদের। গত ম্যাচের উইকেট নিয়ে প্রচুর অভিযোগ করেছিলেন দলের পেসাররা। এ বার তেমন পরিস্থিতি চাইছে না বাংলা। পূজারাকে ছাড়াই সুরেশ রায়নার উত্তরপ্রদেশের বিরুদ্ধে যে ভাবে সওয়া ছ’শোরও বেশি রান তুলে ফেলেছিল দেবু মিত্রের সৌরাষ্ট্র, তা দেখে সে দলের ব্যাটসম্যানদের নিয়ে বাংলা শিবিরে যথেষ্ট চিন্তা রয়েছে। তাই বাংলার গেমপ্ল্যান, পেস সহায়ক উইকেট বানিয়ে পূজারাদের থামাও। |
কলকাতা বিমানবন্দরে মঙ্গলবার পূজারার ছবি শঙ্কর নাগ দাসের। |
অধিনায়ক লক্ষ্মী বলেন, “উইকেটটা স্পোর্টিং হোক, একটু আর্দ্রতা থাকুক এটাই আমরা চেয়েছি। দেখা যাক আমাদের তেমন উইকেট দেওয়া হয় কি না।”
কিউরেটর প্রবীরবাবু অবশ্য বললেন, “তেমনই উইকেট দেওয়ার চেষ্টা করছি। তবে এটাও ঠিক যে, আমাদের পেসারদের এই উইকেট অনুযায়ী বল করতে হবে।”
কিন্তু প্রথম এগারো নিয়ে বেশ ধন্দে রয়েছে বাংলা শিবির। বিশেষ করে অনূর্ধ্ব ২৫ দল থেকে ফর্মে থাকা বাঁহাতি ওপেনার কৌশিক ঘোষকে পেয়ে যাওয়ায় এখন তাঁকে প্রথম এগারোয় খেলানোর ভাবনা শুরু হয়েছে। জাতীয় অনুর্ধ্ব ২৫-এ যাঁর গড় এই মুহূর্তে ৮৫-র উপরে, তাঁকে পেলে উপকারই হবে বলে মনে করছে দলের একাংশ। কিন্তু কাকে বসিয়ে তাঁকে খেলানো হবে, এই প্রশ্নের উত্তর এখনও পায়নি বাংলা। বুধবার সকালে নেটে কৌশিককে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ পর্যন্ত তাঁকে যদি প্রথম এগারোয় না রাখা হয়, তা হলে কল্যাণীতে মহারাষ্ট্রের বিরুদ্ধে অনূর্ধ্ব ২৫ দলের ম্যাচ খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হবে। ওই ম্যাচ শুরু হবে শুক্রবার। এ দিন অনূর্ধ্ব ২৫ থেকে পূরব জোশী এবং বিবেক সিংহকে পারফরম্যান্সের জন্য বাদ দেওয়া হল। দলে এলেন জয়জিৎ বসু ও ঋতম পোড়েল। |
পুরনো খবর: এক পয়েন্ট পেয়েই লক্ষ্মীদের দাবি, আত্মবিশ্বাস পেয়েছেন |
|
|
|
|
|