|
|
|
|
একশো টেস্টের মুখে পিটারসেন |
‘আমার আত্মবিশ্বাসটাকেই আপনারা বলেন ঔদ্ধত্য’
নিজস্ব প্রতিবেদন |
তাঁর কাছে এটা একটা ‘গ্রেট জার্নি’। যে যাত্রা পথে সাফল্য এসেছে, ব্যর্থতা এসেছে। ছুঁয়ে গিয়েছে বিতর্কও। সেই যাত্রা পূর্ণতা পাচ্ছে আগামী বৃহস্পতিবার, যখন ব্রিসবেনে নিজের একশোতম টেস্ট খেলতে নামবেন কেভিন পিটারসেন।
পিটারসেনের ঊর্ধ্বমুখী রেখচিত্রের সঙ্গে পাল্লা দিয়ে সাফল্যের শিখরে উঠেছে ইংল্যান্ড ক্রিকেটও। কিন্তু কেপি-র ঔদ্ধত্য নিয়ে কম সমালোচনা হয়নি মিডিয়ায়। তিনি নিজে কী বলছেন? “আমি ব্যাপারটাকে আত্মবিশ্বাস বলি। আপনারা, মিডিয়ার লোকরা, সেটাকেই বলেন ঔদ্ধত্য। তা হলে হেডলাইনটা বেশ জমকালো হয়,” ব্রিসবেনে অ্যাসেজের প্রস্তুতি নিতে নিতে বলছিলেন পিটারসেন। তারপরেই যোগ করেন, “আমাকে নিজের উপর আত্মবিশ্বাসটা সব সময় রাখতে হয়। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে এসে আমাকে অনেক লড়াই জিততে হয়েছে। যে লড়াই জেতা হত না, যদি না আমি পুরোপুরি ফোকাসড থাকতাম, আত্মবিশ্বাসী থাকতাম।”
ইংল্যান্ডে এসে বাইশ গজে লড়াই করার পাশাপাশি কেপি-কে আরও অনেক যুদ্ধ করতে হয়েছে। কখনও সেখানে তাঁর প্রতিপক্ষ ছিল ক্রিকেট বোর্ড, কখনও বা কোচ, কখনও সতীর্থ। পিটারসেন বলছেন, “আমরা সবাই কখনও না কখনও ভুল করে থাকি। আপনারা কখনও পিছনে ফিরে তাকিয়ে বলেন না, এই কাজটা আমি কেন করলাম? আমরা সবাই ভুল করি। আপনি ভাল জিনিসটা থেকেও শিক্ষা নিতে পারেন, খারাপ জিনিস থেকেও শিক্ষা নিতে পারেন।” |
বৃহস্পতিবার থেকে শুরু অ্যাসেজ। তার আগে দুই প্রতিদ্বন্দ্বী। |
প্র্যাকটিসে
পিটারসেন। |
অস্ট্রেলিয়ার জার্সির তারা পিঠেই
এঁকে নিয়েছেন পিটার সিডল। |
|
নিজের একশোতম টেস্ট খেলার পাশাপাশি আর কী লক্ষ্য এখন সামনে আছে? পিটারসেন বলছিলেন, “এই দলটার সঙ্গে আমি সব কিছুই জিতেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঘরে-বাইরে অ্যাসেজ, ভারতের মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জয়। এর পর আসছে ২০১৫ বিশ্বকাপ। ইংল্যান্ডকে আমি অবশ্যই প্রতিনিধিত্ব করতে চাই ওই বিশ্বকাপে। এ ছাড়া প্রায় সব টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ঘরের মাঠে এবং বিদেশে গিয়ে সেঞ্চুরি পেয়েছি। একমাত্র দক্ষিণ আফ্রিকা ছাড়া। যতদূর জানি ২০১৫-১৬-য় দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড। তত দিন যদি এই বুড়ো লোকটা খেলা চালিয়ে যেতে পারে তা হলে দক্ষিণ আফ্রিকার মাটিতেই ১০ হাজার রান পূর্ণ করতে চাই।” পিটারসেনের অবসর নিয়ে আগেও জল্পনা হয়েছে, এখনও হচ্ছে। পিটারসেনের সাফ কথা, “আমি জানি অনেকেই আমার কেরিয়ার নিয়ে কথা বলছে। বলছে, এই সিরিজের শেষেই আমাকে হয়তো সরে যেতে হবে। যে যার মতো করে ভাবতে পারে। আমি শুধু একটা কথাই বলব। আমি আরও কিছু দিন খেলা চালিয়ে যাব।” |
পুরনো খবর: ফের টুইটার বিতর্কে ব্রড-কেপি
|
|
|
|
|
|