টুকরো খবর |
ফের টুইটার বিতর্কে ব্রড-কেপি
সংবাদ সংস্থা • ব্রিসবেন |
ফিরতি অ্যাসেজ যুদ্ধ এখনও শুরু হয়নি। তার আগেই লেগে গেল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লড়াই। অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত টুইট বিনিময় করলেন স্টুয়ার্ট ব্রড এবং কেভিন পিটারসেন। কেপির তির ব্রিসবেনের একটি সংবাদপত্রের জনৈক সাংবাদিকের দিকে, যিনি ইংল্যান্ডের ব্যাটসম্যানকে ‘উদ্ধত’ বলেছেন। আর ব্রডের নিশানায় এক রেডিও শো-এর সঞ্চালক। ব্রিসবেনের প্রধান ট্যাবলয়েডের প্রথম পাতায় এ দিন কেপি-র ছবি ছাপা হয়। যেখানে শিরোনাম ছিল: এই লোকটা এতই উদ্ধত যে ওর নিজের টিমই ওকে পছন্দ করে না। যা দেখে প্রথমে পিটারসেন রসিকতা করে টুইট করলেও সাংবাদিকের পাল্টা টুইটের জবাবে লেখেন, ‘সিডনির কোনও কাগজের প্রথম পাতায় আমার ছবি বেরোলে ভাল হত। অস্ট্রেলিয়ার বাইরে কেউ তো ব্রিসবেনের নামই জানে না!’ অন্য দিকে জিমি স্মিথ নামক এক রেডিও জকির দাবি, সিডনিতে ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচের সময় কিছু দর্শক তাঁকে বিদ্রূপ করায় মাঠ থেকে দু’জন দর্শককে বার করে দেন ব্রড। যে প্রসঙ্গে ব্রডের টুইট, ‘নিজে প্রচার পাওয়ার জন্য যখন গল্প বানাচ্ছ, তা হলে অন্তত ভাল কোনও গল্প বানাও। জঘন্য।’ ব্রড অস্বীকার করলেও স্মিথ কিন্তু নিজের দাবিতে অনড়।
|
প্রতিভাদের তুলে ধরার নয়া প্রয়াস
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রথম যখন কলকাতায় খেলতে এসেছিলেন বাইচুং ভুটিয়া, সহ-খেলোয়াড় কেরলের ছেলেটি সিকিমের নামই শোনেননি। জিজ্ঞাসা করেছিলেন, সিকিম বিদেশের কোনও রাজ্য? উত্তর-পূর্বের প্রতিভাদের প্রতি মূল ভূখণ্ডের অজ্ঞানতা বোঝাতে এই উদাহরণ দিলেন বাইচুং। উত্তর-পূর্বের তরুণ প্রতিভাদের সর্বভারতীয় স্তরে তুলে ধরার জন্য গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে ‘ইয়ং-লিডার কানেক্ট’-এর অধিবেশন। তার চেয়ারপার্সন বাইচুং। ভাইস চেয়ারপার্সন যুব কংগ্রেস নেতা গৌরব গগৈ ও নাগাল্যান্ডের মন্ত্রী মেরেন্তোসি জামির। এই অধিবেশনে উত্তর-পূর্বের গান, নাচ, রাজনীতি, ব্যবসা, শিল্প, সাহিত্য, সাংবাদিকতা-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি, যুব প্রতিভাদের এক মঞ্চে তুলে ধরা হবে। তাঁদের মুখেই যুব প্রজন্ম শুনবে সাফল্যের মন্ত্র। বাইচুং-এর কথায়, “উত্তর-পূর্বে প্রতিভার অভাব নেই। কিন্তু আমরা কোনও ব্র্যান্ড গড়ে তুলতে পারিনি। এ বার প্রতিভায় ভর করে, ‘ব্র্যান্ড নর্থ-ইস্ট’ গড়ে তুলে গোটা দেশের সামনে হাজির হব আমরা।”
পুরনো খবর: ফুটবল স্কুলের উদ্বোধনে ভাইচুং
|
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে যোগ দিতে উত্তরপ্রদেশের বারাণসীর মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দলে রয়েছেন মোট ২৪ সদস্য। এই প্রথম বর্ধমানের ছাত্রীরা ওই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। প্রতিযোগিতা চলবে ২০-২২ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ত্রীড়া দফতর সূত্রে জানানো হয়েছে, তিন দিনের প্রস্তুতির পরে দল বাছাই করা হয়েছে।
|
জমবে কোহলি-ডে’ভিলিয়ার্স লড়াই |
আইসিসি ওয়ান ডে ব্যাটসম্যানদের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের লড়াই আগামী কয়েক সপ্তাহে আরও উত্তেজক হয়ে ওঠার সম্ভাবনা। লড়াইটা বিরাট কোহলি বনাম এবি ডে’ভিলিয়ার্স-এর। এই মুহূর্তে দু’জনের মধ্যে তফাত আট রেটিং পয়েন্টের। ভারত ঘরের মাঠে ২১ নভেম্বর শুরু করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা নিজের দেশে তিন ম্যাচেরই ওয়ান ডে সিরিজ শুর করছে তার তিন দিন পরে। কোহলি আর ডে’ভিলিয়ার্স দুজনই ঘরের মাঠের পরিবেশের পুরো ফায়দা তোলার সুযোগ পাচ্ছেন। গত ১৩ নভেম্বর অস্ট্রেলিয়া সিরিজ শেষে কোহলি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে সরিয়ে এক নম্বরে। ডে’ভিলিয়ার্স এখন দুইয়ে। আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় ধোনি আছেন ছয়ে। প্রথম কুড়িতে আছেন শিখর ধবন (১১), রোহিত শর্মা (১৫) আর সুরেশ রায়না (১৭)। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে পাক অফস্পিনার সঈদ আজমল। রবীন্দ্র জাডেজা তিনে। ১৭ আর ১৮ নম্বরে অশ্বিন আর ভুবনেশ্বর কুমার।
|
মেসি নিয়ে সন্দেহ জাভির |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ফ্র্যাঙ্ক রিবেরির যা সাফল্য ক্লাব ফুটবলে, তাতে এ বারের ‘ব্যালন ডি অর’ লিওনেল মেসির হাতে ওঠা যথেষ্ট কঠিন। গত চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি এ বার সবচেয়ে কঠিন লড়াইয়ের সামনে ব্যালন ডি অর পাওয়ার ব্যাপারে, বলছেন তাঁর বার্সা টিমমেট জাভি। “নিজেদের যদি জিজ্ঞেস করি বিশ্বের সেরা কে, তা হলে মেসিকেই ভাবব। কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করা হয়, ২০১৩-র বিশ্বসেরা কে, তা হলে যথেষ্ট বিতর্ক আছে। রোনাল্ডো আর রিবেরির কাছ থেকে মেসি যথেষ্ট কঠিন লড়াই পাবে সেক্ষেত্রে। বায়ার্ন মিউনিখে রিবেরি প্রায় সব জিতেছে। আর রোনাল্ডোর গোল সংখ্যা অসাধারণ। তবে আমি স্পেন অধিনায়ক হিসাবে ভোট দিলে প্রথম ভোট মেসি, দ্বিতীয় ভোট রিবেরি আর তৃতীয় ভোট রোনাল্ডোকে দিতাম,” বলেন জাভি।
|
কানপুরে ম্যাচ অবজার্ভার বিশ্বরূপ |
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আসন্ন ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ‘ম্যাচ অবজার্ভার’ হলেন। ম্যাচ কানপুরে। সিরিজ শুরু ২১ নভেম্বর। তৃতীয় তথা শেষ ম্যাচ ২৭ নভেম্বর। এ দিকে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে চোট পাওয়া বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামীর জায়গায় নেওয়া হল কৌশিক ঘোষকে। যিনি আদতে ওপেনার। শ্রীবৎসের চোট কতটা গুরুতর সেটা এখনও পরিষ্কার নয়। তবে বাংলা টিম ম্যানেজমেন্টের কাছে যা খবর, তাতে কয়েকটা ম্যাচ তাঁকে না-ও পাওয়া যেতে পারে। বাংলার পরবর্তী রঞ্জি ম্যাচ চেতেশ্বর পূজারার সৌরাষ্ট্রের সঙ্গে। ইডেনে ২১ নভেম্বর থেকে। সৌরাষ্ট্র সোমবার পৌঁছলেও পূজারা ঢুকছেন আজ, মঙ্গলবার।
|
সচিনকে নিয়ে ৩০ লাখ টুইট |
বিদায়ী মহানায়ককে সম্মান জানাতে ভারতীয় বোর্ডের টুইটার অভিযান সুপারহিট। বোর্ড সচিন তেন্ডুলকরের বিদায়ী সিরিজ নিয়ে যে প্রচার চালিয়েছিল তাতে মোট ৩০ লাখ টুইট হয়েছে বলে জানিয়েছে প্রচার সংস্থা। নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করলে সচিনের স্বাক্ষর করা ছবি পাওয়া যাবে। যা ছিল বোর্ডের এই প্রচারের অন্যতম অংশ। তাতেও প্রচুর সাড়া মিলেছে। সাধারণ মানুষের পাশাপাশি ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও অংশ নিয়েছেন এই প্রচারে। ১৩ নভেম্বর অগুন্তি সমর্থকের টুইটার বার্তার উত্তরও দেন সচিন। লেখেন, “যে ভাবে সবাই টুইট করেছে সেটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। এত বছর ধরে এই সমর্থনই সেরাটা দিতে উদ্বুদ্ধ করেছে।”
|
স্যামিরা ক্লাব দলও নয়: গাওস্কর |
ওয়েস্ট ইন্ডিজ টিমকে ‘ক্লাব দলের চেয়েও খারাপ’ বলে দিলেন সুনীল গাওস্কর। জীবনের ৩৪ টেস্ট সেঞ্চুরির মধ্যে ১৩টি যে দেশের বিরুদ্ধে গাওস্করের, সেই ক্যারিবিয়ানদের বর্তমান দল ডারেন স্যামির নেতৃত্বে সচিনের শেষ টেস্ট সিরিজে দু’টো টেস্টই তিন দিনের মধ্যে হেরেছে। স্যামির দল সম্পর্কে গাওস্কর বলেন, “ওরা ক্লাব টিমের চেয়েও রদ্দি। দলে এক জন কী দু’জন অভিজ্ঞ ক্রিকেটার। বাকিরা ভারতীয় ব্যাটসম্যানদের বিন্দুমাত্র পরীক্ষা নেওয়ারও উপযুক্ত নয়। বহু বছরের মধ্যে এমন জঘন্য ওয়েস্ট ইন্ডিজ দল দেখিনি। দল নির্বাচন বা অন্য যে সমস্যাই ওদের থাকুক না কেন, তার থেকে ওয়েস্ট ইন্ডিজকে এখনই বার হতে হবে।”
|
চেককে ডেভিস দিলেন লি-র সঙ্গী |
ডেভিস কাপের ইতিহাসে পঞ্চম দেশ হিসেবে খেতাব অক্ষত রাখল চেক প্রজাতন্ত্র। গত বারের চ্যাম্পিয়ন চেকরা এ বার টাই ২-২ অবস্থায় রিভার্স সিঙ্গলসের শেষ ম্যাচ জেতেন। যে ম্যাচে সার্বিয়ার দ্বিতীয় তারকা, বিশ্বের ৩৬ নম্বর টিপসারেভিচের চোটের কারণে নামা বিশ্বের ১১৭ নম্বর লাজোভিচকে ৬-৩, ৬-১, ৬-১ উড়িয়ে দেশকে চ্যাম্পিয়ন করেন পেশাদার ডাবলস সার্কিটে লিয়েন্ডারের সঙ্গী রাদেক স্টেপানেক। নিজের দেশের হার্ডকোর্টে জকোভিচের দু’টো সিঙ্গলস জয়ও কাজে আসেনি সার্বিয়ার।
|
জেরার দিনই বিয়ে ঘোষিত শ্রীসন্তের |
আইপিএল স্পট ফিক্সিং নিয়ে সোমবার শান্তাকুমারন শ্রীসন্তকে জেরা করল সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগলের নেতৃত্বাধীন তদন্ত কমিটির জেরার সামনে পড়ার দিনই আবার শ্রীসন্তের বিয়ের দিন ঘোষণা হয়ে গেল! বোর্ড কর্তৃক আজীবন নির্বাসিত শ্রীসন্ত আগামী ১২ ডিসেম্বর রাজস্থানের রাজপরিবারের মেয়ে নয়ন-কে বিয়ে করতে চলেছেন। শ্রীসন্তের পাশাপাশি এ দিন আইপিএল সিইও সুন্দর রামনকেও জেরা করেন মুদগলের তদন্ত কমিটি। |
|