মহমেডান ও রাংদাজিদ-এর পর মুম্বই এফ সি-ও কি ক্লাব জোট ছাড়ার পথে?
আইএমজিআরের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলার তারা নিতে চায় জানিয়ে খালিদ জামিলের ক্লাব চিঠি দিল ক্লাব জোটের প্রেসিডেন্ট রাজ গোমসকে। গোয়া থেকে ফোনে রাজ বললেন, “মুম্বই চিঠি দিয়েছে। আমরা কোনও উত্তর দিইনি। তবে দেখতে হবে কী ভাবে ওরা ফুটবলার নিচ্ছে। সব ক্লাবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” ক্লাব জোট সিদ্ধান্ত নিয়েছিল, আইএমজিআরের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও ফুটবলার কোনও ক্লাব নিলে চুক্তিভেঙে তাদের আসতে হবে।
মুম্বই নিতে চাইছে সঞ্জু প্রধানকে। তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারটির কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্বে। তারা নির্মল ছেত্রীকেও দলে চেয়েছিল। কিন্তু নির্মলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে মহমেডান। নির্মল এই মুহূর্তে জার্মানির দ্বিতীয় ডিভিসনের ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ-এ ট্রায়াল দিচ্ছেন। সেখানে তাঁর আরও এক সপ্তাহ থাকার কথা। সেখান থেকে ফিরেই সাদা-কালো জার্সি পরতে পারেন তিনি। মহমেডান মাঠ সচিব কামারুদ্দিন বললেন, “নির্মলের সঙ্গে আমাদের কথাবার্তা প্রায় চূড়ান্ত।” ফেডারেশন ইতিমধ্যেই আই লিগে ফুটবলার নথিভুক্তির সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করে দিয়েছে। মহমেডান সেই সুযোগটা নিতে চাইছে। অন্য ক্লাবও।
এরই মধ্যে রাংদাজিদ-এ যোগ দিতে শিলং পৌঁছে গেলেন সুব্রত পাল। আগেই সেখানে আইএমজিআরের চার ফুটবলার গৌরমাঙ্গি সিংহ, তোম্বা সিংহ, মননদীপ সিংহ ও সন্দেশ সই করেছেন। শিলং থেকে ফোনে রাংজাদির কোচ সন্তোষ কাশ্যপ বললেন, “সুব্রতরা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য আমরা কাল মঙ্গলবার স্থানীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলব।” সুব্রত ডেনমার্কের দ্বিতীয় ডিভিসনের ক্লাবএফসি ভেস্টজিল্যানে খেলার ডাক পেয়েছেন। জানুয়ারিতে ছয় মাসের জন্য ইউরোপ যাওয়ার কথা সোদপুরের মিষ্টুর। তা হলে কেন মাত্র দেড় মাস আই লিগে খেলার জন্য রাংজাদিতে সই করতে চলেছেন সুব্রত? সেটাই বিস্ময়ের। |