‘আফ্রিকার অদম্য সিংহ’, ‘সুপার ঈগলস’-এর সঙ্গে দিদিয়ের দ্রোগবার দেশ-ও পরের বছর ব্রাজিল বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল।
আফ্রিকা পর্বের কোয়লিফাইং প্লে-অফ ম্যাচে রবিবার রাতে রজার মিল্লার দেশ ক্যামেরুন ফিরতি লড়াইয়ে তিউনিসিয়াকে ৪-১ গোলে চুরমার করে। ‘আফ্রিকার সিংহ’দের হয়ে জোড়া গোল করেন প্রাক্তন অ্যাস্টন ভিলা মিডফিল্ডার জিন ম্যাকৌন। স্যামুয়েল এটো-র শট বারপোস্টে লাগে। আফ্রিকা থেকে সবচেয়ে বেশি বার (সাত) বিশ্বকাপের মূলপর্বে ওঠার রেকর্ড করল ক্যামেরুন। বিশ্বকাপের শেষ আটে ওঠার কৃতিত্বও আফ্রিকা থেকে প্রথম ক্যামেরুনেরই। নব্বই ইতালি বিশ্বকাপে মিল্লারা কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন।
নাইজিরিয়া আবার ফিরতি ম্যাচ ২-০ জিতে সব মিলিয়ে ৪-১ গোলে হারায় ইথিওপিয়াকে। ‘আফ্রিকান ঈগলস’দের হয়ে এই ম্যাচের প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন চেলসি থেকে ‘লোন’-এ লিভারপুলে যোগ দেওয়া স্ট্রাইকার ভিক্টর মোজেস। খেলার একেবারে শেষ দিকে ফ্রিকিক থেকে ব্যবধান বাড়ান লোকোমোটিভ মস্কোর মিডফিল্ডার ভিক্টর ওবিনা। এই নিয়ে পঞ্চম বার নাইজিরিয়া বিশ্বকাপে খেলবে।
আইভরি কোস্ট ফিরতি ম্যাচে সেনেগলকে হারাতে না পারলেও দু’পর্ব মিলিয়ে ৪-২ জিতে ব্রাজিলের টিকিট পেল। ফিরতি ম্যাচ ১-১ থাকে। সেনেগলের মৌসা ৭৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়ে ম্যাচের একটা নাটকীয় পরিসমাপ্তির সম্ভাবনা তৈরি করেছিলেন বটে। কিন্তু সলমন কালু ম্যাচের একেবারে শেষ দিকে আইভরি কোস্টকে সমতায় ফেরান এবং প্রথম পর্বে ৩-১ জয়ের সুবাদে স্বচ্ছন্দে বিশ্বকাপের মূলপর্বে চলে যান দ্রোগবারা। |