|
|
|
|
বিশ্ব গল্ফে অনির্বাণ-গগনজিৎ |
কোর্স নিয়ে চিন্তায় ভারতীয়রা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গল্ফের বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে ভারতীয় জুটি অনির্বাণ লাহিড়ী ও গগনজিত ভুল্লার পৌঁছে গেলেন মেলবোর্ন। যেখানে ভারতের কাছে সবচেয়ে বড় বাধা হতে পারে মেলবোনের্র ঝোড়ো হাওয়া এবং কোর্সের স্পিড। অন্তত অনির্বাণ এবং গগনজিৎ সে রকমই মনে করছেন। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলবেন অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট, আয়ারল্যান্ডের গ্রিম ম্যাকডাওয়েল, স্পেনের মিগুয়েল এঞ্জেল জিমেনে, ডেনমার্কের টমাস বর্ন, ইতালির মাতেও মানাসেরো, কোরিয়ার কে জি চোই ও আমেরিকার ম্যাট কুচারের মতো তারকারা।
দিল্লিতে সদ্য সমাপ্ত ইন্ডিয়া ওপেনে অনির্বাণ যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। অনির্বাণ-গগনজিত জুটির এটাই প্রথম বিশ্বকাপ। গগনজিত ভুল্লার গত সপ্তাহে অস্ট্রেলিয়ান মাস্টার্সে প্রথম দশে শেষ করেছেন। রয়্যাল মেলবোর্ন গল্ফ কোর্সে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৮ মিলিয়ন মার্কিন ডলারের বিশ্বকাপ।
দেশ ছাড়ার আগে অনির্বাণ বলে গিয়েছেন, “গগনজিৎ বেশ কিছু দিন হল রয়েছেন অস্ট্রেলিয়ায়। ও বেশ ভাল ফর্মেই রয়েছে। আর ইন্ডিয়ান ওপেনে ভাল খেলে আমিও বেশ ভাল ছন্দে। আশা করছি আমাদের জুটি এ বার পদক পাওয়ার যুদ্ধে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য দেশ থেকেও বেশ কয়েকটি জুটি এ বার বিশ্বকাপে খেলছে। এর থেকেই বোঝা যাচ্ছে গল্ফে এশিয়ার প্রতিপত্তি ক্রমশই বাড়ছে।”
দুই গল্ফারকেই কিছুটা চিন্তিত শোনায় কোর্স নিয়ে কথা বলার সময়। গগনজিৎ এক বিবৃতিতে বলেছেন, “অস্ট্রেলিয়ার এই কোর্সটা যথেষ্ট ফাস্ট। এত ফাস্ট কোর্সে আমরা খুব কমই খেলেছি। সে জন্য এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আর অনির্বাণ বলছেন, “এখানে গ্রিনটা এতটাই ফাস্ট যে গ্রিনের চার পাশে থাকাটাই বড় চ্যালেঞ্জ।” |
|
|
|
|
|