|
|
|
|
আইসিসিকে একহাত চ্যাপেলের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ক্রিকেটে দুর্নীতি রোখার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড তো বটেই, এমনকী আইসিসি-ও ‘কমজোরি’ বলে মনে করছেন ইয়ান চ্যাপেল। ব্রিসবেনে দেওয়া এক বক্তৃতায় প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক এ-ও বলেছেন যে, দুর্নীতির দায়ে অনেকে অভিযুক্ত হলেও ক্রিকেট প্রশাসকদের হাতে একমাত্র ‘সফ্ট টার্গেট’-রাই শাস্তি পেয়েছে। “আমি চাইব ক্রিকেট প্রশাসকেরা ভাল করে বুঝে দেখুন যে তাঁদের এক নম্বর দায়িত্ব ঠিক কী। আমার মনে হয় এখন ক্রিকেট প্রশাসনের চিন্তার প্রধান বিষয় হল দুর্নীতি। ওই একটা জিনিস ছাড়া খেলাটাকে আর কিছু কলঙ্কিত করতে পারে বলে আমার মনে হয় না,” বলেছেন চ্যাপেল। এই বক্তব্য রাখার পাশাপাশি চ্যাপেল এটাও বলেছেন যে, এখন পর্যন্ত দুর্নীতির সব তথ্য ফাঁস হয়েছে প্রচারমাধ্যমের স্টিং অপারেশন থেকে। আইসিসি-র দুর্নীতি দমন শাখা এই ব্যাপারে বিশেষ প্রভাব ফেলতে পারেনি।
চ্যাপেল মনে করছেন, অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে আদালতে মামলা করার মতো প্রমাণ না থাকলেও তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। “সব অভিযুক্তদের আদালতে তুলতে গেলে হয়তো একশো বছরে এক জনকে শাস্তি দেওয়া যাবে। তার চেয়ে ক্রিকেটের নিজস্ব কিছু শাস্তির ব্যবস্থা করা উচিত। দুর্নীতি রুখতে প্লেয়ারদেরও কাজে লাগানো দরকার। টিমের কাউকে সন্দেহজনক লাগলে যাতে বাকিরা তার বিরুদ্ধে প্রশাসকদের সতর্ক করে দিতে পারে,” বক্তব্য চ্যাপেলের।
ক্রিকেট প্রশাসন নিয়ে চ্যাপেলের মন্তব্য, “ক্রিকেটের এখন দরকার কড়া আর নিরপেক্ষ নেতৃত্ব। তার জায়গায় সে পাচ্ছে কিছু কমজোরি, স্বার্থপর নেতা। ক্রিকেটটা খেলা না বাণিজ্য এই প্রশ্নের উত্তর সবার আগে খোঁজা দরকার।” |
|
|
|
|
|