টুকরো খবর |
ক্রীড়ায় সাফল্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য ক্রস কান্ট্রি প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের দুই প্রতিযোগি। বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, বাঁকুড়া জেলা পুলিশ এবং বাঁকুড়া জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত রবিবার অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম রাজ্য ক্রশ কান্ট্রি প্রতিযোগিতা। বাঁকুড়ার পুলিশ লাইনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুরের অলমেশ মাহাতো ১২ কিমিতে দ্বিতীয় স্থান এবং সৌম্যদীপ মণ্ডল ৮ কিমিতে তৃতীয় স্থান দখল করেন। এ বার জাতীয় ক্রশ কান্ট্রি প্রতিযোগিতা এ রাজ্যের জলপাইগুড়িতে হবে, ২২ ডিসেম্বর। অন্যদিকে, চেন্নাইতে অনুষ্ঠিত ৪৪ তম জাতীয় কেন্দ্রীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে খড়্গপুরের সায়ন সাঁতরা প্রথম হয়েছেন।
|
চার্চিল ম্যাচে মাঠে নামছেন নবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধেই মাঠে নামছেন রহিম নবি। মঙ্গলবার নবি এবং মেহরাজউদ্দিনুকে আই লিগের জন্য নথিভুক্ত করেছে মহমেডান। নবি এখনও সে ভাবে বল ধরেননি। মঙ্গলবারও বল ছাড়াই অনুশীলন করেন। রাতে বললেন, “দু’-এক দিনের মধ্যেই বল নিয়ে নেমে পড়ব। অনেক দিন বসে আছি, চার্চিল ম্যাচে খেলবই।” ক্লাব জোট থেকে বেরিয়ে এসে আইএমজিআর-এর চুক্তিবদ্ধ ফুটবলার নবিকে সই করিয়েছিল মহমেডান। কিন্তু চোটের জন্য খেলতে পারেননি তিনি। নবি বলেন, “ডাক্তার পুস্পকেতু কোনারের কাছে আমি কৃতজ্ঞ। তিনিই আমাকে মাঠে ফিরিয়েছেন।” সাত গোলে জেতার পর টিম যাতে আত্মতুষ্টিতে না ভোগে সে জন্য পুরো দলকে অনুশীলন করান কোচ আব্দুল আজিজ।
|
অন্য খেলায় |
সপ্তম জাতীয় চক বল প্রতিযোগিতা হবে ২২-২৫ নভেম্বর, হরিদ্বারে। রাজ্যের মোট ২৮ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেবেন। |
|