বিজয়গড়-কাণ্ডে বৃদ্ধা দীপালি আইচ ভৌমিক হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। ময়না-তদন্তের রিপোর্ট পেয়ে এমনই দাবি পুলিশের। তবে দীপালিদেবীর মৃত্যু কখন কী ভাবে হয়েছে, জানেন না ছেলে সোমশুভ্র আইচ ভৌমিক। গুরুতর জখম অবস্থায় তিনি এম আর বাঙুরে ভর্তি। পুলিশের দাবি, সোমবারই সোমশুভ্র জানান, রবিবার রাতে তিনি খাট থেকে নামতে গিয়ে পড়ে যান। তার পরে কিছু মনে নেই তাঁর। গোয়েন্দারা জেনেছেন, ওই রাতে তিনি নেশাগ্রস্ত ছিলেন। তবে দীপালিদেবীর মত্যুর কারণ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। গোয়েন্দাদের অনুমান, ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হৃদ্রোগে আক্রান্ত হন দীপালিদেবী। স্থানীয় সূত্রে খবর, বাজারে সোমশুভ্র-র প্রচুর ধার ছিল। নেশাসক্ত ছিলেন তিনি। খরচ চালানোর জন্য তাঁকে মায়ের উপরে নির্ভর করতে হত।
পুরনো খবর: ঘরে মায়ের দেহ, পাশে জখম ছেলে |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, পার্ট-টু অনার্স এবং জেনারেল (১+১+১ পদ্ধতি) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বিএ, বিএসসি অনার্সে পাশের হার যথাক্রমে ৯৮.৬৪ এবং ৯৮.৯২%। জেনারেলে পাশের হার বিএ-তে ৭৮.৬৯ এবং বিএসসি-তে ৯৩.৮৭%। মে মাসে পার্ট টু অনার্স পরীক্ষা হয়ে গেলেও পঞ্চায়েত নির্বাচনের জন্য জেনারেল পরীক্ষা পিছিয়ে যায়। পরীক্ষা হয় অগস্টে। কিন্তু পার্ট থ্রি-তে পড়াশোনার সময় এমনিতেই কম থাকে। তাই পার্ট টু পরীক্ষার্থীদের পড়াশোনার কথা মাথায় রেখে অনার্সের ফল সেপ্টেম্বরের মাঝামাঝি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছিল। এ দিন আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করা হয়।
পুরনো খবর: স্নাতক পার্ট টু-র ফল আজ |