টুকরো খবর
সরকারি উদ্যোগে সব্জি-বিক্রেতা চাষিরাই
শহরের ৬টি বাজারে সব্জি বিক্রির ব্যবস্থা করছে সরকার। কাল, বুধবার থেকেই শুরু হবে সেই সব্জি বিক্রি। সরাসরি জমি থেকে সব্জি নিয়ে তা বাজারে বিক্রি করবেন চাষিরা। রাজ্য সরকারের উদ্যানপালন দফতরের অধীনে থাকা একাধিক চাষি সমবায়ের সদস্যেরা বাজারে বসেই বিক্রি করবেন ফুলকপি, বাঁধাকপি, পালং, উচ্ছে, বেগুন, সিম, ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ। উত্তর কলকাতার বাজার দিয়ে শুরু হচ্ছে। দু’এক দিনের মধ্যেই দক্ষিণ কলকাতার বাজারেও তা মিলবে। পুরসভা সূত্রের খবর, বাজারগুলি হল শ্যামবাজার, গোবরা, গুরুদাস বাজার, কাঁকুড়গাছি ভিআইপি বাজার, কলেজ স্ট্রিটের কাছে মার্কাস স্কোয়্যার এবং রবীন্দ্র সরণিতে চার্লস অ্যালেন মার্কেট। পুরসভার মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ সোমবার বলেন, “চাষিরা গাড়ি করে সব্জি নিয়ে আসবেন। পুরসভার বাজারে তাঁদের জায়গা দেওয়ার ব্যবস্থা হয়েছে। পুলিশকেও বলা হয়েছে তাঁদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য।” দিন কয়েক আগে শ্যামবাজারে চাষিরা একটি দোকান খোলায় বাধা দিয়েছিলেন স্থানীয় কিছু ব্যবসায়ী। তাই নতুন করে বাজারে দোকান খোলার নির্দেশ পেয়ে আতঙ্কে ছিলেন তাঁরা। এ দিন পুর প্রশাসনের পক্ষ থেকে ওই চাষিদের আশ্বস্ত করা হয়। পুরসভা সূত্রের খবর, শুক্রবার উল্টোডাঙা পুর-বাজারেও সব্জির দোকান খুলবে। উদ্যানপালন দফতরের দাবি, বাজারের অন্য ব্যবসায়ীদের চেয়ে কেজি প্রতি অন্তত ৩-৫ টাকা কমে সব্জি পাবেন ক্রেতারা।

পিছিয়ে গেল আধারের ছবি তোলার দিন
প্রস্তুতি-পর্ব সম্পূর্ণ না হওয়ায় আগামী ২১ নভেম্বর থেকে কলকাতায় গ্যাসের ডিলারের দোকানে রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের জন্য ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের শিবির শুরু করা যাচ্ছে না। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার (সাধারণ) সৃষ্টিধর সাঁতরা সোমবার জানিয়েছেন, ওই শিবির শুরু হবে আগামী ২ ডিসেম্বর। সৃষ্টিধরবাবু আরও জানান, এর আগে কলকাতায় রান্নার গ্যাসের কত জন গ্রাহকের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে, তার স্পষ্ট তথ্য জাতীয় জনগণনা দফতরের কাছে এখনও নেই। তাই গ্যাসের দোকানে ওই শিবির চালু করতে ওই দফতর পুরসভার কাছে আরও কিছু দিন সময় চেয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পুরসভায় সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকে স্থির হয়েছিল, শুধুমাত্র রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য ২১ নভেম্বর থেকে গ্যাসের ডিলারের দোকানে ওই শিবির চালু হবে। জাতীয় জনগণনা দফতর সূত্রের খবর, কলকাতায় প্রায় ৬৯% নাগরিকের আধারের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য নেওয়ার কাজ শেষ। এর মধ্যে কত জন রান্নার গ্যাসের গ্রাহক, সেই তথ্যই এখনও স্পষ্ট নয়। গ্যাস সংস্থাগুলির দেওয়া গ্রাহক তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখার পরে জানা যাবে, কত জনের ছবি তোলা বাকি। সেই কাজ শেষ করতেই বাড়তি সময় প্রয়োজন বলে পুরসভাকে জানিয়েছে জনগণনা দফতর।

পুরনো খবর:

নতুন সাজে গ্রেট ইস্টার্নের উদ্বোধন আজ
বেসরকারিকরণের আট বছর পরে আজ, মঙ্গলবার ‘দ্য ললিত গ্রেট ইস্টার্ন’ হোটেলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমস্ত ছাড়পত্র না-পাওয়ায় বাণিজ্যিক ভাবে হোটেলটি চালু করতে আরও কিছু দিন দেরি হবে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। ২০০৫-এর নভেম্বরে ১৬৫ বছরের পুরনো দেশের প্রথম স্টার হোটেলটি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিনে নেয় ভারত হোটেলস গোষ্ঠী। কিন্তু এর বছর খানেকের মধ্যেই মৃত্যু হয় ভারত হোটেলস-এর কর্ণধার ললিত সুরির। তাঁর স্ত্রী জ্যোৎস্না সুরির হাত ধরে শুরু হয় সংস্কারের কাজ।
নবরূপে। উদ্বোধনের আগের দিন ‘দ্য ললিত গ্রেট ইস্টার্ন’ হোটেল। ছবি: বিশ্বনাথ বণিক।
কিন্তু সে কাজে বারেবারেই বাধা এসেছে। হোটেলের ‘হেরিটেজ’ বা ঐতিহ্যশালী ভবন অংশের পুরনো দোকান-সহ কিছু দখলদারকে এখনও সরানো যায়নি বলে অভিযোগ সংস্থার। গত সপ্তাহেই কলকাতায় বণিকসভা ফিকি-র একটি অনুষ্ঠানে এসে জ্যোৎস্না সুরি জানান, সব ছাড়পত্র এখনও পাওয়া যায়নি। ফলে হোটেলটি পুরোপুরি চালু করতে এখনও কিছুটা সময় লাগবে। সংস্থার দাবি, সংস্কারের কাজে এ পর্যন্ত ২৬০ কোটি টাকা খরচ হয়েছে। নব কলেবরের গ্রেট ইস্টার্ন হোটেলের মূল আকর্ষণ হেরিটেজ ভবন। সেই অংশেই থাকছে শহরের এক সময়ের সবচেয়ে নামী বিনোদনের ঠিকানা ম্যাক্সিমস বার কাম রেস্তোরাঁ।

স্নাতক পার্ট টু-র ফল আজ
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিমিউজ পার্ট টু পরীক্ষার ফল আজ, মঙ্গলবার প্রকাশিত হবে। বেলা ৩টে থেকে মার্কশিট ও গেজেট দেওয়া হবে সংশ্লিষ্ট কলেজের প্রতিনিধিদের হাতে। ফল জানা যাবে ওয়েবসাইট এবং এসএমএসেও। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল: http://www.wbresults.nic.in, http://www.exametc.com। এসএমএস মারফত ফল জানার জন্য CUUG-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠাতে হবে। মে মাসে অনার্স পরীক্ষা হয়ে গেলেও পঞ্চায়েত নির্বাচনের জন্য পিছিয়ে পার্ট টু জেনারেল পরীক্ষা হয়েছিল অগস্টে। পার্ট থ্রি-তে পঠনপাঠনের দিন এমনিতেই কম। তার উপরে পার্ট টু পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এই ছাত্রছাত্রীদের তৃতীয় বর্ষে পড়াশোনার দিন আরও কমে যায়। সে-কথা মাথায় রেখে পার্ট টু অনার্স পরীক্ষার ফল সেপ্টেম্বরের মাঝামাঝি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। তার পরে ছাত্রছাত্রীরা নম্বর পুনর্মূল্যায়নের আবেদনও জানান। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক সোমবার বলেন, “ছাত্রছাত্রীরা এ বার শুধু জেনারেল পত্রের নম্বর পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারবেন।” বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি অনার্স ও মেজর পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলও বেরোবে আজ। জুলাইয়ে ওই পরীক্ষার ফল বেরিয়েছে।

রাস্তা আটকানোয় ধমক মীরার
রাজ্য নির্বাচন কমিশনের অফিসে রাস্তা আটকে কথা বলতে গিয়ে কমিশনার মীরা পাণ্ডের ধমক খেলেন কংগ্রেসকর্মীরা। মীরাদেবী তাঁদের বলেন, এটা কথা বলার প্রক্রিয়া হতে পারে না। কংগ্রেসকর্মীরা পথ ছেড়ে দেন। মীরাদেবী পরে তাঁদের নিজের ঘরে ডেকে সব কথা শোনেন। আসন্ন পুরভোটে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে, কমিশনের কাছে সেই দাবি জানিয়েছে কংগ্রেস। ঘটনাটি সোমবারের। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কনক দেবনাথ বলেন, “আমাদের কর্মীরা কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে শোনেন, তিনি বেরিয়ে গিয়েছেন।” তার পরেই ধর্না শুরু হয়। তিন বিধায়কও ছিলেন।

পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা
বিধাননগর পুরসভার উপনির্বাচনের পাঁচ দিন আগেই সোমবার সিপিএমের পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেকের ১৩ নম্বর ওয়ার্ডে। থানা ও অতিরিক্ত রিটার্নিং অফিসারের কাছে এই অভিযোগ করেছে সিপিএম। ওই ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের গীতা বিশ্বাস মারা যাওয়ায় আগামী ২২ নভেম্বর উপনির্বাচন। সিপিএমের অভিযোগ, হোর্ডিং, পোস্টার, ফ্ল্যাগ কোথাও ছেঁড়া হয়েছে, কোথাও ব্লেড দিয়ে কাটা হয়েছে। তাঁদের কর্মীদের হুমকিও দেওয়া হচ্ছে। বহিরাগত ঢোকানোর অভিযোগও তুলছে তাঁরা। সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা বলেন, “নির্বাচনের আগে আতঙ্ক তৈরি করা হচ্ছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “হেরে যাওয়ার ভয়ে এ সব অভিযোগ করছে সিপিএম। বহিরাগত আনার প্রথা সিপিএমই চালু করেছে। ভোটাররা তা জানেন। পোস্টার ছিঁড়ে ওঁরাই নাটক করছে।” যদিও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক আশ্বাস মিলেছে।

‘শ্লীলতাহানি’, ধৃত
ঘরে ঢুকে এক নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল পড়শি এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বড়বাজার থানার নেতাজি সুভাষ বসু রোডে। পুলিশ সূত্রের খবর, মা-বাবার সঙ্গে বড়বাজার থানার তিন তলা একটি আবাসনে থাকে ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, শনিবার ওই আবাসনেরই এক কিশোর আচমকা তার ঘরে ঢুকে পড়ে তার শ্লীলতাহানি করে। কিশোরীর পরিবার থানায় অভিযোগ জানালে শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নয়া পাঠ্যক্রম
ইংরেজি বিভাগে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু হল সেন্ট পল্স কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস সোমবার এর উদ্বোধন করে বলেন, “যে সব কলেজে পরিকাঠামো আছে, সেখানে স্নাতকোত্তর পড়ানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সূত্রেই এখানে স্নাতকোত্তর পাঠ্যক্রম খোলা হল।” ‘সেল্ফ ফিন্যান্সিং’ এই পাঠ্যক্রমে বছরে ছাত্র পিছু লাগবে ১৮ হাজার টাকা। ২১ নভেম্বরের মধ্যে ভর্তির আবেদন জমা দিতে হবে। প্রবেশিকা পরীক্ষা ২২ নভেম্বর, বেলা ১টায়। অনুষ্ঠানে ছিলেন বিশপ অশোক বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক স্বপন চক্রবর্তী।

আলু নিয়ে বচসা
আলু বিক্রি নিয়ে গোলমালের জেরে গ্রেফতার হলেন সল্টলেকের এক বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ও তাঁর ছেলে। সোমবার আদালতে ধৃত গোপাল বিশ্বাস ও অপুর ৯ দিনের জেল হেফাজত হয়। পুলিশ জানায়, রবিবার আলু বিক্রি নিয়ে করুণাময়ীর কাছে এক সব্জিবিক্রেতা বৈদ্যনাথ সাধুখাঁ প্রহৃত হন। অভিযোগ, প্রতিবাদ করলে তাঁর স্ত্রী পার্বতীর শ্লীলতাহানি করা হয়। বৈদ্যনাথ জানান, বাজার সমিতির কাছে রাখা আলু সরকারি দামেই কেনার কথা। গোপাল বেশি দাম চাইলে গোলমাল বাধে। এ দিন বৈদ্যনাথ অভিযোগ প্রত্যাহার করার আগেই চালু হয় শুনানি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আলু বেশি দামে বিক্রি হচ্ছে কিনা, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.