এই প্রথম কোনও গোয়ান ফুটবল কোচ কলকাতার ক্লাবে কোচিং করাতে আসছেন। সেই খুশিতে আর্মান্দো কোলাসোর তেরো বছরের পুরনো ক্লাব ডেম্পোর সদস্যরা পানাজিতে রবিবার এক নৈশভোজের আয়োজন করেছিলেন। যে ক্লাবকে পাঁচ বার আই লিগ চ্যাম্পিয়ন করেছেন, সেই ক্লাবের ডাকে সাড়া দিয়ে কলকাতা আসার আগের রাতে পরিবার ও বন্ধুদের নিয়ে সেলিব্রেশনে মাতলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ।
সোমবার রাতের দিকে শহরে পৌঁছে যাবেন কোলাসো। মঙ্গলবার গ্যালারিতে বসে ইস্টবেঙ্গল-জর্জ টেলিগ্রাফ ম্যাচ দেখবেন। বুধবার থেকে চিডি-মোগাদের নিয়ে অনুশীলনে নেমে পড়তে চান প্রাক্তন জাতীয় কোচ। তার আগে জর্জ ম্যাচে গ্যালারি থেকেও লাল-হলুদের সহকারী কোচ রঞ্জন চৌধুরীকে কোনও পরামর্শ দিতে চান না কোলাসো। বরং আগের এরিয়ান ম্যাচের মতোই স্টপ গ্যাপ কোচকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে চান। এ দিন গোয়া থেকে ফোনে কোলাসো বললেন, “রঞ্জন তো বেশ ভাল কাজ করছে। ওর কোচিংয়ে আগের ম্যাচ তো ইস্টবেঙ্গল জিতেওছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিম সম্পর্কে আমার চেয়ে রঞ্জনই ভাল জানে। আমি জর্জ ম্যাচটা শুধু দর্শক হয়ে দেখব। ম্যাচের পর রঞ্জনের সঙ্গে টিম নিয়ে আলোচনা করতে বসব।”
রঞ্জন অবশ্য জর্জ ম্যাচের আগে নিজের টিম নিয়ে চিন্তায়। উগা-মোগা সহ চার জন ফুটবলারের চোট তো ছিলই, তার উপর কার্ড সমস্যায় পাওয়া যাবে না গুরবিন্দরকে। রঞ্জন বললেন, “চোট-কার্ড সমস্যা রয়েছে। তবে আমাদের ভাল খেলেই জিততে হবে। কোলাসোর সঙ্গে আমার এখনও কথা হয়নি। উনি কিছু পরামর্শ দিলে তো ভালই।”
|