ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফিফা বর্ষসেরার সম্মান ‘ব্যালন ডি অর’ জেতাতে আসরে নেমে পড়লেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। রিয়াল মহাতারকার হাতে ‘ব্যালন ডি অর’ দেখতে এতটাই মরিয়া দলের কোচ যে, তিনি ধর্না দিতেও রাজি আছেন।
ব্রিটিশ প্রচারমাধ্যমে খবর, ইতালির এক সাংবাদিক সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে সতর্ক করে রিয়ালের প্রবীণ ইতালীয় কোচ আন্সেলোত্তি বলেছেন, “রোনাল্ডোই যোগ্য দাবিদার ব্যালন ডি অর পাওয়ার। ও সেটা না পেলে রোনাল্ডোর দেশে (পর্তুগাল) গিয়ে প্রতিবাদ জানাতে ধর্না দিতেও রাজি আমি।” |
ইউরোপীয় ফুটবল বিশেষজ্ঞদের মতে, ব্যালন ডি অর জেতার দৌড়ে ফেভারিট চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ দলের ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। কিন্তু আন্সেলোত্তি সাফ বলে দিলেন, তাঁর প্রথম পছন্দ সিআর সেভেন। “গত কয়েক বছর ধরেই মরসুমে কম করে পঞ্চাশটা গোল করে চলেছে রোনাল্ডো। চূড়ান্ত বিশ্বমানের প্রতিভা ছাড়া এ রকম ধারাবাহিকতা দেখানো অসম্ভব। এ রকম ফুটবলারের হাতেই ফুটবল দুনিয়ার বর্ষসেরার পুরস্কার ওঠা উচিত,” বলেছেন আন্সেলোত্তি। সঙ্গে যোগ করেন, “রিয়াল টিমের অপরিহার্য অঙ্গ রোনাল্ডো। দলের জুনিয়র ফুটবলারদের কাছে ও রোল মডেল।”
পাশাপাশি জল্পনা তুঙ্গে যে, ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় জানুয়ারিতে ‘ব্যালন ডি অর’-এর অনুষ্ঠানে হয়তো উপস্থিতই থাকবেন না রোনাল্ডো। কিন্তু স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, রিয়াল প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ পরামর্শ দিয়েছেন সিআর সেভেনকে, ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলা ভুলে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে। |