বেশ কিছু দিন চুপচাপ থাকার পর আবার আক্রমণের মেজাজে ললিত মোদী। রবিবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে মোদী লিখেছেন, “আমি রাজস্থান ক্রিকেট সংস্থার নির্বাচনে লড়ছি। আমাকে কে থামায় দেখি।” ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু দিন আগেই মোদীকে আজীবন সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরে অবশ্য রাজস্থান আদালতে গিয়েছিলেন মোদী। এবং আদালতের নির্দেশ অনুযায়ী রাজস্থান ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়াতে তাঁর সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু মোদীর আইনজীবী মেহমুদ আবদি এ দিন অভিযোগ করেছেন, মোদীকে আটকাতে আরসিএ-র নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে নির্বাচন হওয়ার কথা ছিল ৭ ডিসেম্বর। কিন্তু এখন জানানো হয়েছে, সেই নির্বাচন হবে ২৩-২৪ নভেম্বর। তাতে অবশ্য মোদী দমছেন না। বরং তাঁর হুঙ্কার, ২৩-২৪ নভেম্বরে আমাকে নির্বাচনে দেখতে পাবেন।
|
সিকিম গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল কালীঘাট এমএস। রবিবার শেষ আটের লড়াইয়ে নেপালের জাতীয় যুব দলকে ১-০-এ হারাল কলকাতার দলটি। গোল করেছেন জোডিনলিয়ানা। ২১ নভেম্বর সেমিফাইনালে কালীঘাট এমএস মুখোমুখি হবে নেপালেরই মানাং মার্শ ক্লাবের।
|
ইউনাইটেড স্পোর্টসের নতুন গোলকিপার কোচ হলেন প্রাক্তন জাতীয় দলের গোলকিপার তরুণ বসু। সোমবার থেকেই তিনি দায়িত্ব নিচ্ছেন দলের। |