তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলরের চালের গুদামে বসে জুয়া খেলার অভিযোগে ব্লক যুব কল্যাণ আধিকারিক-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে মাথাভাঙা থানার ৪ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানায়, মাথাভাঙা ১ নম্বর ব্লকের ওই যুব কল্যাণ আধিকারিকের নাম মৃণালকান্তি রায়। এ ছাড়াও ধৃতদের মধ্যে এলাকার এক রেশন ডিলার-সহ ৫ জন ব্যবসায়ী আছেন। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, ‘‘গুদামের মালিকও এর সঙ্গে যুক্ত কি না তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনায় একজন সরকারি অফিসার গ্রেফতার হওয়ায় জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “পুলিশ ওই ঘটনার তদন্ত করছে। প্রশাসনের তরফ থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে।’’ অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন ধৃতদের আইনজীবী তথা তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ। তিনি বলেন, ‘‘জুয়া খেলার যে অভিযোগ হয়েছে, তা ঠিক নয়। চক্রান্ত করে ধৃতদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’’ ধৃতদের এ দিন মাথাভাঙা আদালতে তোলা হলে তাঁদের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এলাকার তৃণমূল কাউন্সিলর সুতপা পাল ভাদানি বলেন, “শুধু জুয়া নয়, এলাকা জুড়ে বেআইনি লটারির রমরমা চলছে। বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি।” তাঁর দাবি, “প্রাক্তন কাউন্সিলরের চালের গুদামে জুয়া খেলার বিষয়টি শুনেছি। কেউ বেআইনি কাজ করে থাকলে পুলিশ-প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
পুলিশ জানায়, গোপন সূত্রের খবর রাতে গুদামটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। অভিযুক্তরা পালানোর চেষ্টাও করে। ছ’জনকে ধরা ছাড়াও সেখান থেকে ৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে। গুদামের মালিক ওই প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি। |