সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচারকারীদের সঙ্গে বনরক্ষীদের সংঘর্ষে ৬ জন গুরুতর জখম হয়েছেন। এঁদের মধ্যে ৫ জন বনকর্মী। ঘটনাস্থল ত্রিপুরার দক্ষিণে গোমতী জেলার করবুকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল বনরক্ষীরা নিয়মমাফিক টহল দিচ্ছিলেন। সে সময়ে গভীর জঙ্গলে কাঠ কাটার শব্দ পায় তারা। কাঠপাচারকারীদের বাধা দিতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন বনকর্মীরা। পাচারকারীদের আটক করার উদ্দেশে বনরক্ষীরা গুলি চালায়। গুলিতে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের এক যুবক আহত হন। অমরপুরের এসডিএম সজল বিশ্বাস জানান, “বাধা পেয়ে কাঠপাচারকারীরা বনকর্মীদের উপর চড়াও হয়। গ্রামবাসীদের একাংশও আক্রমণ চালায় বনকর্মীদের উপর। তখন বনরক্ষীরা আত্মরক্ষার্থে শূন্যে গুলি চালাতে বাধ্য হয়।’’ এই ঘটনার প্রেক্ষিতে করবুকের লাউগাং এডিসি ভিলেজ এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। টহল দিচ্ছে পুলিশ।
|
একটি দাঁতালের আক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনার জেরে টানা দেড় ঘণ্টা ধরে গয়েরকাটা-বানারহাট রাজ্য সড়ক অবরোধ করে রাখেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে গয়েরকাটা চা বাগানে বাগান লাগোয়া এলাকায়। বন দফতর ও পুলিশ সূত্রের খবর, স্থানীয় হিন্দুপাড়ার বাসিন্দা মৃত মহিলার নাম গোয়ালুর নেসা (৫৫)। এই দিন ভোর পাঁচটা নাগাদ তিনি বাড়ি লাগোয়া গয়েরকাটা বাগানের ১৪ নম্বর সেকশনে বাগিচায় শৌচকার্য করতে যান। সে সময় একটি দাঁতাল বাগান থেকে খুঁট্টিমারি জঙ্গলে ফেরার পথে ওই মহিলাকে সামনে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে ধরে মাটিতে আছাড় দিয়ে পা দিয়ে পিষে মারে। এর পরেই হাতির আক্রমণে এলাকার লোকজনের মৃত্যুর ঘটনা বাড়ছে বলে অভিযোগ তুলে গ্রামবাসী সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে রাখেন। পরে সকাল সাড়ে নটা নাগাদ বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে-সুজিয়ে অবরোধ তুলে দেয়।
|
দু’দিন অভিযান চালিয়ে আলিপুরদুয়ার শহর, গাঙ্গুটিয়া ও চিনচুলা চা বাগান থেকে প্রায় ১৫ লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করলেন বন কর্মীরা। সোমবার আলিপুরদুয়ার শহরের ৬ নম্বর ওয়ার্ডের এক বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের শাল সেগুন-সহ বিভিন্ন কাঠ উদ্ধার হয়। সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গেল কাঠ চুরি হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী সংগঠনগুলি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি জেভি ভাস্কর জানিয়েছেন, ২৭ মাইল ও ২৮ মাইল জঙ্গলের মাঝে ৯ নম্বর কম্পার্টমেন্ট ৬০-৭০ বছরের পুরানো শাল গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এ দিন গাঙ্গুটিয়া ও চিনচুলা চা বাগান এলাকায় বন দফতর অভিযান চালিয়ে প্রচুর কাঠ উদ্ধার হয়। পূর্ব দমনপুরের রেঞ্জ অফিসার নারায়ণ আচাযর্র্ বলেন, “প্রায় ১৫ লক্ষ টাকার কাঠ উদ্ধার হয়।”
|
নদী পার হয়ে লোকালয়ে বাঘের হানা ঠেকাতে সুন্দরবনের জঙ্গল ঘেঁষা গ্রামগুলির জালের বেড়া ৬ থেকে বাড়িয়ে ১০ ফুট করা হচ্ছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে এমনই জানানো হয়েছে। নদীর ধার বরাবর বাঁশ আর গরান গাছের খুঁটি পুঁতে সে কাজ শুরুও হয়ে গিয়েছে বলে বন দফতরের দাবি। বাঘা সাধারণত তাদের চলাচলের পথে বাধা পেলে সে রাস্তা এড়িয়ে চলে। তাই সামান্য নাইলনের জাল দিয়েই দ্বীপ ঘিরে বাঘ রোখার চেষ্টা চলত এত দিন। তবে আয়লার পরে অধিকাংশ জালই ছিঁড়ে গিয়েছে। ৬ ফুটের জাল ১০ ফুট করে লাভ কী? বন দফতরের ব্যাখ্যা, বাঘ ৬ ফুটের বাধা টপকে যেতে পারে দেখে জাল ৮ ফুটের করা হয়েছিল। তাতেও কাজ না হওয়ায় এখন ১০ ফুটের করা হচ্ছে।
|
কৃষ্ণসার শিকার মামলায় সলমন খানের কারাদণ্ডের রায়ের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। অবৈধ ভাবে কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে ২০০৬ সালে নিম্ন আদালতের বিচারে দোষী সাব্যস্ত হয়েছিলেন সলমন খান। পাঁচ বছরের কারাদণ্ডও ঘোষণা করেছিল আদালত। সেই রায়ের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। আবেদন মঞ্জুর করে মঙ্গলবার নিম্ন আদালতের সেই রায়ের স্থগিতাদেশ দিল রাজস্থান হাইকোর্ট। ফলে কিছু দিনের জন্য হলেও স্বস্তি মিলল বলিউড অভিনেতার। নিম্ন আদালতের ওই রায়ের কারণে বাতিল হয়ে গিয়েছিল তাঁর ব্রিটিশ ভিসা। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ফের নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন তিনি।
|