|
|
|
|
তলোয়ার দম্পতির ভাগ্য নির্ধারণ ২৫ নভেম্বরে |
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
নয়ডায় চিকিৎসক দম্পতি রাজেশ ও নূপুর তলোয়ারের বিলাসবহুল বাড়ি থেকে উদ্ধার হয়েছিল দু’টি দেহ। তার পরে কেটে গিয়েছে পাঁচ বছর। বার বার ওঠা -নামা করেছে মেয়ে আরুষি ও পরিচারক হেমরাজের খুনের ঘটনায় অভিযুক্ত তলোয়ার দম্পতির ভাগ্য। অবশেষে শেষ হতে চলেছে তার একটি পর্ব। ২৫ নভেম্বর ওই মামলার চূড়ান্ত রায় দেবে গাজিয়াবাদের বিশেষ আদালত।
নয়ডা পুলিশের হাত থেকে ওই তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। রাজেশ তলোয়ার গ্রেফতার হলেও সাক্ষ্যপ্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। এক সময়ে মামলা বন্ধ করতে সিবিআই ‘ক্লোজার রিপোর্ট’ পেশ করে কোর্টে। তারা জানায়, তলোয়ার দম্পতির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ জোগাড় করা যায়নি।
পরে বিশেষ আদালতের নির্দেশে ফের শুরু হয় বিচার। গ্রেফতার হন নূপুর। আরুষি ও হেমরাজকে যে ‘আপত্তিকর’ অবস্থায় দেখা গিয়েছিল তাও কোর্টকে জানায় সিবিআই। পরিবারের মর্যাদা রক্ষার নামেই তলোয়াররা আরুষি ও হেমরাজকে খুন করেছেন বলে দাবি করে তারা।
গত কাল গাজিয়াবাদের আদালতে শেষ হয়েছে দু’পক্ষের সওয়াল। সিবিআই কৌঁসুলি আর কে সাইনি বলেন, “আরুষির বাবা -মা ছাড়া আর কারও পক্ষে এই খুন করা সম্ভব নয়। পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ সেই ইঙ্গিতই দিচ্ছে।” তাঁর মতে, রাজেশ তলোয়ার তাঁর গল্ফ ক্লাব দিয়ে খুন করেছেন। তলোয়ারদের কৌঁসুলি সত্যকেতু সিংহ বিচারকের সামনে গল্ফ ক্লাব দিয়ে একটি হেলমেটের উপরে আঘাত করে দেখান। তাঁর দাবি, আরুষি ও হেমরাজের দেহের ক্ষত গল্ফ ক্লাব দিয়ে করা সম্ভব নয়। দু’পক্ষের সওয়াল শোনার পরে ২৫ নভেম্বর পর্যন্ত রায়দান স্থগিত রাখেন বিচারক শ্যাম লাল।
চাঞ্চল্যকর এই মামলার রায় জানতে আগ্রহী সারা দেশ।
|
আরুষি মামলা |
১৬ মে, ২০০৮ |
নয়ডার বাড়ি থেকে উদ্ধার কিশোরী আরুষির দেহ। |
১৭ মে, ২০০৮ |
ওই বাড়ি থেকেই ভৃত্য হেমরাজের দেহ উদ্ধার। |
২৩ মে, ২০০৮ |
বাবা চিকিৎসক রাজেশ তলোয়ার গ্রেফতার। |
৩১ মে, ২০০৮ |
তদন্তের ভার নিল সিবিআই। |
জুলাই, ২০০৮ |
প্রমাণাভাবে মুক্তি রাজেশের। |
ডিসেম্বর, ২০১০ |
মামলা বন্ধ করতে চাইল সিবিআই। |
ফেব্রুয়ারি, ২০১১ |
ফের বিচারের নির্দেশ আদালতের। |
মার্চ, ২০১২ |
রাজেশের জামিন বাতিল চাইল সিবিআই। |
এপ্রিল, ২০১২ |
গ্রেফতার নূপুর, সেপ্টেম্বরে জামিনে মুক্ত |
এপ্রিল, ২০১৩ |
তলোয়ার দম্পতিই খুনি, জানাল সিবিআই |
২৫ নভেম্বর, ২০১৩ |
রায় দেওয়ার কথা আদালতের |
|
পুরনো খবর:
• আরুষি মামলায় তলোয়ার দম্পতির আবেদন খারিজ
• মামলার খবর নিয়ে নির্দেশিকা দিল না সুপ্রিম কোর্ট |
|
|
|
|
|