টুকরো খবর |
বলরামপুরেও বিক্ষোভ সিভিক পুলিশকর্মীদের
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
পাড়ার পরে বলরামপুর। কাজ হারানোর প্রতিবাদে সিভিক পুলিশের কর্মীদের পথে নেমে প্রতিবাদ অব্যাহত পুরুলিয়ায়। সোমবার দুপুরে বলরামপুর থানা এলাকার প্রায় দুই শতাধিক সিভিক পুলিশকর্মী স্থানীয় সরাই ময়দান থেকে প্রতিবাদ মিছিল করেন। তাঁদের দাবি ছিল, অবিলম্বে তাঁদের পুনর্নিয়োগ করতে হবে। মাত্র এক মাসেই কেন তাঁদের কাজ হারাতে হল, এই প্রশ্নও তুলেছেন বিক্ষোভকারীরা। সরাই ময়দান থেকে মিছিলটি ব্লক অফিস হয়ে থানা পর্যন্ত পরিক্রমা করে। এই থানার সিভিক পুলিশ কর্মী জিতেন্দ্র কুমার, দিলীপ মাঝি, তুলসী মাঝিদের অভিযোগ, “দুর্গাপুজোর ষষ্ঠীর দিন আমাদের কাজে যোগ দিতে বলা হয়েছিল। |
|
—নিজস্ব চিত্র। |
বলরামপুর কলেজ মাঠে সাত দিনের প্রশিক্ষণ শেষে আমাদের ২৫৬ জনকে নিয়োগ করা হয়। আমাদের দিয়ে পুজোর ডিউটি, ট্রাফিক নিয়ন্ত্রণের ডিউটি করানো হয়েছে। সেটা অবশ্য আমাদের কাজ। কিন্তু, এ ভাবে আচমকা কাজ হারাতে হবে ভাবিনি।” এ দিন সিভিক পুলিশের কর্মীরা ব্লক অফিসে গিয়ে পুনর্নিয়োগের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিডিওকে পাননি। কর্মীরা জানান, বিডিও জেলা সদরে একটি বৈঠকে গিয়েছেন। দিলীপ মাঝি বলেন, “এ বার আমরা জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করব। পুনর্নিয়োগের দাবিতে জেলাশাসক ও পুলিশ সুপারকেও স্মারকলিপি দেব।” পুরুলিয়ার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার অবশ্য আগেই জানিয়েছেন, ফের সরকারি নির্দেশ আসার পরে এই কর্মীদের কাজে বহাল করা হবে।
|
পুরনো খবর: কাজ হারিয়ে অবরোধে সিভিক পুলিশের কর্মীরা
|
লগ্নিসংস্থার চার কর্মী ধৃত
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
এক মহিলার টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার চার কর্মীকে বিষ্ণুপুরের হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতের ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম সৌগত দাস, হরিভজন দে, কৃষ্ণচন্দ্র ধাড়া ও তুষারকান্তি বন্দ্যোপাধ্যায়। বাড়ি যথাক্রমে কলকাতার যাদবপুর, বিষ্ণুপুরের রাধানগর, সোনামুখীর মানিকবাজার ও বর্ধমানের রূপনারায়ণপুর এলাকায়। ধৃতেরা ‘ভলকান ইন্স্যুরেন্স ইনফ্রা প্রজেক্ট লিমিটেড’ নামে একটি অর্থলগ্নি সংস্থার কর্মী। ধৃতদের সোমবার বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক সৌগত, হরিভজন, কৃষচন্দ্রকে পাঁচ দিনের পুলিশি হেফাজত এবং তুষারকান্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযোগকারিণ, বিষ্ণুপুরের শালবাগানের বাসিন্দা মীরা দত্তর দাবি, “ওই কোম্পানির বিষ্ণুপুর শাখায় বিভিন্ন স্কিমে আমার সাড়ে ১১ লক্ষ টাকা লগ্নি করা ছিল। না জানিয়ে সম্প্রতি পাততাড়ি গোটায় ওই সংস্থা। আমরা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম।” পুলিশ জানায়, সংস্থার মূল কর্তা মানিক অধিকারী পলাতক। তাঁর খোঁজ চলছে।
|
পড়শি খুনে ধৃত দুই মহিলা
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
মানবাজারের মানগোবিন্দপুর গ্রামের খুনের ঘটনায় পুলিশ রবিবার দুই মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতেরা হলেন শোলা মাহাতো ও শ্রীমতী মাহাতো। এর আগে ওই খুনের ঘটনায় পুলিশ শোলাদেবীর ছেলে মানিক মাহাতো ও শ্রীমতী মাহাতোর স্বামী খেপু মাহাতোকে ধরেছিল। পুলিশ সূত্রের খবর, মানগোবিন্দপুর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্রনাথ মাহাতোর সঙ্গে গত ৩০ অক্টোবর পড়শি মানিক মাহাতোদের গণ্ডগোল বাধে। লাঠির আঘাতে ধীরেন্দ্রনাথবাবু গুরুতর আহত হন। ৬ নভেম্বর হাসপাতালে তিনি মারা যান। মৃতের স্ত্রী-র সম্প্রতি থানায় খুনের অভিযোগ করেন।
|
পুজো সেরে ফেরার পথে মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন মোটরবাইক আরোহী এক মহিলা। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর-সোনামুখী রাস্তায়, বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামের কাছে। পুলিশ জানায়, মৃতার নাম সীমা মুখোপাধ্যায় (৪৪)। বাড়ি বিষ্ণুপুর শহরের স্টেশন রোড এলাকায়। এ দিন তিনি স্বামীর সঙ্গে মোটরবাইকে শিবমন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা সাইকেলে ঘষা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন সীমাদেবী। পিছন থেকে লরি তাঁকে পিষে দেয়। লরি চালককে আটক করেছে পুলিশ।
|
জেলার স্কুল পুরস্কৃত
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
শিশুমিত্র পুরস্কার পেল জেলার তিনটি স্কুল। স্কুলগুলি হল খয়রাশোল দক্ষিণচক্রের পলাশবুনি প্রাথমিক স্কুল, ময়ূরেশ্বর চক্রের মাধাইপুর প্রাথমিক স্কুল এবং মল্লারপুর চক্রের বাজিতপুর উচ্চ বিদ্যালয়। সোমবার মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন জাতীয় শিক্ষা দিবস হিসেবে ঘোষিত। এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কলকাতার টাউন হলে আনুষ্ঠানিক ভাবে রাজ্যের প্রতিটি জেলার দু’টি করে প্রাথমিক স্কুল ও একটি উচ্চ মাধ্যমিক স্কুলকে এই পুরস্কার দেওয়া হয়। নির্বাচিত স্কুলগুলিকে টাকার চেক, মানপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়।
|
সার্ধশতবর্ষ পালন |
আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সার্ধশতবর্ষ পালিত হল মানবাজার গার্লস হাইস্কুলে। শনিবার ওই অনুষ্ঠানে আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনী, প্রবন্ধ রচনা ও ক্যুইজ প্রতিযোগিতা হয়। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
|
স্মরণ |
পুরুলিয়ার সমবায় আন্দোলনের নেতা শিশির গুপ্তের জন্মদিনে তাঁর স্মরণে অনুষ্ঠান হল বাঘমুণ্ডির সুইসা সমবায়ে। শিশিরবাবুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান, সুইসা বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের তাঁর নামাঙ্কিত বৃত্তি প্রদান এবং শিশিরবাবুর স্মরণে স্মরণিকা প্রকাশিত হয়। |
|