জেলার হালখাতা
ইলামবাজার গ্রন্থাগারের মাঠে আজ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলছে তারই প্রস্তুতি। সোমবার তোলা নিজস্ব চিত্র।
ঘোষিত প্রকল্প: বোলপুরে আইটি হাব
কাজের অগ্রগতি: শিবপুরে অধিগৃহীত জমি পড়েই রয়েছে।
বোলপুরে একলব্য বিদ্যালয়
নির্মাণ কাজ শেষ। ক্লাস শুরু হলেও পরিকাঠামো নিয়ে ক্ষোভ রয়েছে।
মুরারইয়ে ছাত্রাবাস
কাজ শেষ হয়েছে।
তিন মহকুমায় মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল
সিউড়িতে ভবনের নকশা তৈরি হয়েছে। বোলপুরে জমি দেখা হয়েছে। রামপুরহাটে কেবল
একজন সিএমওএইচ নিয়োগ হলেও পরিকাঠামো গড়ার কাজ শুরু হয়নি। এখনও টাকা বরাদ্দ হয়নি।
জেলার ১১টি ব্লকে কিষান বাজার
১০টি ব্লকে কাজ শুরু হয়েছে। তিনটি ব্লকে ৫০ শতাংশের বেশি কাজ
হয়েছে। বাকি সাতটির ক্ষেত্রে কাজের হার ৩০-৪০ শতাংশ।
জেলার ১১টি ব্লকে ‘মাল্টিপারপাস কোল্ড স্টোর’
শুধু মাত্র মহম্মদবাজার, ও বোলপুরে তৈরি শুরু হয়েছে। দু’টি কাজই ৯০ শতাংশ শেষ হয়েছে।
সিউড়ি, মুরারই-১, নলহাটি ও মাড়গ্রামে পলিটেকনিক কলেজ
সিউড়িতে ছাত্রীদের জন্য ৬০ আসনের হস্টেল তৈরির কাজ ৯৫ শতাংশ হয়েছে।
জমি জটে বহু দিন ধরে মুরারইয়ের কলেজটির কাজ আটকে ছিল। গত সপ্তাহে
দরপত্র ডাকা হয়েছে। নলহাটির ক্ষেত্রে ২৫ শতাংশ কাজ শেষ। গত ১৭ মার্চ
শিলান্যাস হলেও মাড়গ্রামের পলিটেকনিক কলেজ তৈরির কাজ সবে শুরু হয়েছে।
খয়রাশোলে আইটিআই
ভবনের কাজ ৭৫ % হয়েছে
জেলার পাঁচ জায়গায় মডেল স্কুল
মুরারই ১ ব্লকে ৯৫% ও দুবরাজপুর ব্লকে ৭৫ % কাজ হয়েছে। মহম্মদবাজার ও
রাজনগরে সবে কাজ শুরু হয়েছে। মুরারই ২ ব্লকে দরপত্র আহ্বান ডাকা হয়েছে।
বোলপুরে লালপুল সম্প্রসারণ*
১৮ মাসে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রেল দফতর হাত বদল হওয়ার পরে সম্প্রতি ১৫ কোটি থেকে বরাদ্দ
কমে ৬ কোটি ৬০ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। শুধু জরিপ হয়েছে।
আমোদপুর-কাটোয়া ন্যারোগেজ থেকে ব্রডগেজ*
লাইনে মাটি ভরাটের কাজ চলছে। ৩০ শতাংশ কাজ শেষ।
জগদীশপ্রসাদ মিনা
বীরভূমের জেলাশাসক
অনুব্রত মণ্ডল
তৃণমূলের জেলা সভাপতি
নানা উন্নয়নমূলক প্রকল্পে মুখ্যমন্ত্রী অগ্রণী ভূমিকা
নিয়েছেন। সেগুলি বাস্তব রূপ দেওয়া হচ্ছে।
বীরভূমের প্রতি মুখ্যমন্ত্রীর আলাদা নজর রয়েছে।
তাঁর ঘোষিত প্রকল্পগুলি ঠিক সময়েই শেষ হবে।
* মুখ্যমন্ত্রীর ঘোষণার সময় রেল দফতর তৃণমূলের হাতে। তথ্য: জেলা প্রশাসন



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.