টুকরো খবর
কলকাতার তিন
এ বছর সিবিআইয়ের যে ৬ জন অফিসার রাষ্ট্রপতির পুলিশ মেডেল পেয়েছেন তাঁদের মধ্যে তিন জনই কলকাতা শাখায় কর্মরত। ওই তিন জন হলেন, সিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এম এস হাজারি, ডেপুটি পুলিশ সুপার এস কে ত্রিপাঠী ও ইনস্পেক্টর দিলীপ চক্রবর্তী। সোমবার তাঁরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই মেডেল গ্রহণ করেছেন।

ফাঁসানো হয়েছে, দাবি সাংসদ ধনঞ্জয়ের
পরিচারিকা হত্যাকাণ্ডে ফাঁসানো হয়েছে তাঁকে। সোমবার দিল্লির এক কোর্টে এমনই দাবি করলেন বিএসপি সাংসদ ধনঞ্জয় সিংহ। ধনঞ্জয় আরও জানিয়েছেন, স্ত্রী জাগৃতির সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাঁর। সেই সূত্রেই আলাদা থাকেন তিনি। ঘটনার দিন নিজের কেন্দ্র জৌনপুরে ছিলেন তিনি। গত ৪ নভেম্বর যে বাড়িতে পরিচারিকা নিগ্রহ ও খুনের ঘটনা ঘটে, সাউথ অ্যাভিনিউয়ের সেই বাড়ির পরিচারকদের শুধুমাত্র মাসিক বেতন দেন ধনঞ্জয়। এ ছাড়া তাঁর আর কোনও যোগাযোগ নেই বলেই দাবি ধনঞ্জয়ের। এ দিকে আদালতকে জাগৃতির আইনজীবী জানান, তাঁর মক্কেল বেশ কিছুদিন ধরেই মানসিক রোগের শিকার। খুব তাড়াতাড়ি রেগে যান জাগৃতি। মানসিক ভাবে স্থিতিশীল নন, তাই আদালতের কাছে জাগৃতিকে ছেড়ে দেওয়ার আবেদনও জানান তাঁর আইনজীবী। ধনঞ্জয়ও আদালতে দাবি করেন, তাঁর স্ত্রী জাগৃতি মাঝেমধ্যেই হিংসাত্মক হয়ে ওঠেন। গত মার্চে জাগৃতিকে ডাক্তার দেখানো হয়েছিল। কিন্তু তিনি নিয়মিত ওষুধ নিতেন না। আদালত সস্ত্রীক সাংসদকে চার দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুরনো খবর:
গয়ার গ্রামে মাওবাদী হানা, নিহত তিন
দলছুট সঙ্গীকে সাজা দিল মাওবাদীরা। একই সঙ্গে পুলিশের চর সন্দেহে আরও কয়েকজনের উপর গুলি চালাল তারা। গত কাল রাতে, বিহারের গয়া জেলার আমকোলা গ্রামের এই ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও তিন গ্রামবাসী। মাওবাদী জঙ্গিদের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট মহকুমার এসডিপিও রাজেশ কুমার জানিয়েছেন, “গত কাল গভীর রাতে গ্রামে একটি জলসা চলছিল। তখন একদল জঙ্গি সেখানে হানা দিয়ে সকলের চোখের সামনেই ৬-৭ জনকে তুলে নিয়ে যায়। জলসাস্থল থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাদের উপর গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। জখম অন্য তিন জন চিকিৎসাধীন।” পুলিশ জানায়, মৃতদের মধ্যে সঞ্জয় যাদব নামে এক যুবক রয়েছে। সম্প্রতি সে মাওবাদী দল ছেড়ে দেয়। গ্রামবাসীদের কথায়, সঞ্জয় ও তার সঙ্গীরা পুলিশের চরবৃত্তি করছে বলে জঙ্গিরা অভিযোগ করে।

মৌলানা আজাদ স্মারক মুদ্রা
মৌলানা আজাদের নাতনি বিজেপি সাংসদ নাজমা হেপতুল্লার হাতে
স্মারক মুদ্রা তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী চিদম্বরম । ছবি: পিটিআই।
মৌলানা আবুল কালাম আজাদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ টাকার একটি স্মারক মুদ্রা ও ৫ টাকার একটি সাধারণ মুদ্রার উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মৌলানা আবুল কালাম আজাদ এক জাতীয়তাবাদী, দেশপ্রেমী এবং পুরোপুরি ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। দেশের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আধুনিক ভারতীয় শিক্ষাব্যবস্থার ভিত্তিপ্রস্তর করেন। তাঁর ১২৫৩ম জন্মশতবার্ষিকীতে এই দু’টি মুদ্রার উদ্বোধন করতে পেরে অর্থমন্ত্রক গবির্ত।”

ভিডিও রেকর্ডিংয়ে সায়
মামলার শুনানি চলাকালীন আদালতের ভিতরে ভিডিও রেকর্ডিং ব্যবস্থা চালু করার প্রস্তাব আনল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আইন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ করতে চায় তারা। আইনমন্ত্রী কপিল সিব্বল সোমবার বলেছেন, “সম্প্রতি আইন মন্ত্রকের উপদেষ্টা পর্ষদের বৈঠকে প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। এই ব্যবস্থা চালু করা নিয়ে পর্ষদের আপত্তি নেই। দায়রা আদালতগুলি থেকেই ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা চালু হওয়া উচিত।” তিনি আরও জানান, সরকারের একার সিদ্ধান্তে এই পদক্ষেপ করা সম্ভব নয়, বিচার বিভাগের সঙ্গেও আলোচনা করতে হবে।

গ্যাস সিলিন্ডার ফেটে মৃত শ্রমিক
সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কামরূপের মদনপুর। পুলিশ জানায়, মদনপুরের জিন্দাল আয়রন ও স্টিল কোম্পানিতে সোমবার একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে প্রভাত বড়ো নামে এক শ্রমিকের মৃত্যু হয়। রামেশ্বর ডেকা, কঙ্কন ডেকা ও ভাইটি ডেকা নামে আরও তিন শ্রমিক জখম হন। এরপরেই শ্রমিকরা কারখানা ভাঙচুর করেন। অন্য দিকে, শিবসাগরের নাজিরা এলাকার মেছাগড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাতটি বাড়ি পুড়ে যায়। পুলিশ জানায়, এক ব্যক্তির বাড়ির রান্নাঘরে সিলিন্ডার ফেটে আগুন ছড়ায়।

ভোট পড়ল ৭০%
ছত্তীসগঢ় বিধানসভার প্রথম দফার নির্বাচনে ভোট পড়ল ৭০ শতাংশ। মাওবাদী অধ্যুষিত বস্তার ও রাজনন্দগাঁও জেলায় ভোট ছিল সোমবার। ভোট বয়কটের ডাক দিলেও তাতে বিশেষ সানা মেলেনি। বাস্তারের চারটি নির্বাচনকেন্দ্রে গুলি ছুড়ে ভোট বানচাল করার চেষ্টাও করে মাওবাদীরা। কাঙ্কের ও জগদলপুরে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মেলে। দান্তেওয়াড়া থেকে ফেরার সময় মাওবাদী হানায় নিহত হন এক সিআরপি জওয়ান। বিজাপুর থেকে উদ্ধার হয় ১০ কেজি বিস্ফোরক ঠাসা একটি পাইপ বোমাও।

পলাতক নারায়ণ
স্বঘোষিত গুরু আসারাম বাপুর ছেলে নারায়ণ সাঁইকে সোমবার পলাতক ঘোষণা করল গুজরাতের এক আদালত। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে আসারাম বাপু ধরা পড়লেও গা-ঢাকা দেন নারায়ণ। টানা ৩৫ দিন নিখোঁজ থাকার পর নারায়ণ সাঁইকে পলাতক ঘোষণা করল আদালত।

পুরনো খবর:
ছাত্রের মৃত্যু
স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বঙ্গাইগাঁওয়ের অভায়পুরীতে। পুলিশ জানায়, মেরচর এলাকার এম ই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সাদ্দাম হুসেন সোমবার স্কুলে খোলা তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে তার মৃত্যু হয়।

নুন ৬০ টাকায়
আলুর মতো বাজার থেকে উধাও হয়ে গিয়েছে নুনও, এই গুজবের জেরে ওড়িশার বিভিন্ন অংশে সোমবার মানুষ ৬০ টাকা পর্যন্ত দরে এক কেজি নুন কিনেছেন। সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পুড়ল তিনটি স্কুল
রাভা-হাসং এলাকায় স্বশাসিত পরিষদের নির্বাচনকে ঘিরে সংঘাতের জেরে আরও ৩টি স্কুল পুড়ল। এই নিয়ে নির্বাচনী হিংসায় সাতটি স্কুল পুড়ল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.