টুকরো খবর |
সাংমার বিরুদ্ধে মামলা খারিজ মেঘালয় কোর্টের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মুখ্যমন্ত্রী মুকুল সাংমার তফসিল মর্যাদা নিয়ে তৈরি বিতর্ক থেকে দূরে সরল হাইকোর্ট। মেঘালয়ের মুখ্যমন্ত্রীর গোষ্ঠী পরিচয় নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলায় সম্প্রতি দু’পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি টি এন কে সিংহ এবং বিচারপতি এস আর সেন। মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে এস কিংজিং। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পরই বিচারপতিরা জানান, এই রকম জনস্বার্থ মামলা করে তফসিল শংসাপত্র সংক্রান্ত বিষয়ে তদন্তের আবেদন করার অধিকার নেই মামলাকারীর। মুখ্যমন্ত্রীর তফসিল শংসাপত্র সঠিক কি না অথবা তাঁর জনগোষ্ঠী পরিচয় নিয়ে তদন্ত চালানো হাইকোর্টের এক্তিয়ারের বাইরে। আদালতে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন উইলিয়ামনগর কংগ্রেস কমিটির মুখ্য সাংগঠনিক সচিব টেনিডার্ড এম মারাক।
|
গণধর্ষণের নালিশ, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও বাকি পাঁচ যুবক পলাতক। মঙ্গলবার রাতে ধুবুরি জেলার গোলকগঞ্জ শহরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অলোকেশ রায়, এবং ভুট্টু আলি। ধৃত দুজনেরই বাড়ি গোলকগঞ্জ শহরে। মঙ্গলবার গোলকগঞ্জ বিজয়া দশমী উপলক্ষ্যে মেলা বসে। ওই কিশোরী এক বান্ধবীর সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। রাত ৯টা নাগাদ বাড়ি ফেরার পথে ৭ জন ওই কিশোরীকে জোর তুলে তুলে নিয়ে গিয়ে রেল লাইনের ধারে ধর্ষণ করে বলে অভিযোগ। কোনও মতে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে কিশোরী ঘটনাটি জানায়। ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস বরা জানান, পলাতক দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ওই কিশোরীর মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।
|
জাহাজের তদন্তে রাজ্য পুলিশ
সংবাদ সংস্থা • তুতিকোরিন |
তামিলনাড়ু পুলিশের কিউ শাখার হাতে তুলে দেওয়া হল তুতিকোরিনে আটক অস্ত্রবাহী মার্কিন জাহাজের তদন্ত ভার। বুধবার ঘটনাস্থলে পৌঁছয় তারা। এই বিশেষ শাখাটি অস্ত্রশস্ত্র এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মামলার তদন্ত করে। বিনা অনুমতিতেই চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে তুতিকোরিন উপকূলের কাছে ঢুকে পড়ে অস্ত্রবোঝাই মার্কিন জাহাজটি। আটক জাহাজ থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র। কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
|
দু’দিনে ৪ বার লঙ্ঘন যুদ্ধবিরতি |
এক সপ্তাহে ন’বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। তার মধ্যে গত দু’দিনেই চার বার। পাক হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ানও। বুধবার সকাল ১০টা বেজে ৪০ মিনিটে কৃষ্ণা ঘাট্টি ও ভিম্বার গলি সেক্টরে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। কোন হতাহতের খবর মেলেনি। তবে পাকিস্তানের নিয়ম ভেঙে যুদ্ধপরিস্থিতি তৈরির প্রবণতা ক্রমেই বাড়ছে, জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের হিসাবই। দু’মাসে এই নিয়ে ১৫০ বার। ভারতীয় সেনা ছাউনি লক্ষ করে মঙ্গলবার প্রথম গুলিবৃষ্টি শুরু হয় সকাল সাড়ে ছ’টা নাগাদ। নিশানা মেন্ধর সেক্টরের হামিরপুর। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, “নিশানা ঠিক করে স্বয়ংক্রিয় অস্ত্র বসিয়েছিল পাক সেনা। আমরাও সমান শক্তিশালী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছি।” সে দিনই পরবর্তী আঘাত পুঞ্চ সীমান্তের বালাকোট সাবসেক্টরে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। গুলিযুদ্ধে ভারতের এক জওয়ান নিহত হন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বলা হয়েছে, “পাকিস্তান মর্টার ছুড়লে, স্প্লিন্টার এসে লাগে ল্যান্স নায়েক মুহাম্মদ ফিরোজ খানের গায়ে।” ফের মঙ্গলবার ৭টা নাগাদ উরির কামালকোট এলাকা আক্রমণ করে পাকিস্তান। ১ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। সেখানেও হতাহতের খবর নেই।
|
স্বীকার বোয়িংয়ের |
দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী ড্রিমলাইনারের পেটের একাংশের খোলস খুলে যাওয়ার কথা অবশেষে স্বীকার করল বোয়িং। খুলে যাওয়া অংশটি কোথায় পড়েছে, সন্ধান মেলেনি। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের মতোই বোয়িং-ও জানিয়েছে, ওই দুর্ঘটনার জন্য যাত্রীদের ক্ষতির আশঙ্কা ছিল না। বোয়িংয়ের মুখপাত্র ডোগ অ্যালডার এ দিন বলেন, এই দুর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখছে তাদের সংস্থা।
|
বিশ্রাম চাই |
উপযুক্ত বিশ্রাম দিতে হবে কর্মীদের। দুর্ঘটনা এড়াতে বেসরকারি জাহাজ মালিকদের এই সাবধানবাণী দিল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। বুধবার মন্ত্রকের তরফে বলা হয়, কর্মীদের যথেষ্ট বিশ্রাম না দিয়ে বার বার আন্তর্জাতিক সফরে পাঠানো বন্ধ করতে হবে। সম্প্রতি নামিবিয়া যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় একটি জাহাজ। তার প্রেক্ষিতেই এই সাবধানবাণী।
|
নারায়ণের খোঁজে |
আসারাম বাপুর ছেলে নারায়ণ সাঁইয়ের খোঁজে দিল্লি পৌঁছল সুরাত পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, নারায়ণ সাঁই দিল্লিতে গা-ঢাকা দিয়েছে বলে খবর পায় সুরাত পুলিশ। রোহিণী ও নজফগড়ে তল্লাশি চালায় তারা। তবে খোঁজ মেলেনি।
পুরনো খবর: পালাইনি, বিজ্ঞপ্তি আসারাম-পুত্রের
|
দেহ উদ্ধার |
দক্ষিণ দিল্লির বাড়ি থেকে উদ্ধার হল এক জওয়ানের স্ত্রীর মৃতদেহ। পুলিশ জানিয়েছে, বছর চব্বিশের ওই মহিলার নাম সৌজন্যা। তাঁর সারা শরীরে অজস্র গভীর ক্ষত, গলার নলি কাটা। বাড়ি ফিরে স্ত্রীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্বামী।
|
|