|
|
|
|
হাইলাকান্দিতে অপহৃত প্রাক্তন জঙ্গিনেতা |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
অস্ত্র দেখিয়ে অপহরণের অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ বার অপহৃত হল প্রাক্তন সেই জঙ্গিনেতা পঞ্চরাম এপেটো রিয়াং-ই। হাইলাকান্দি জেলার বিশুরাম বস্তিতে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে পঞ্চরামেরই কায়দায় ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আজ রাত পর্যন্ত অপহৃতের সন্ধান মেলেনি।
পঞ্চরামের স্ত্রী জহুরা রিয়াং জানান, দরজা ভেঙে চার দুষ্কৃতী ঘরে ঢোকে। তাঁর স্বামীকে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। বাড়ির বাইরেও বন্দুক হাতে কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিল। পরে, ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। ওই মহিলা জানিয়েছেন, ফোন করেছিল ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মি’ (উদলা)-র শীর্ষনেতা শিশুমণি রিয়াং।
প্রাক্তন জঙ্গিনেতার অপহরণের খবরে হাইলাকান্দিতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) এস এন সিংহ জানান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। দ্রুত অপহৃতকে উদ্ধার করা হবে। গ্রেফতার করা হবে দুষ্কৃতীদের। মুক্তিপণের বিষয়ে পঞ্চরামের পরিবার তাঁদের কিছু জানায়নি বলেও পুলিশকর্তা মন্তব্য করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালে শিক্ষকতা ছেড়ে ‘রিয়াং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব বরাক ভ্যালি’ (ইউএলএফবিভি) নামে একটি জঙ্গি সংগঠন গড়ে তোলে পঞ্চরাম। অভিযোগ, রিয়াং এলাকার উন্নয়নের কথা বলে প্রায় ছ’বছর ধরে সেখানে অপহরণ, তালাবাজি চালায় সংগঠনটি। ২০০৮ সালে ৩৫৫ জন সদস্যকে নিয়ে অস্ত্রসমর্পণ করে পঞ্চরাম। সরকারের সঙ্গে শান্তিচুক্তির শর্ত মেনে তখনই ভেঙে দেওয়া হয় ইউএলএফবিভি। পঞ্চরাম একটি রাজনৈতিক দলে যোগ দেন। সেই থেকে সাধারণভাবেই জীবনযাপন করছিলেন তিনি। তবে অস্ত্রসমর্পণে রাজি না-হয়ে তার সহকর্মী ধন্যরাম, শিশুরামরা ‘উদলা’ জঙ্গি সংগঠন তৈরি করে। পরে, পুলিশের হাতে ধরা পড়ে যায় ধন্যরাম। এখন সে জেলে বন্দি। ওই সংগঠনের নেতা শিশুরাম। এই অপহরণের ঘটনায় উদলা-র সঙ্গে জাকিরবাহিনী নামে একটি অন্য দলেরও যোগ রয়েছে বলেও এলাকার বাসিন্দাদের অনুমান। |
|
|
|
|
|