মোদীর খোঁচায় পাল্টা নীতীশের
ৎসবের মরশুম কাটতে না কাটতেই ফের পটনা বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেল। দেওয়ালি, ছটের পর আজই জনতা দরবারে বসেছিলেন নীতীশ কুমার। এই ঘটনার পর বিজেপি নেতৃত্ব নীতীশকে আক্রমণ করে বলেছিলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিস্ফোরণে নিহতদের পাশে দাঁড়াননি। সেই কারণেই ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে।” এতদিন নীতীশ নীরব ছিলেন। আজ জনতা দরবারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি।
সম্প্রতি ছত্তীসগঢ়ের এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী নীতীশের বিরুদ্ধে অভিযোগ আনেন, “পটনায় আমার সভায় যখন বিস্ফোরণ হচ্ছে তখন বিহার মুখ্যমন্ত্রী রাজগিরের দলীয় সভায় ভোজ দিচ্ছেন।” বিহারের মুখ্যমন্ত্রী মোদীর এই কথাকে খারিজ করে বলেন, “উনি যথারীতি ‘ঝুটি কি খেতি’ করছেন।” তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “আমদাবাদ বিস্ফোরণের পর নরেন্দ্র মোদী কত জনের সঙ্গে দেখা করেছিলেন?” নীতীশ বলেন, “পটনা বিস্ফোরণের দিন আমি সরকারি সফর বন্ধ রেখে পটনায় ফিরি। আহতদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করি, মৃতদের পরিজনদের সঙ্গেও কথা বলি।” নীতীশের বক্তব্য, “বিস্ফোরণ স্থল পটনা স্টেশন এবং গাঁধী ময়দানে যাই। অনেকেই আমাকে রাতে ময়দানে যেতে বারণ করেছিল। তা সত্ত্বেও আমি সেখানে যাই।” পটনা বিস্ফোরণে মৃতদের সঙ্গে দেখা করতে আসা নিয়ে নরেন্দ্র মোদীর উদ্দেশে তাঁর কটাক্ষ, “২০০৮ সালে আমদাবাদ বিস্ফোরণে মৃত কতজনের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। অন্যের বিরুদ্ধে অভিযোগ করার আগে সেটা ভাবুন।” নীতীশের বক্তব্য, “প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী আমদাবাদে যাওয়ার পর সেখানকার মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় যান। আমি তো ঘটনার দিন মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা সরকারের তরফে ঘোষণা করেছি।”
বিজেপির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “ধনী দল। র‌্যালির জন্য সারা দেশে কোটি কোটি টাকা খরচ করছেন। সেখানে তাদের সভায় মৃতদের পরিবারের জন্য মাত্র পাঁচ লক্ষ টাকা বরাদ্দ!”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.