|
|
|
|
বোর্ডের স্পনসরের ফতোয়ায়
সচিন-মুখোশ জুটল না দর্শকদের
রাজীব ঘোষ • কলকাতা |
সচিন তেন্ডুলকর ইডেনে নামবেন আর গ্যালারিতে দেখা যাবে সত্তর হাজার সচিনকে! সচিন মুখোশে ভরে যাবে গ্যালারি। এই ছিল সিএবি-র পরিকল্পনা। কিন্তু স্পনসরের চাপে টেস্টের প্রথম দিন বাতিল হয়ে গেল সেই মুখোশ-পরিকল্পনা।
অনেকে তাঁদের ছেলে-মেয়েদের ইডেনে এনেছিলেন সচিন-মুখোশের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু মাঠে ঢুকে তাঁরা রীতিমতো হতাশ। কচি-কাঁচাদের আবদার মেটানোও সম্ভব হয়নি। বাড়ি ফেরত অনেক দর্শককেই দেখা গেল ক্ষোভ প্রকাশ করতে, সিএবি তো বলেছিল মুখোশ দেবে, তা হলে কী হল?
ঘটনা হল, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান স্পনসর এবং অনুমোদিত টিভি সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের আপত্তিতেই শিকেয় উঠল সেই পরিকল্পনা। প্রায় সত্তর হাজার মুখোশ ইডেনের ক্লাব হাউসে সযত্নে মজুত থাকা সত্ত্বেও তা কারও হাতে তুলে দিতে পারল না সিএবি। তাই বলে অবশ্য মুখোশ-পরিকল্পনা একেবারে বাতিল হয়নি। মুখোশ বিলি হবে টেস্টের তৃতীয় বা চতুর্থ দিন।
গ্যালারিতে প্রায় সত্তর হাজার মানুষ সচিন-মুখোশ পরে বসে থাকবেন, টিভিতে সেই দৃশ্যের ঢালাও প্রচার হবে অথচ একটা মুখোশেও তাদের কোনও লোগো থাকবে না, তা মানতে রাজি নন টিভি সংস্থার কর্তারা। বোর্ড মারফত সিএবি-কে তারা সাফ জানিয়ে দিয়েছে, মুখোশে তাঁদের সংস্থার লোগো না বসিয়ে তা বন্টন করা যাবে না। ফের সেই লোগো বসানোর কাজ শুরু হওয়ায় বুধবারের বদলে হয়তো শুক্রবার বা শনিবার সেই মুখোশ দেওয়া হবে ইডেনের দর্শকদের। এমনকী, বুধবার ইডেনের গ্যালারিতে চার-ছয় লেখা বেসরকারি সংস্থার প্ল্যাকার্ড ও অপর এক সংস্থার লোগো-সহ সান-ক্যাপ দেখার পর বিকেলে মুম্বই থেকে ফের বিসিসিআই-এর ই-মেল এসে পৌঁছয়। যার বক্তব্য, ওই প্ল্যাকার্ড, সান-ক্যাপগুলির প্রবেশও নিষিদ্ধ। কোনও ভাবেই ‘অ্যাম্বুশ মার্কেটিং’ বরদাস্ত করবে না বোর্ড।
|
|
বাজার বিশেষজ্ঞদের ধারণা, গত বছর ৩৮৫১ কোটি টাকা দিয়ে ছ’বছরের জন্য বোর্ডের টিভি স্বত্ব এবং এ বছর ২৬ কোটি টাকা দিয়ে বোর্ডের স্পনসরশিপ স্বত্ব কেনা ও সম্প্রতি নতুন করে নিজেদের ‘ব্র্যান্ডিং’ করার জন্য প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পর এক পয়সার ক্ষতিও স্বীকার করে নিতে রাজি নয় টিভি সংস্থাটি। সে জন্যই তাদের এই ফতোয়া। এ দিন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, “বোর্ডের মূল স্পনসরশিপ ও টিভি স্বত্ব যাদের, তাদের কথা তো শুনতেই হবে। তবে ওরা যদি এই ব্যাপারটা আগে আমাদের জানাত, তা হলে আরও আগেই আমরা ব্যবস্থা নিতে পারতাম এবং প্রথম দিনই সবার হাতে মুখোশ তুলে দিতে পারতাম। তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তৃতীয় দিন বা চতুর্থ দিন তা দেওয়া যায়।” টিভি সংস্থার কোনও কর্তা এই নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি।
মুখোশ না দিলেও এ দিন ইডেন-দর্শকদের বিনামূল্যে দেওয়া হয়েছে সচিন-স্মারক বই। দামি কাগজে ছাপা এই ২২ পাতার বইয়ে যেমন রয়েছে সচিনের অজস্র বিরল ছবি, তেমনই রয়েছে সচিন সম্পর্কে ইমরান খান, ভিভিয়ান রিচার্ডস, স্টিভ ওয়, গ্লেন ম্যাকগ্রা, আব্দুল কাদির, রিচার্ড হ্যাডলি, সনৎ জয়সূর্যদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের লেখা। এ দিন মুখোশের অভাব এই বই দিয়েই পূরণ করে সিএবি।
বুধবার ইডেনের মাঠকর্মীদের পক্ষ থেকে সচিনের হাতে তুলে দেওয়া হয় ‘এক খণ্ড ইডেন’। ইডেনের ক্লাব হাউসের অংশের একটি রুপোর প্রতিকৃতি তাঁদের পক্ষ থেকে তুলে দেন নগরপাল সুরজিৎ করপুরকায়স্থ। মাঠকর্মীরা তাঁদের এক দিনের পারিশ্রমিক দিয়ে এই প্রতিকৃতি বানানোর ব্যয়ভার বহন করেছেন জেনে অভিভূত সচিন তেন্ডুলকর। |
পুরনো খবর: ইডেনে সচিন পা রাখতেই গ্যালারি হয়ে উঠবে সচিনময় |
|
|
|
|
|