টুকরো খবর
পড়ে মৃত্যুর টাকা পেল ১১ পরিবার
মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতল বাড়ি ধসে ৪ জুলাই মালদহের কালিয়াচকের ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। মৃত শ্রমিকদের পরিবারের হাতে সোমবার দুই মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু চৌধুরী মহারাষ্ট্র সরকারের পাঠানো ২২ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। শ্রমিক পরিবার পিছু ২ লক্ষ টাকার চেক তুলে দিয়ে রাজ্যের দুই মন্ত্রী এক সুরে বলেন, “আপনাদের আর কারও কাছে ভিক্ষা করতে হবে না। রাজ্য সরকার মৃত শ্রমিকদের পরিবারের এক জন করে আইসিডিএস সহায়িকা পদে চাকরি দেবে।” পর্যটন মন্ত্রী জানান, এখন থেকে জেলার বাইরে যে শ্রমিকরা কাজ করতে যাবেন তাদের শ্রম দফতর থেকে বিমা করানো হবে। কোনও শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মারা গেলে তাঁর পরিবার রাজ্য সরকারের কাছে থেকে ক্ষতিপূরণ পাবেই। এ দিকে মহারাষ্ট্র সরকারে পাঠানো টাকা বিলি করা অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ জেলার সাংসদ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী বলেন, “আমার অনুরোধে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে মহারাষ্ট্র আমার সাংসদ এলাকার মৃত ১১ জন শ্রমিক পরিবারকে ২২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে। অথচ আমাকে বলা হল না।” জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “জেলার দুই মন্ত্রীর নির্দেশে আজকের অনুষ্ঠান হয়েছে। সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি।”

অপহরণ, ধৃত
স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে নাবালিকাও। মালদহের হরিশ্চন্দ্রপুরের মেহেরপুরে শনিবার বিকালের ঘটনা। রবিবার পরিবারের তরফে অভিযোগ পেয়ে সোমবার অভিযুক্তকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সেনারুল ইসলাম। বাড়ি হরিশ্চন্দ্রপুরের খোপাকাঠি এলাকায়। শনিবার বিকালে টিউশনে গিয়েছিল স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী। তার পর থেকে আর তার খোঁজ মেলেনি। রবিবার পরিবারের তরফে সেনারুল তাকে রাস্তা থেকে অপহরণ করে বলে পুলিশে অভিযোগ জানানো হয়। খোপাকাঠি এলাকায় অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে নাবালিকাকে পুলিশ উদ্ধার করে। ধরা হয় অভিযুক্ত যুবককেও। তবে অপহরণ নয়, কিশোরীর সঙ্গে তার ভালবাসার সম্পর্ক ছিল বলে জেরায় অভিযুক্ত পুলিশকে জানিয়েছে।

স্থানান্তরের উদ্যোগ
কাঁটার বেড়ার ও পারে বসবাসকারী ভারতীয় ভূখন্ডের বাসিন্দাদের এপারে মূল ভূখন্ডে স্থানান্তরের জন্য দক্ষিণ দিনাজপুর সীমান্তে জমি চিহ্নিত করতে উদ্যোগী জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর। সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে সীমান্তবর্তী জেলায় দ্রুত ওই পদক্ষেপ করতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে সীমান্তরক্ষী বাহিনী কাঁটার বেড়ার ও পারে বাংলাদেশের দিকে উন্মুক্ত এ দেশের ১৪২ গ্রামের তালিকা সংশ্লিষ্ট জেলাগুলির ভুমি ও ভুমি রাজস্ব দফতরে পাঠায়। সরকারি সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ২০টি, বালুরঘাট সীমান্তে ৩টি, গঙ্গারামপুরে ২টি ও কুমারগঞ্জে ১টি গ্রামের বাসিন্দারা কাঁটাতারের বেড়ার ওপারে বসবাস করেন। শিক্ষা, চিকিৎসা থেকে যাবতীয় প্রশাসনিক সুবিধা পেতে কাঁটাতারের বেড়ার গেট পেরিয়ে এপারে আসতে হয়। সন্ধ্যা ৬টারয় গেট বন্ধ। সে সময় এলাকার বাসিন্দারা ভারত ভুখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে রাত কাটান। রাতবিরেতে কেউ অসুস্থ হলে তাঁরা সমস্যায় পড়েন।

মারধরে মৃত্যু, গ্রেফতার এক
প্রতিবেশীদের মারধরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার কোচবিহার কোতোয়ালি থানার হরিজন মহল্লার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম কাজল হরিজন (৪০)। এ দিন সন্ধ্যায় অচৈতন্য অবস্থায় পরিবারের লোকেরা তাঁকে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে মৃতের স্ত্রী গৌরী হরিজন প্রতিবেশী চার ব্যক্তির নামে খুনের অভিযোগ করেন। পুলিশ জানায়, ঘটনায় এক জন গ্রেফতার হয়েছে। এদিন সকালে প্রতিবেশী কয়েকজন বাসিন্দার সঙ্গে কাজলবাবুর গোলমাল হয়। ঘটনাকে কেন্দ্র করে কাজলবাবুকে তাঁরা মারধর করেন বলে অভিযোগ।

ফ্ল্যাটে তালা ভেঙে চুরি
সরকারি এক আবাসনের ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে কোচবিহার শহরের রাজবাড়ি হাউজিং এলাকার পাশাপাশি দুটি ফ্ল্যাটে ওই চুরির ঘটনা ঘটেছে। দুই আধিকারিকের নাম শুভ্র রাই ও অভিজিৎ বর্মন। কালীপুজোর ছুটিতে দুই জনেই পরিবার নিয়ে বাড়িতে যাওয়ায় ফ্ল্যাট ফাঁকা ছিল। এদিন সকালে আবাসনের অন্যরা দুটি ফ্ল্যাটের তালা ভাঙা দেখেন। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। জেলা অভিজিৎবাবু বলেন, “বাসস্ট্যান্ড সংলগ্ন রাজবাড়ি হাউজিঙে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কী করে এ ঘটনা হল বুঝতে পারছি না।”

ফের পেঁয়াজ লুঠ
ফের বাংলাদেশে রফতানি হওয়ার পথে মালদেহে ৩৪৯ বস্তা পেঁয়াজ-সহ ১২ চাকার ট্রাক লুঠ করল দুষ্কৃতীরা। কালী পুজোর রাত ২টা নাগাদ ফরাক্কা পার হওয়ার পরই বৈষ্ণবনগর থানার ১৬ মাইলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাক থামিয়ে চালক-খালাসিকে ট্রাক থেকে নামিয়ে পেঁয়াজ ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় এক দল দষ্কৃতী।

ইসলামপুরে চুরি
এক সরকারি কর্মচারীর বাড়ির তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার ইসলামপুর শহরের কলেজমোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ইসলামপুরের কলেজ পাড়ার বাসিন্দা বিবেক ঠাকুর পেশায় পঞ্চায়েত সহায়ক এদিন রাতে সপরিবারের গ্রামের বাড়ি গোয়ালগছে গিয়েছিলেন। এ দিন সকালে বিবেকবাবু বাড়ি ফিরে দেখতে পান, তাঁর বাড়ির তালা ভাঙা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

অধরা অভিযুক্তরা
মালদহের সামসিতে সোনা ব্যবসায়ীর দোকানে লুঠপাটের ঘটনায় অভিযুক্তদের এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার দুদিন বাদেও অভিযুক্ত দুষ্কৃতীরা ধরা না পড়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী সহ বাসিন্দারা। যদিও ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কালীপুজোর দিন ভরদুপুরে সামসি স্কুলপাড়ায় একটি সোনার দোকানে ওই লুঠপাটের ঘটনাটি ঘটে।

ধৃত ৭ জুয়াড়ি
ঠেকে হানা দিয়ে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে তাদের ধরা হয়। শনিবার কালী পুজোর রাতেও অভিযান চালিয়ে ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। রবিবার রাতে জুয়ার বোর্ড থেকে ৮৪০ টাকাও উদ্ধার করেছে পুলিশ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.