টুকরো খবর
সংরক্ষিত কামরায় ওঠা নিয়ে গণ্ডগোল স্টেশনে
সংরক্ষিত কামরায় জবরদস্তি ওঠার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল নিউ জলপাইগুড়ি স্টেশনে। সোমবার রাতে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ সূত্রের খবর, দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল স্টেশনে থামার পরে একাধিক সংরক্ষিত কামরায় উঠে পড়েন কয়েকশো যাত্রী। তা নিয়ে কামরার যাত্রীদের সঙ্গে বিবাদ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে কয়েকটি কামরায় হাতাহাতি বেধে যায়। রেলরক্ষী বাহিনী, রেল পুলিশ গিয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দেয়। বেশ কিছুক্ষণ পরে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এ দিন একটি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ইন্টারভিউ দিতে উত্তরপ্রদেশ, বিহার ও লাগোয়া এলাকা থেকে বহু কর্মপ্রার্থী শিলিগুড়ি পৌঁছন। ইন্টারভিউয়ের পরে তাঁদের মধ্যে অনেকেই এনজেপিতে গিয়ে ব্রহ্মপুত্র মেলে উঠে পড়েন। কামরায় সংরক্ষিত টিকিট যাঁদের রয়েছে, তাঁরা আপত্তি জানান। তখনই সংঘর্ষ বাঁধে। রেল পুলিশের পদস্থ অফিসাররা ঘটনাস্থলে যান।

আসছেন জগদ্ধাত্রী
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, দিল্লির লালকেল্লা, যোধপুরের কুমেদ সিংহ প্যালেসের পর আলিঙ্গন পুজো কমিটির বিশেষ আকর্ষণ কর্নাটকের বিধানসভা। আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো এ বারে চতুর্থ বর্ষে পড়ল। চার বছরেই উত্তরবঙ্গের সেরা পুজোর মধ্যে স্থান করে নিয়েছে এই পুজো। শিলিগুড়ি জংশন রেলওয়ে ইন্সটিটিউট ময়দানের এই জগদ্ধাত্রী পুজো দেখতে বিগত বছরগুলিতে হাজির হয়েছিলেন সমগ্র উত্তরবঙ্গের মানুষ। দুর্গাপূজা, কালীপূজার রেশ ধরে রেখেই তাঁরা এই পুজোকে উৎসবের চেহারা দেন। পুজো উপলক্ষে ৭ দিন মেলা চলে। এ বারেও তার ব্যতিক্রম হচ্ছে না জানিয়েছেন আলিঙ্গনের প্রচার সচিব তনুজ দে। তনুজবাবু বলেন, “কালীপুজোর পরেই পুজোর মরশুম শেষ হয়ে যায়। তাই উৎসবের মরসুমকে কিছু দিন ধরে রাখতে জগদ্ধাত্রী পুজোকে বেছে নিয়েছি। পুজো ছাড়াও এক সপ্তাহ ধরে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বস্ত্র বিতরণ, অভাবী ছাত্র-ছাত্রীদের বই খাতা দেওয়া হবে।” ৭০ ফুট উঁচু এবং ১৮০ ফুট চওড়া মণ্ডপটি বেঙ্গালুরুতে অবস্থিত কর্নাটক বিধানসভা ভবনের আদলে গড়ে তোলা হচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি। মূল ভবনের রং অপরিবর্তিতই রাখা হচ্ছে। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা তৈরি সমস্তই শিলিগুড়ির শিল্পীরাই তৈরি করছেন। মণ্ডপ তৈরি করছেন ক্লাবেরই সদস্য সুনু দেবনাথ। তাঁর নির্দেশেই দ্রুত গতিতে চলছে শেষ মুহূর্তের কাজ। বাঁশ, কাঠ, কাপড়, থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। পুজোর মোট খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। মাঠের একপ্রান্তে মণ্ডপ। মণ্ডপকে মাঝে রেখে দুদিকে মেলার আয়োজন। ওল্ড মাটিগাড়া রোডে বাণী মন্দির হাইস্কুলের পিছনে এই পুজো দেখতে গড়ে প্রতিদিন ৫ থেকে ১০ হাজার মানুষ হাজির হন। পুজোর ৭ দিনই সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত মান্না দেকে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক মঞ্চের নাম রাখা হয়েছে ‘মান্না দে মঞ্চ’।

দেহ চেয়ে অবস্থানে
নিখোঁজ ট্রাক চালকের দেহ উদ্ধার হয়েছে চার দিন আগে। এখনও দেহ পাননি বাড়ির লোকজন। তাই সোমবার আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থানে বসে বিক্ষোভে সামিল হলেন মৃতের পরিবার ও গ্রামের লোকেরা। ১৮ অক্টোবর শামুকতলা থানার পশ্চিম চেপানি গ্রামের পেশায় ট্রাক চালক নিখিল দেবনাথ (২৪) নামে এক যুবক নিখোঁজ হন। সাত দিন ধরে খুঁজেও তাঁকে না পেয়ে ২৬ অক্টোবর শামুকতলা থানায় নিখোঁজের অভিযোগ জানান নিখিলের বাবা। তিনি খোঁজ করে জানতে পারেন, পুলিশ কুমারগ্রাম থেকে একটি ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠিয়েছে। ২ নভেম্বর কুমারগ্রাম থানায় গিয়ে ছেলের দেহ ফিরে পাওয়ার আর্জি জানান তিনি। তিন দিন ধরে ঘুরে ছেলের মৃতদেহ না পেয়ে সোমবার অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ হন বাবা বিশ্বম্ভর দেবনাথ। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “দেহ উদ্ধারের ৭ দিন পরে নিখোঁজের অভিযোগ জমা পড়ে। অজ্ঞাত পরিচয় হিসাবে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাইনি। পরিবারের লোক যাতে দেহ পান তার চেষ্টা করা হবে।”

শিলিগুড়িতে জাতীয় সেমিনার, কর্মশালা
শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যা থাকলে আপৎকালীন পরিস্থিতিতে তা কী ভাবে মোকাবিলা করা সম্ভব সে ব্যাপারে জাতীয় সেমিনার হবে শিলিগুড়িতে। সোমবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৮-১০ নভেম্বর সেবকরোডের দু’মাইলে একটি অভিজাত হোটেলে ওই সেমিনারের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগ এবং ইন্ডিয়ান সোসাইটি অব অ্যানাস্থেসিওলজির শিলিগুড়ি শাখার উদ্যোগে ওই সেমিনার হবে। ইতালি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো জায়গা থেকেও বিশেষজ্ঞরা আসছেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫০০ জন প্রতিনিধি যোগ দেবেন।

স্থিতিশীল বিনয়
প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা সত্ত্বেও অনশন প্রত্যাহার করতে রাজি হননি গোর্খা জনমুক্তি মোর্চার প্রথম সারির নেতা বিনয় তামাঙ্গ। দার্জিলিং পাহাড়ে সাম্প্রতিক আন্দোলনে ধৃত কর্মী-সমর্থকদের মুক্তির দাবিতে তাঁর অনশন ৫ দিনে পড়ল। বর্তমানে তিনি জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের দাবি, বিনয়বাববুর শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার মোর্চার একটি দল হাসপাতালে যায়। এদিন মোর্চার প্রতিনিধি দলে ছিলেন রামপ্রসাদ ওয়াইবা, দীনেশ রাই, প্রকাশ গুরুঙ্গ, রামবাহাদূর ভূজেল, পেম্বা শেরিং ওলা ও বিনয়বাবুর স্ত্রী সরলা দেবী। রামপ্রসাদ ওয়াইবা বলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আশা করব, রাজ্য সরকার দ্রুত সকলের মুক্তির ব্যবস্থা করবে।”

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.