তিনি ২১ জুলাই কমিশনকে তদন্তের কাজে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। তবে কমিশনের চিঠিতে নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর শুনানিতে তিনি উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট করেননি বিমানবাবু। আলিমুদ্দিনে সোমবার বিমানবাবু বলেন, “কমিশন আমাকে দু’টি চিঠি পাঠিয়েছে। প্রথম চিঠির পরে আমি কমিশনকে জানিয়েছিলাম, ব্যক্তিগত কাজের জন্য উপস্থিত থাকতে পারব কি না, জানি না। তবে কমিশনকে তার কাজে সাহায্য করব।” ২১ জুলাই কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও ডাকবে বলে ঠিক করেছে।
|
আধার কার্ড নিয়ে আপত্তি তুললো বামেরাও। সোমবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “আধার কার্ড নিয়ে আঁধার সৃষ্টি হয়েছে। সরকার রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিতে চায়। তাই গ্যাসে ভতুর্কি দেওয়া হবে না বলে ঘোষণা করেছে।”
পুরনো খবর: সময়সীমার ৭ দিন আগেও আধার সেই তিমিরেই |