নিজেদের মধ্যে মারপিট করে পরস্পরকে জখম করেছিলেন দুই যুবক। সোমবার তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। মৃত যুবকের নাম ইন্দ্রনাথ বাউরি (২৬)। বাড়ি মানবাজারের মুচাইকুলি পাড়ায়। উজ্বল বন্দ্যোপাধ্যায় নামে মৃতের বন্ধুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে মানবাজার থানার পুলিশ। মানবাজারেরই নামপাড়ার বাসিন্দা উজ্জ্বলকে পুলিশ রবিবার রাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-মানবাজার রাস্তায় একটি হনুমান মন্দিরে ইন্দ্রনাথ ও উজ্বল শুক্রবার রাতে মারপিটে জড়িয়ে পড়ে করেন। পরস্পরকে তাঁরা ইট ও লোহার রড দিয়ে আঘাত করেন। মাথার পিছনে গুরুতর চোট পান ইন্দ্রনাথ। তবে কী কারণে তাঁদের মধ্যে গণ্ডগোল বেধেছিল, পুলিশ তা স্পষ্ট জানতে পারেনি। দুই পাড়ার বাসিন্দারা ওই রাতেই দু’জনকে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে ইন্দ্রনাথকে বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। পুলিশ জানিয়েছে, দুই যুবকের পরিবাই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
|
পুলিশ হেফাজতে গেলেন রাইপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য দ্রব্য সরবরাহের অভিযোগে ধৃত সরবরাহকারী শৈলেন গঙ্গোপাধ্যায়। রবিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। |