টুকরো খবর
পুলিশ হাজতে মৃত্যু নিয়ে থানায় বিক্ষোভ সিপিএমের
কুলতলি থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় থানায় স্মারকলিপি দিয়ে ঘেরাও বিক্ষোভ সমাবেশ করল সিপিএম। রবিবার কুলতলি এলাকা থেকে করিম গাজি (৩৫) নামে এক ব্যক্তিকে নাইনএমএম পিস্তল-সহ গ্রেফতার করে পুলিশ। বুকে ব্যাথা অনুভব করায় দু’দফায় তাকে জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পুলিশ। দ্বিতীয় দফায় জামতলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে ‘রেফার’ করা হয়। বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে করিমের মৃত্যু হয়। পুলিশি গাফিলতির কারণেই করিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। তবে সোমবার মৃতের পরিবার হাজির না থাকায় সুরতহাল ও ময়না তদন্ত সম্ভব হয়নি বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতের পরিবারের তরফে কতর্ব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “পুলিশ ওই ব্যক্তিকে মারধর করছে বলে শুনেছি। আমরা মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেছি।”

প্রোমোটারের দেহ উদ্ধার কাকদ্বীপে
উত্তর কলকাতার নিখোঁজ এক প্রোমোটারের দেহ মিলল কাকদ্বীপে। সিঁথির মোড়ের কাছে, বি টি রোডের ধারের একটি আবাসনের বাসিন্দা স্বপন সেন ওরফে খোকন (৪৩) নামে ওই প্রোমোটারের পচাগলা দেহ সোমবার সকালে কাকদ্বীপের উত্তর চন্দ্রনগর গ্রাম লাগোয়া মুড়িগঙ্গার চরে পড়ে থাকতে দেখে কিছু মৎস্যজীবী পুলিশে খবর দেন। মৃতের জামার পকেট থেকে তাঁর মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় পরিবারকে। বিকেলে মৃতের স্ত্রী ও পরিবারের অন্যেরা কাকদ্বীপ থানায় দেহ শনাক্ত করেন। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাতে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তাঁর পরিবারের তরফে কাশীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

ফের সীমান্ত বাণিজ্য বন্ধ ঘোজাডাঙায়
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে ফের বন্ধ হয়ে বাণিজ্য। সোমবার বসিরহাটের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরার মধ্যে কোনও পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। একই কারণে দিন কয়েক আগেও সেখানে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। এই বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য, বারে বারেই ব্যবসা বন্ধের জেরে তাঁরা বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। জেলা প্রশাসন সূত্রের খবর, দিন কয়েক আগে ব্যবসা বন্ধের পর সম্প্রতি ফের বাণিজ্য চালু হয়েছিল। এ দিন সকালে বাংলাদেশে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার ফলে বন্ধ হয়ে যায় বাণিজ্য। ঘোজাডাঙা ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েসনের পক্ষে কান্তি দত্ত বলেন, “বাংলাদেশে ৬০ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তাই পণ্যবাহী ট্রাক পাঠানো সম্ভব নয় বলে ব্যবসা বন্ধ রাখা হয়েছে।”

স্ত্রীকে খুনের নালিশ, ধৃত স্বামী-শাশুড়ি
মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বিকেলে সন্দেশখালি থানার দক্ষিণ মনিপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মহিলার নাম সারথি সর্দার (৪২)। মৃতের ভাই বিমল সর্দারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ভগিরথ সর্দার এবং শাশুড়ি পানপতি সর্দারকে গ্রেফতার করে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

সুন্দরবনে বিদ্যুৎ দিতে বৈঠক
মুখ্যমন্ত্রীর নির্দেশে সাগর এবং সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গ্রিডের বিদ্যুৎ নিয়ে যাওয়ার কাজ চলছে। ২০১৪ সালের মধ্যে যাতে ওই প্রকল্প শেষ করা যায়, তা নিয়ে সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। বৈঠকে জেলার সব বিধায়ক, জেলা পরিষদ এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্যেরাও ছিলেন। প্রাথমিক হিসেব অনুযায়ী সুন্দরবন ও সাগরের ৮০টি প্রত্যন্ত গ্রামের প্রায় তিন লক্ষ পিছিয়ে পড়া পরিবার এই প্রকল্পে বিদ্যুৎ পাবে। খরচ ধরা হয়েছে ৫০০ কোটি টাকা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.