লোকসভা ভোটের আগে কংগ্রেসে ভাঙন অব্যাহত। অপ্রতিহত তৃণমূলে যোগদানের হিড়িকও!
রানাঘাট, বীরনগর, কৃষ্ণনগরের পরে নদিয়ার কুপার্স ক্যাম্প পুরসভাও এ বার দখলে নিল তৃণমূল। কংগ্রেসের নদিয়া জেলা সভাপতি শঙ্কর সিংহের নিজের দুর্গ যে কুপার্স ক্যাম্পে গত বছর জুন মাসে প্রায় এক ডজন মন্ত্রীকে প্রচারে নামিয়েও পুরসভায় জয়ের মুখ দেখতে পারেনি তৃণমূল! নোটিফায়েড ওই পুরসভার ১২টির মধ্যে ১১টি ওয়ার্ডই জিতেছিল কংগ্রেস। একটি যায় তৃণমূলের ঝুলিতে। চেয়ারম্যান শিবু বাইন-সহ কংগ্রেসের ১১ জন কাউন্সিলরই সোমবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে দলবদল সেরে ফেলায় সেই পুরবোর্ডই এখন থেকে বিরোধীশূন্য ভাবে তৃণমূলের হাতে!
কংগ্রেসত্যাগী ১১ জন কাউন্সিলরকে আজ, মঙ্গলবার থেকেই তাঁদের দলের কাউন্সিলর হিসেবে গণ্য করতে ইতিমধ্যেই জেলাশাসককে আবেদন জানানো হয়েছে বলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানিয়েছেন। কাউন্সিলরদের যোগদান-পর্বের পরে মুকুলবাবু বলেন, “কুপার্সে কংগ্রেসের ভোটব্যাঙ্ক ছিল না! এই ১১ জনের উপরেই ওখানে দাঁড়িয়েছিল কংগ্রেসের পুরসভা। রাজ্যের উন্নয়ন-কাজে সামিল হতেই এঁরা তৃণমূলে যোগ দিলেন।” সদ্য যোগ-দেওয়া এই কাউন্সিলরদের দলের জেলা এবং রাজ্য স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলেও তিনি জানান। তাদের এককালের অন্যতম ঘাঁটি নদিয়ায় একের পর এক পুরসভা ‘হাত-ছাড়া’ হওয়ায় সেখানে কংগ্রেস কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল বলে দাবি করেছেন মুকুলবাবু। দলের শক্তি প্রদর্শনের জন্য আগামী দিনে বীরনগর এবং কুপার্সে তৃণমূল সভা করবে। কিছু দিনের মধ্যে রানাঘাটের বিভিন্ন ব্লকের এন্য দলের পঞ্চায়েত সদস্যেরাও তৃণমূলে যোগ দেবেন বলেমুকুলবাবুর দাবি।
যে ১১ জন কাউন্সিলর এ দিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, দেড় বছর আগে কুপার্স ক্যাম্পের পুরভোটে তাঁরাই ছিলেন শঙ্করবাবুর অত্যন্ত ‘বিশ্বস্ত’ সৈনিক। ঘরে যে ভাঙন ধরছে, আঁচ করেছিলেন তিনি। শঙ্করের দাবি, “লোকসভা ভোটের আগে নদিয়ায় কংগ্রেসকে যে কোনও মূল্যেই হোক কিনে নিতে চায় শাসক দল। সেই জন্য কংগ্রেস কর্মীদের কেনাবেচায় নেমেছে তারা! কিন্তু মানুষকে তো কেনা যায় না!” শঙ্করের আরও দাবি, নদিয়ায় কংগ্রেসের প্রায় ১৫% ভোট রয়েছে এবং আগামী দিনে মানুষই এর জবাব দেবেন। একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, “লোভ এবং টাকা দিয়ে তৃণমূল ফ্যাসিস্ত কায়দায় পুরসভা দখল করছে! কিন্তু তা ধরে রাখা সহজ নয়। কিছু লোভী মানুষ দলত্যাগ করায় কংগ্রেসের শক্তি কিছু কমবে না!” |