টুকরো খবর |
তমালিকার ঘরে তালা, চাঞ্চল্য হলদিয়া পুরসভায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পুরসভার বিরোধী দলনেত্রী তমালিকা পণ্ডা শেঠের জন্য নির্দিষ্ট ঘরে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়াল হলদিয়ায়। যদিও তমালিকাদেবী এ দিন নিজে পুরসভায় আসেননি। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভশ্রী সামন্ত বিষয়টি নজরে আনেন। শুভশ্রীদেবীর অভিযোগ, “ওই তালা পুরসভার নয়। পুরকর্মীরা জানাতে পারেননি ওই তালা কারা লাগিয়েছে।” অভিযোগ, কয়েকজন তৃণমূল সমর্থক ওই তালা ঝোলান। পুরপ্রধান তৃণমূলের দেবপ্রসাদ মণ্ডল ওই ঘটনাকে বিশেষ গুরুত্ব না দিয়ে বলেন, “উনি নিজে তো আসেননি। আসার পরে ঘর বন্ধ থাকলে প্রশ্নটা স্বাভাবিক ছিল। কে বা কারা তালা লাগিয়েছে জানি না। খোঁজ নিয়ে দেখছি।” গত বৃহস্পতিবার শেষ পুরসভায় এসেছিলেন তমালিকাদেবী। তিনি বলেন, “বাম আমলে কখনও এমন হয়নি। বর্তমান পুরপ্রধান বিরোধী দলনেতা থাকাকালীন দলীয় কাউন্সিলর ও লোকজন নিয়ে ওই ঘর ব্যবহার করতেন।”
|
সিপিএম অফিসে হামলা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
শিক্ষণ শিবির চলাকালীন সিপিএমের দলীয় কাযার্লয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘাটাল থানার খড়ার শহরের কৃষ্ণপুরে ঘটনাটি ঘটে। সিপিএমের এক লোকাল কমিটির সদস্যকে মারধর এবং তাঁর বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগও উঠেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খড়ার লোকাল কমিটির ওই সদস্য দেবব্রত রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলাও শুরু করেছে। সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক উত্তম মণ্ডলের অভিযোগ, “তৃণমূলী দুষ্কৃতকারীরা বাইরে থেকে লোক এনে আচমকাই দলীয় ওই শাখা কাযার্লয়ে ভাঙচুর চালায়। তাঁরা কার্যালয়ের চেয়ার, টিভিও লুঠ করে নিয়ে যায়।” তাঁর আরও অভিযোগ, “দলের এক সদস্যের বাড়িতে ঢুকে ভাঙচুর, লুঠপাট চালানো হয়।” যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই বলেন, “সিপিএমের গোষ্ঠী কোন্দলের জেরেই খড়ারের ওই ঘটনা ঘটেছে। তৃণমূল কোনও ভাবেই এর সঙ্গে জড়িত নয়।”
|
অপহরণে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নাবালিকাকে অপহরণের অভিযোগে কাঁথি থানার পুলিশ পিন্টু মাইতি নামে এক যুবককে গ্রেফতার করল। দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া গ্রামের বাসিন্দা পিন্টু গত ১৫ মার্চ কাঁথি থানারই চৌধুরীবাড় গ্রামের ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করেছিল বলে অভিযোগ। পুলিশ নাবালিকাকে উদ্ধার করলেও পিন্টু এত দিন ধরে পলাতক ছিল।
|
পুরস্কৃত পুজোকমিটি
নিজস্ব সংবাদদাতা • পটাশপুর |
সরকারি বিধি মেনে যারা দুর্গাপুজো করেছিল, তাদের পুরস্কৃত করল পটাশপুর থানা। প্রথম পুরস্কার পেল পটাশপুর দাইতলা সর্বজনীন বাজার কমিটি। দ্বিতীয় হয়েছে টিকরাপাড়া রবীন্দ্র ইউনাইটেড, তৃতীয় টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব। |
|