টুকরো খবর |
প্রবীণ-পত্রিকা অঙ্কুশের প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
|
প্রথম সংখ্যার প্রচ্ছদ। |
মুখপত্র প্রকাশ করল চন্দ্রকোনা রোডের প্রবীণ নাগরিকদের সংগঠন ‘পুনশ্চ’। মুখপত্রের নাম দেওয়া হয়েছে ‘অঙ্কুশ’। গল্প-কবিতা-প্রবন্ধ নানা স্বাদের লেখা ঠাঁই পেয়েছে পত্রিকার প্রথম সংখ্যাটিতে। রয়েছে লোকসংস্কৃতি নিয়ে গবেষণাধর্মী লেখাও। শ্রদ্ধাঞ্জলি বিভাগে স্মরণ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সুভাষচন্দ্র বসুকে। হঠাৎ কেন এমন ভাবনা? ‘পুনশ্চ’র সভাপতি দীনবন্ধু রায়ের বক্তব্য, “আমাদের জীবন-অভিজ্ঞতা ও সমাজ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাগুলো মুখপত্রের মাধ্যমে প্রচার করে সমাজের দুঃস্থ চেতনায় আঘাত করতে না পারলেও সুড়সুড়িটুকু তো দিতে পারি। তাতেই হয়তো জেগে উঠে আমাদের আগামী প্রজন্ম এমন কিছু করতে পারে যাতে বর্তমান সামাজিক অবস্থার পরিবর্তন সাধন সম্ভব হয়।” মুখপত্রের সম্পাদক বিমলচন্দ্র রায় লিখেছেন, “বার্ধক্যজনিত জড়তা ও নৈরাশ্যের নির্লিপ্তি থেকে বেরিয়ে এসে জীবনে নতুন করে বাঁচার মানে খুঁজে পাওয়াই আমাদের উদ্দেশ্য।”
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিয়ের আগের দিনই এক নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নারায়ণগড়ের পচাশবেটিয়া এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার শুভ দিন দেখেই বেলদার খাকুরদার পাত্র মাধব দাসের সঙ্গে বিয়ের কথা ছিল নারায়ণগড়ের ওই কিশোরীর। মেয়েটির বয়স মাত্র ষোলো। সে দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রেই বেআইনি এই খবর আসে প্রশাসনের কাছে। তারপরই এ দিন দুপুরে নারায়ণগড় থানার ওসি অমিত অধিকারী ও বিডিও লীনা মণ্ডল মেয়ের বাড়িতে যান। সেই সময়েওই কিশোরীর বাবা বাড়িতে ছিলেন না। তবে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করার কথা জানানো হয়। বিডিও বলেন, “ওই কিশোরীর এখনও বিয়ের বয়স হয়নি। তাই বিয়ে বন্ধ রাখতে বলেছি। আমরা ছেলের বাড়ির সঙ্গেও ফোনে যোগাযোগ করে সে কথা জানিয়ে দিয়েছি।
|
দুঃস্থদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের রাঙামাটির ‘সমাগম’ ক্লাব সোমবার শীতবস্ত্র বিতরণ করল। উপস্থিত ছিলেন রুপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা, প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য প্রমুখ। সবমিলিয়ে দেড়শো জন গরিব মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান। তাঁদের বক্তব্য, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ।
|
ফিরলেন শৌভিক |
খড়গপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর হলেন শৌভিক ভট্টাচার্য। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-পদে ইস্তফা দেন তিনি। আইআইটি থেকে ছুটি নিয়ে তিনি যাদবপুরে দায়িত্ব নিয়েছিলেন। মাঝপথে ওই পদ ছেড়ে তিনি আইআইটিতে ফিরলেন। |
|