বচসার জেরে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা |
রাস্তা আটকে কালীপুজোর ভোগ বিতরণ হচ্ছে। ওই রাস্তা দিয়েই বন্ধুর সঙ্গে মোটরবাইকে যেতে চাইছিলেন বছর বাইশের এক তরুণী। তা নিয়ে স্থানীয় ক্লাবের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয় তরুণী ও তাঁর বন্ধুর। তরুণীর অভিযোগ, ক্লাবের এক সদস্য তাঁর শ্লীলতাহানি করেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার গাঁধী কলোনিতে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ক্লাবের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ওই রাতে সওয়া ন’টা নাগাদ তরুণী মোটরবাইকে গাঁধী কলোনি দিয়ে যাচ্ছিলেন। কালীপুজোর মণ্ডপের সামনে চেয়ার দিয়ে রাস্তা আটকে রেখেছিলেন পাড়ার ক্লাবের ছেলেরা। পাশ দিয়ে যেতে গিয়ে তরুণীর বন্ধু একটি চেয়ার সরিয়ে দেন। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। ক্লাব সদস্যদের দাবি, তরুণী ও তাঁর বন্ধুকে বলা হয়, ওই রাস্তা দিয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই তাঁরা যেন পিছনের রাস্তা দিয়ে ঘুরে যান। অভিযোগ, তরুণী চিৎকার করে ক্লাবের ছেলেদের বলেন, তাঁদের ওই রাস্তা দিয়েই যেতে দিতে হবে। পুলিশ জানায়, এ নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। তরুণীর অভিযোগ, তাঁদের গাড়ি থেকে ঠেলে দেওয়া হয়। ঘুষি মারা হয় তাঁকে। শেষে ক্লাবের কয়েক জন সদস্যদের মধ্যস্থতায় তাঁদের অন্য রাস্তা দিয়ে গন্তব্যে পাঠানো হয়। ওই রাতেই তরুণী পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় ক্লাবের এক সদস্যকে। |
র্যাগিংয়ে শাস্তি কমবে কি, জমা পড়ল রিপোর্ট |
র্যাগিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের শাস্তি পুনর্বিবেচনার জন্য তৈরি কমিটি সোমবার রিপোর্ট পেশ করেছে। ওই দুই ছাত্রের শাস্তির জেরে পুজোর আগে তৎকালীন উপাচার্য শৌভিক ভট্টাচার্য, সহ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে প্রায় ৫০ ঘণ্টা ঘেরাও করে রাখেন এক দল পড়ুয়া। শৌভিকবাবু তার পরেই শাস্তির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করেন। তিন সদস্যের ওই কমিটি ফের র্যাগিংয়ের ঘটনার তদন্ত করে রিপোর্ট দিয়েছে। নতুন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী এ দিন বলেন, “মুখ বন্ধ খামে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে শৃঙ্খলা রক্ষা কমিটি বা এগ্জিকিউটিভ কাউন্সিলের কাছে সেটি জমা দেব। তখনই বোঝা যাবে, রিপোর্টে কী সুপারিশ করা হয়েছে।” তবে উপাচার্যের পদ গ্রহণের আগে থেকেই অভিজিৎবাবু সাজাপ্রাপ্ত দুই ছাত্রের শাস্তি লাঘব করার পক্ষপাতী ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিমত।
|
সরানো হল বালিগঞ্জের ওসি-কে |
থানার এক মহিলা অফিসারের শ্লীলতাহানির অভিযোগে সরিয়ে দেওয়া হল বালিগঞ্জ থানার ওসি-কে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র সোমবার বলেন, “উজ্জ্বল মুখোপাধ্যায় নামে ওই ওসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল। তার ভিত্তিতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।” লালবাজার সূত্রের খবর, উজ্জ্বলবাবুকে কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশনে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। বালিগঞ্জ থানার অতিরিক্ত ওসি-কে ওই থানার দায়িত্ব সামলাতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর বালিগঞ্জ থানার এক মহিলা সাব-ইনস্পেক্টর ডেপুটি কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন, উজ্জ্বলবাবু তাঁকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন। তাঁর হাত ধরেও টানেন বলে অভিযোগ করেন ওই মহিলা অফিসার। ঘটনার তদন্ত শুরু করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক অফিসার। এ দিনই লালবাজারে ওই তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে। |
ই এম বাইপাসে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের ওয়্যারলেসের এক গ্রিন পুলিশকর্মী দেবাশিস গায়েনের। আহত তাঁর সঙ্গী আরোহীও। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ জানায়, বাইপাসে দেবাশিসবাবুদের মোটরবাইকের চাকা পিছলে সেটি উল্টে যায়। ছিটকে পড়েন দেবাশিসবাবু এবং তাঁর সঙ্গী। |
উত্তর কলকাতা থেকে নিখোঁজ এক প্রোমোটারের দেহ মিলল কাকদ্বীপে। সিঁথির মোড়ের কাছে একটি আবাসনের বাসিন্দা স্বপন সেন ওরফে খোকন (৪৩) নামে ওই প্রোমোটারের পচাগলা দেহ সোমবার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর চরে পড়ে থাকতে দেখে মৎস্যজীবীরা পুলিশে খবর দেন। |