অবসরপ্রাপ্তদের জন্য মেলা
শীতের মরসুম মানেই শহর জুড়ে একের পর এক মেলা। শিশু মেলা থেকে শুরু করে বইমেলা, হস্তশিল্প মেলা সবের দেখাই মেলে এই সময়টায়। তবে অবসরপ্রাপ্তদের জন্য কলকাতা শহরে আলাদা করে একটি আস্ত মেলার পরিকল্পনা একেবারেই নতুন। বয়স্ক মানুষদের নানা ধরনের প্রয়োজনের কথা মাথায় রেখে এই শীতে অভিনব এই মেলা বসছে নিউ টাউনে। নাম ‘রিটায়ার্ড মেন্স মেলা’। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই মেলার আয়োজন করা হচ্ছে।
নিউ টাউনের রবীন্দ্রতীর্থের কাছেই বসবে মেলাটি।”
কিন্তু বয়স্ক মানুষদের জন্য হঠাৎ আলাদা মেলা কেন? হিডকোর বক্তব্য, মানুষের আয়ু আগের থেকে এখন অনেক বেড়েছে। তাই সমাজে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। অনেক প্রবীণ ব্যক্তি একাকীত্বে ভোগেন। তাঁদের নানা ধরনের চাহিদা অনেক সময়ে উপেক্ষিত থেকে যায়। বর্তমান সরকার বয়স্ক মানুষদের কথা ভেবে নানা ধরনের সরাকরি প্রকল্প আনছে। সেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মেলার পরিকল্পনা।
কী কী থাকছে এই রিটায়ার্ড মেন্স মেলায়? দেবাশিসবাবু জানিয়েছেন, এই মেলায় গিয়ে জানা যাবে নানা ধরনের বৃদ্ধাবাসের ঠিকানা, ফোন নম্বর। শহরে কিংবা শহরের বাইরে এমনকী, অন্যান্য মেট্রো শহরের বৃদ্ধাবাসের হাল-হকিকতও জানা যাবে এই মেলায়। বয়স্ক মানুষদের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হবে নানা ধরনের স্টলের। যেমন বয়স হলে অনেক সময়েই শ্রবণ ক্ষমতা কমে। তাই কানে শোনার নানা ধরনের যন্ত্রের স্টল বসবে এই মেলায়। চোখের আধুনিক মানের চিকিৎসা কোথায় করানো যেতে পারে, তার খোঁজও পাওয়া যাবে এখানে। মিলবে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার নানা আধুনিক থেরাপির হদিসও। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শও পাওয়া যাবে মেলায় বসেই।
ব্যবস্থা করা হচ্ছে বয়স্কদের জন্য নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। তার জন্য আলাদা মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানেই প্রবীণরা নিজেদের ইচ্ছেমতো গান-বাজনা-আবৃত্তি করতে পারবেন। দেবাশিসবাবু বলেন, “নিউ টাউনে এমন বহু আবাসন রয়েছে যেখানে বয়স্ক মানুষেরা একা থাকেন। ছেলেমেয়েরা চাকরি সূত্রে বাইরে থাকার জন্য অনেক সময়েই বয়স্ক মানুষদের একাকীত্ব গ্রাস করে। এই ধরনের মেলা তেমন মানুষদের মধ্যে মেলামেশার সুযোগ করে দেবে। ভবিষ্যতে একে অপরের বিপদেও দাঁড়াতে পারবেন বয়স্করা।” হিডকো সূত্রে জানা গিয়েছে, অভিনব এই মেলায় মিলবে ভ্রমণের সন্ধানও। এক দিনের জন্য শহরের কাছাকাছি কোথাও প্রবীণ ব্যক্তিদের বেড়াতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা ভাবছেন মেলা কর্তৃপক্ষ।
তবে নাম রিটায়ার্ড মেন্স মেলা হলেও এখানে প্রবেশের অধিকার থাকছে সব বয়সের মানুষেরই। হিডকোর আধিকারিকেরা জানিয়েছেন, যে সব প্রবীণ ব্যক্তিরা অসুস্থতার কারণে এই মেলায় আসতে পারবেন না, তাঁদের জন্য নানা প্রয়োজনীয় জিনিসের খোঁজখবর নিতে আত্মীয়-পরিজনেরা এই মেলায় এসে উপকৃত হতে পারেন। বয়স্কদের প্রয়োজনীয় নানা জিনিসও মিলবে এই মেলায়। সে সব কিনে নিয়ে গিয়ে উপহার হিসেবেও দেওয়া যায় বাড়ির প্রবীণ সদস্যদের।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.