টুকরো খবর
হরতালের প্রথম দিনেই বাংলাদেশে নিহত চার
ভোটের আগে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবিতে বিএনপি ও জামাতে ইসলামির ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনেই সংঘর্ষের বলি হলেন অন্তত চার জন। আহত ৫০ জন। সোমবার দিনভর হিংসা চলেছে বিভিন্ন জায়গায়। ঢাকা-সহ নাটোর, রাজশাহী, কুমিল্লা, বোগরা ইত্যাদি জায়গায় বিএনপি সমর্থকদের সঙ্গে আওয়ামি লিগ ও পুলিশের সংঘর্ষ চলে। সোমবার সকালে লালমনিহাট জেলার পাটগ্রাম এলাকায় পুলিশের গুলিতে নিহত হন জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য নাসির হোসেন (২৫)। বন্ধ সমর্থকদের আক্রমণে নাটোরের গুরুদাসপুরে নিহত হন বছর চল্লিশের এক শ্রমিক ইসাহক আলি। রবিবার রাতে হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ মোস্তাফিজুর রহমান মুকুল (৪০) সোমবার সকালে হাসপাতালে মারা গিয়েছেন। চট্টগ্রামে বন্ধ সমর্থকদের ধাওয়ায় অটো-রিকশা উল্টে মারা যান জাকির হোসেন।

পুরনো খবর:
আইএসআইকে নিয়ন্ত্রণের উদ্যোগ
পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে নিয়ন্ত্রণে আনতে নজরদারির সিদ্ধান্ত নিল দেশের পার্লামেন্ট। সোমবার এই বিষয়ে মানবাধিকার সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ মেনে নিয়েছে পার্লামেন্ট। পাক সেনার নিয়ন্ত্রণে থাকা আইএসআই অনেক সময়েই নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কাজ করে বলে অভিযোগ। আগেও এক বার ওই সংস্থাকে সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছিল। কিন্তু, সেনার চাপে পিছু হটতে বাধ্য হয় পিপলস পার্টির সরকার।

ড্রিমলাইনারে ফের বিপত্তি
ফের বিপত্তি ড্রিমলাইনার উড়ানে। সরকারি সূত্রে খবর,সোমবার সকালে মেলবোর্ন বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎই ফাটল ধরে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমানের সামনের দিকের কাচে। ঘটনার সময় যাত্রী ও বিমানকর্মী নিয়ে ১০০ জন ছিলেন বিমানে। কারও কোনও রকম ক্ষতির খবর নেই। এয়ার ইন্ডিয়ার স্থানীয় ম্যানেজার মধু সি ম্যাথেন জানান, বাইরে তাপমাত্রা ঘনঘন বদলানোর কারণেই হয়তো এই ফাটল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.