বিদেশের মাটিতে ফের বর্ণবিদ্বেষের শিকার এক ভারতীয়। নিউজিল্যান্ডে আততায়ীর হাতে আক্রান্ত হয়ে মারা গেলেন বছর পঁচিশের যুবক। নাম তরুণ আস্থানা।
শনিবার রাতে অকল্যান্ডে বন্ধুদের সঙ্গে সপ্তাহান্তের ছুটি কাটাতে বেরিয়েছিলেন আস্থানা। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এক যুবতীর পোশাকের প্রশংসা করেন তিনি। এর পরই তাঁকে আক্রমণ করে এক যুবক। মুখে সজোরে ঘুষি মারতেই ফুটপাথে মুখ থুবড়ে পড়েন আস্থানা। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। অকল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
শনিবার থেকে জীবনদায়ী ব্যবস্থায় কোনও মতে বেঁচে ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। আজ মারা গেলেন তিনি। তদন্ত শুরু হয়েছিল গত কালই। অভিযুক্ত সন্দেহে গ্রেনভিল ম্যাকফারল্যান্ড নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ অকল্যান্ড জেলা আদালতে তোলা হয়েছিল তাঁকে। যদিও তখনও ম্যাকফারল্যান্ডের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠেনি। ১৫ নভেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন তিনি।
তদন্তকারী গোয়েন্দা জানিয়েছেন, এক দল ছেলেমেয়ের সঙ্গে আততায়ী সামনের রেস্তোরাঁয় ছিল। আস্থানা যখন ফুটপাথে পড়ে যান, তারা সেখান থেকে পালিয়ে যায়। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, আস্থানা যখন মেয়েটির পোশাকের প্রশংসা করেছিলেন, যে কোনও কারণেই হোক তিনি খুব ভয় পেয়ে যান। আততায়ী ভেবেছিল মেয়েটিকে মারতে যাচ্ছেন আস্থানা। তার পরেই তাঁকে আক্রমণ করে সে। যদিও বর্ণবিদ্বেষের অভিযোগই আনছে ভারত প্রশাসন। নিউজিল্যান্ডে শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন তরুণ আস্থানা। তাঁর বন্ধু স্যাম
ম্যাথিউ বলেন, “খুব ভাল ছেলে ছিল ও। শান্তিপূর্ণ ভাবেই থাকতে পছন্দ করত। |