নিষ্কৃতি-মৃত্যুতে সায় দিল রাজ্যের কমিটি |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ছেলে ভেঙ্কটেশের নিষ্কৃতি-মৃত্যু চেয়ে আদালতে গিয়েছিলেন মা সুজাতা। অনুমতি পাননি। বান্ধবী অরুণা শনবাগের নিষ্কৃতি-মৃত্যু চেয়ে আবেদন করেছিলেন পিঙ্কি ভিরানি। তাঁকেও খালি হাতে ফিরতে হয়েছিল। কিন্তু দেশ জুড়ে নিষ্কৃতি-মৃত্যু নিয়ে তর্কবিতর্ক-আলোচনা বন্ধ হয়নি।
কেন্দ্রীয় সরকার এ বার নিষ্কৃতি-মৃত্যু নিয়ে একটি পৃথক আইন আনার কথা ভাবছে। |
|
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: দু’ক্ষেত্রেই শুরুটা হয়েছিল বেশ ঘটা করে। কাজ চলেওছিল অল্প কিছু দিন। কিন্তু তার পরেই ইতি। এসএসকেএম হাসপাতালের টেলি মেডিসিন বিভাগ এবং মেন ব্লকের এক্স-রে রুম কেন বন্ধ হল, কবে ফের শুরু হবে, আদৌ কখনও শুরু হবে কি না— সে প্রশ্নে হাসপাতালের তরফে প্রায় কারওরই মাথাব্যথা নেই। |
এসএসকেএমে
বন্ধ দুই
পরিষেবা,
ভোগান্তিই ‘ভবিতব্য’ |
|
এ বার ঘাটাল হাসপাতালে
ন্যায্য মূল্যের দোকান |
|
|
|