|
|
|
|
এ বার ঘাটাল হাসপাতালে ন্যায্য মূল্যের দোকান
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটাল মহকুমা হাসপাতালে চালু হল ন্যায্য মূল্যের ওষুধ দোকান। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন মন্ত্রী সুকুমার হাঁসদা। এটি চালু হওয়ায় ঘাটাল মহকুমা ছাড়াও সংলগ্ন হাওড়া, হুগলির একাধিক ব্লকের মানুষও উপকৃত হবেন। হাসপাতাল সুপার অনুরাধা দেব বলেন, “এ বার থেকে এই দোকান থেকে ৫৮.৮ শতাংশ ছাড়ে সমস্ত ধরনের হাসপাতালের চিকিৎসকদের লেখা ওষুধ কিনতে পারবেন রোগীরা। রাতেও দোকান চালু থাকবে।”
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত এমসিআই (মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া)-এর রাজ্য সভাপতি নির্মল মাজি জানান, ইতিমধ্যেই প্রথম পর্যায়ে রাজ্যে ৩৫টি এই ধরনের ওষুধ দোকান চালু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৫৬টি চালু হবে। ঘাটলেই প্রথম দ্বিতীয় পর্যায়ে নায্যমূল্যের ওষুধ দোকান চালু হল। তিনি বলেন, “এ বার থেকে চিকিৎসকরা জেনেরিক ওযুধের নাম লিখছেন কি না সে বিষয়ে নজরদারি চালু করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।” |
|
উদ্বোধনের পরে। —নিজস্ব চিত্র। |
এ ছাড়াও তিনি জানান, “প্রত্যন্ত গ্রামে বেশি করে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এখনও সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ সম্ভব হয়নি। তাই ব্লক থেকে জেলা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে প্রতি মাসে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে মেডিক্যাল ক্যাম্প করার ব্যবস্থা করা হচ্ছে।” ইতিমধ্যেই তা উত্তরবঙ্গের একাধিক এলাকায় চালু হয়েছে।
নির্মলবাবু জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্তব্যে গাফিলতি-সহ নানা অভিযোগ তাঁদের কাছে জমা পড়েছে। সেগুলির তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি অভিযোগের সত্যতা মেলায় ১৪ জন চিকিৎসককে শো-কজ এবং এক চিকিৎসককে এক বছরের জন্য ও দুই চিকিৎসকের ৬ মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তিনি বলেন, “সব মিলিয়ে রোগীদের প্রতি চিকিৎসকের আরও মানবিক হওয়ার আবেদন জানানো হচ্ছে। পাশাপাশি সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে কোনও আপস চলবে না।”
গোটা রাজ্য জুড়ে ভুয়ো চিকিৎসকের রমরমা চলছে স্বীকার করে নির্মলবাবু বলেন, “এখনই আমরা নাম বলছি না, তবে বহু এ রকম চিকিৎসকের সন্ধান পাওয়া গিয়েছে। গোপনে তদন্তও চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” অনুষ্ঠানে নির্মলবাবু ছাড়াও ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, মমতা ভুঁইয়া, জেলা সভাধিপতি উত্তরা সিংহ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, মহকুমাশাসক অদীপ রায়-সহ বিশিষ্ট ব্যাক্তিরা। |
|
|
|
|
|