টুকরো খবর |
তিন প্রার্থীর বিরুদ্ধে আপত্তি খারিজ কমিশনের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল তিন জন প্রার্থীর বিরুদ্ধে। তথ্য যাচাই করে ওই তিন প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া আপত্তি খারিজ করে দিল নির্বাচন কমিশন। ফলে ওই তিন প্রার্থী আসন্ন ঝাড়গ্রাম পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ২ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী পার্থ ভট্টাচার্য পুরসভার ঠিকাদার বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা পঞ্চানন হাঁসদা। বুধবার ঝাড়গ্রাম পুরসভার রিটার্নিং অফিসারের কাছে এই আপত্তি দাখিল করা হয়। এ ছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শিবেন্দ্রবিজয় মল্লদেবের বিরুদ্ধে সরকারি জমিকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করে সরকারি রাজস্বের লভ্যাংশ প্রাপ্তির অভিযোগ করেছিলেন পঞ্চাননবাবু। কংগ্রেসের পক্ষ থেকেও রিটার্নিং অফিসারের কাছে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রশান্ত রায়ের বিরুদ্ধে তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করার অভিযোগ দায়ের করা হয়। প্রশান্তবাবু ঝাড়গ্রাম দায়রা আদালতের তালিকাভুক্ত অস্থায়ী সরকারি কৌঁসুলি। তিনি সরকারি সাম্মানিক পান। তাই তাঁর প্রার্থীপদ অবৈধ বলে রিটার্নিং অফিসারের কাছে আপত্তি দাখিল করেন ১৫ নম্বর ওয়ার্ডেরই কংগ্রেস প্রার্থী দীপঙ্কর ধর। ওই তিন প্রার্থীকে বৃহস্পতিবার উপযুক্ত নথিপত্র সমেত হাজির হওয়ার নির্দেশ দেন মহকুমাশাসক এস অরুণ প্রসাদ। নথিপত্র যাচাই করার পর সকালেই পার্থবাবু ও শিবেন্দ্রবিজয়বাবুকে ‘ক্লিনচিট’ দেন রিটার্নিং অফিসার। প্রশান্তবাবুর বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয়। বিকেলে ফ্যাক্স মারফত কমিশন জানিয়ে দেয়, প্রশান্তবাবু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
|
পুরনো খবর: কোন্দল মিটিয়ে শেষ দিন তৃণমূলের প্রার্থী তালিকা
|
দুর্ঘটনায় মৃত্যু, জখম তিন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বাওউদ্দিন (৩৪)। বাড়ি রামনগর থানার এড়িয়া পদ্মপুর গ্রামে। বুধবার রামনগর থানার দেপালে ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বাওউদ্দিন-সহ তিন জন একটি মোটর বাইকে করে দেপাল হাট থেকে এড়িয়া পদ্মপুর গ্রামে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি একটি রিক্সায় ধাক্কা মারলে বাওউদ্দিন ছিটকে রাস্তায় পড়ে যান। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহত তিন মোটর বাইক আরোহী ও রিকশা চালককে প্রথমে বড়রাঙ্কুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে গুরুতর আহত বাওউদ্দিন ও রিকশাচালক শেখ কালামকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বাওউদ্দিনের মৃত্যু হয়।
|
বধূর শ্লীলতাহানি, অভিযুক্ত প্রতিবেশী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক বধূকে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে নন্দীগ্রাম থানার সরবেড়িয়া গ্রামে। ওই বধূ অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের করেছে নন্দীগ্রাম থানায়। তবে, এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূর স্বামী কাজের সূত্রে ওড়িশায় থাকেন। বুধবার দুপুরে বধূ নিজের বাড়ির সামনে কাপড় মিলছিলেন। সেই সময় তাঁর প্রতিবেশী শেখ ভনা শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। বধূ বাধা দিলে তাঁকে মারধর করেন ভনা। বধূর চিৎকারে অন্য প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
|
পরিদর্শনে পর্যবেক্ষক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী ২২ নভেম্বর মেদিনীপুর পুরসভা নির্বাচন। এ বার ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার (ডিসিআরসি) হবে মেদিনীপুর কলেজে। এখানেই হবে ভোট গণনা কেন্দ্র। বৃহস্পতিবার কলেজ পরিদর্শন করেন নির্বাচনী পর্যবেক্ষক বিদ্যুৎ ভট্টাচার্য। কোন রুমে কী হবে, সেই সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি, এ দিন সকালে মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তর দফতরে বৈঠক হয়। সেখানে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। ছিলেন কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী। মহকুমা প্রশাসন জানিয়েছে, এটি রুটিন বৈঠক।
|
হাতে-নাতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অভিযান চালিয়ে বুধবার মোটর সাইকেল চুরি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। ধৃতের নাম শেখ কুতুবুদ্দিন। বাড়ি খেজুরি থানার উদাখালি গ্রামে। পুলিশ কুতুবুদ্দিনের কাছ থেকে একটি চোরাই মোটর বাইক আটক করেছে। এ দিন সে ওই চোরাই মোটর সাইকেলটি বিক্রি করতে বটতলায় এসেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুতুবুদ্দিনকে গ্রেফতার করে।
|
ঘাটালে জল কমছে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ক্রমশ উন্নতি হচ্ছে ঘাটালের বন্যা পরিস্থিতির। শিলাবতী-সহ ঘাটাল মহকুমার সব নদীর জল কমছে। তবে, বৃহস্পতিবারও ঘাটালের দু’টি প্রধান সড়ক-সহ শতাধিক গ্রাম জলের তলায় রয়েছে। প্রশাসন সূত্রের খবর, দুর্গত এলাকায় দশটি মেডিক্যাল ক্যাম্প ঘুরছে। মহকুমাশাসক অদীপ রায় বলেন, “জনজীবন এখনও স্বাভাবিক না হলেও পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে।” |
|