দলের তিন স্ট্রাইকারের দু’জনওকোলি ওডাফা এবং শঙ্কর ওঁরাও চোট ও কার্ডের জন্য বাইরে। চোট পেয়ে আর এক স্ট্রাইকার এরিক মোরান্ডাও অনিশ্চিত। তাঁকে নিয়ে মোহনবাগান কোচ সিদ্ধান্ত নেবেন ম্যাচ শুরুর আগে।
ডেম্পোর বিরুদ্ধে গোয়ার মাঠে যুদ্ধে নামার আগে এই ‘স্ট্রাইকার নেই’-এর তালিকা দেখেও আই লিগ ম্যাচে জয়ের হ্যাটট্রিক চাইছেন করিম বেঞ্চারিফা। “এটা ঠিক আমার টিমে অনেক সমস্যা আছে। এমন অবস্থা যে চার জন অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলাতে হচ্ছে। তা সত্ত্বেও জেতার ব্যাপারে আমি আশাবাদী। কারণ আমার টিম ক্রমশ ছন্দে ফিরছে। জেতার জন্য সবাই মরিয়া,” বৃহস্পতিবার অনুশীলনের পর গোয়ায় ফোনে ধরা হলে বাগান কোচের গলায় তীব্র সমস্যার মধ্যেও স্বস্তির সুর।
আর্থার পাপাসের এখনকার ডেম্পো আগের মতো ভয়ঙ্কর নয়। ছয় বারের লিগ চ্যাম্পিয়নদের খেলাতেও প্রচুর চড়াই-উতরাই। ইস্টবেঙ্গলকে কলকাতায় দাপিয়ে হারিয়ে যাওয়ার পর বেঙ্গালুরু এফ সি-র কাছে হেরেছেন বেটো-ক্লিফোর্ডরা। সে দিক থেকে দেখতে গেলে পরপর দু’টো ম্যাচ জিতে করিমের টিম অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। যে টিমটাকে এক সময় মনে হচ্ছিল কিছুই করতে পারবে না, তারাই এখন জেতার হ্যাটট্রিকের সামনে। “ডেম্পো খুব ভাল টিম। কলকাতায় গিয়ে ইস্টবেঙ্গলকে হারিয়েছে যারা, তাদের সমীহ করতেই হবে। আমার ছেলেরাও জেতার জন্য মরিয়া,” বলে দিলেন মরক্কান কোচ। |
ডেম্পোর চার বিদেশিই খেলবেন আজ। কিন্তু প্রশ্ন হল, মোহনবাগান ক’জন বিদেশি খেলাতে পারবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে? চোট পেয়ে সদ্য ফেরা এরিক এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কাতসুমি এ দিন হালকা অনুশীলন করেন। তাঁদের মাঠে নামানোর জন্য মোহন-কোচ মরিয়া। তবে তা দেখেশুনে। যাতে ভবিষ্যতে কোনও সমস্যা না হয়। করিম বললেন, “এক জনও হতে পারে। তিন জনও। কাল সকালে ম্যাচের আগে ঠিক করব,” তবে টিম সূত্রের খবর, দু’জনেই আজ খেলবেন।
ডেম্পো এ দিন বিকেলে দুলেরে অনুশীলন করল। টিম মিটিংয়ে কোচ আর্থার পাপাস ফুটবলারদের বলেছেন, “অনুশীলনে যা করিয়েছি সেটাই মাঠে গিয়ে করে যাও। তা হলেই জেতা সম্ভব।” ৪-৪-১-১ ফমের্শনে খেলা দলে বেটো খেলছেন সাপোর্টিং স্ট্রাইকার। সামনে অস্ট্রেলিয়ার বিলি। ডেম্পো টিমে এ বার অনেক সিনিয়রকেই ছেঁটে ফেলা হয়েছে। নেওয়া হয়েছে নতুন একঝাঁক ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন জুয়েল রাজাও। যাঁকে এ বার মোহনবাগান রাখেনি। এবং সেটা কোচ করিমের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণেই। গত মরসুমেই শেষ দিকে করিম তাঁকে খেলাননি। জুয়েলকে নিয়ে সে সময় তীব্র বিতর্কও হয়েছিল। করিমের বিরুদ্ধে জুয়েলের মনোভাব কাজে লাগাতে চাইবে ডেম্পোও। দলের সিনিয়র গোলকিপার শুভাশিস রায়চৌধুরী গোয়া থেকে ফোনে বলছিলেন, “আমাদের টিম খারাপ খেলছে না। মহেশভাই (গাউলি) ছাড়া সবাই সুস্থ। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারছি না বলেই আমাদের সমস্যা হচ্ছে।” |
শুক্রবারে আই লিগ মোহনবাগান : ডেম্পো (দুলের, ৩-৩০) |