ব্লাটারকে জবাব রোনাল্ডোর,
হ্যাটট্রিক আর ফৌজি স্যালুট
রোনাল্ডো বনাম ব্লাটার লড়াই যেন শেষ হয়েও হচ্ছে না।
রোনাল্ডোকে কটাক্ষ করে ফিফা প্রেসিডেন্ট দিন কয়েক আগে বলেছিলেন, ‘ও তো মাঠে জেনারেলের মতো আচরণ করে’। যা নিয়ে প্রবল চটেছিল রিয়াল মাদ্রিদ। তাদের চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমাও চাইতে হয় ব্লাটারকে। কিন্তু তাতেও দেখা যাচ্ছে রোনাল্ডোর রাগ পড়েনি। বুধবার রাতে সেভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। এবং তারপর গ্যালারির দিকে ফিরে করলেন ‘মিলিটারি স্যালুট’। ঠিক যেমনটা করে থাকেন সেনাপ্রধানরা।
সেভিয়ার বিরুদ্ধে যেন একটু বাড়তি তাগিদ নিয়েই খেলতে নেমেছিলেন সিআর সেভেন। বিধ্বংসী রোনাল্ডোর হ্যাটট্রিকে উড়ে যায় সেভিয়া। রিয়াল জেতে ৭-৩ গোলে। ছন্দে ফিরছেন গ্যারেথ বেলও। তাঁর পা থেকে পাওয়া গিয়েছে জোড়া গোল। কিন্তু সব কিছুই যেন পিছনে চলে যায় রোনাল্ডোর ‘স্যালুট বিতর্কে।’ প্রথম গোলটা পাওয়ার পরই যা করতে দেখা যায় রোনাল্ডোকে।

সেভিয়ার বিরুদ্ধে গোল করে রোনাল্ডো।
ম্যাচ শেষে স্প্যানিশ প্রচারমাধ্যমও একটা জিনিস নিয়ে সরগরম। বেশির ভাগ শিরোনামে দেখা যাচ্ছে- ‘বুধবার রাতে ফুটবলবিশ্ব পেল তার এল কমান্দান্তেকে’। শুধু মাত্র রোনাল্ডো নন। ব্লাটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে বের্নাবাউয়ে পুরো ম্যাচ জুড়ে সমর্থকদের চিৎকার শোনা যায়- ‘আমরা তোমার পাশে আছি রোনাল্ডো’। কয়েক জনের হাতে আবার দেখা যায় ব্যানার— “যে যাই বলুক, রোনাল্ডো তুমিই সেরা।”

ব্লাটার।
রোনাল্ডোর হ্যাটট্রিক ছাড়াও ম্যাচের ইউএসপি হয়ে থাকল বের্নাবাউয়ে বেলের প্রথম গোল। ‘এল ক্লাসিকোতে’ ভাল খেলতে না পারলেও সেভিয়া দেখল ‘ওয়েলস উইজার্ডের’ দাপট। ঘরের মাঠে জোড়া গোল করে বেল বলেন, “রিয়াল সমর্থকদের সামনে দুটো গোল করে খুব গর্বিত লাগছে। দলের সঙ্গে প্রাক মরসুম অনুশীলন করতে পারিনি। ব্যাপারটা খুব কষ্টদায়ক। কিন্তু এখন দিনের পর দিন খাটছি একশো শতাংশ ফিট হওয়ার জন্য।” দলের আক্রমণ ভাগের প্রশংসায় পঞ্চমুখ রিয়ালের ইতালীয় কোচ কার্লো আন্সেলোত্তি। বলেন, “বেল আজ দেখাল ওর আসল ফর্ম। রোনাল্ডো এবং বেঞ্জিমার সঙ্গে খুব ভাল ভাবে কম্বাইন করল বেল। আশা করব নিজের ফর্ম ধরে রাখবে ও।” রোনাল্ডো প্রসঙ্গে দলের ডিফেন্ডার আলভারো আর্বেলোয়া বলেন, “যারা ফুটবল ভালবাসে তাদের রোনাল্ডোকে ভালবাসতেই হবে। রোনাল্ডোর সম্পর্কে কোনও মন্তব্য করলে অবশ্যই সেটা ভেবে করা উচিত। কারণ ও বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন। যা আবার প্রমাণ হল আজ রাতে।”

ছবি: এএফপি।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.