|
|
|
|
রিয়ালের দাবি, ক্ষমা চাইতে হবে ফিফা প্রেসিডেন্টকে |
রোনাল্ডোকে নকল করে বিতর্কে ব্লাটার
নিজস্ব প্রতিবেদন |
অক্সফোর্ডে ছাত্র-ছাত্রীদের সামনে বক্তৃতায় বিতর্কে জড়ালেন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার। লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে তুলনা করতে গিয়ে নাম না করেও রিয়াল মাদ্রিদ তারকাকে নকল করেন তিনি। ব্লাটারের এই আচরণে প্রচণ্ড চটেছে রিয়াল। ফিফা প্রেসিডেন্টকে এর জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি স্প্যানিশ ক্লাবটির।
অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নে ব্লাটারের বক্তব্যের মধ্যে এক সময় মেসি আর রোনাল্ডোর প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “দু’জনেই ব্যতিক্রমী প্লেয়ার। কিন্তু দু’জনে একেবারে আলাদা। ভিন্ন তারকা। লিওনেল মেসি খুব ভাল ছেলে, যেমন ছেলে সব বাবা-মাই চায়। মাঠে দুর্দান্ত গতি ওর। ভাল খেলে, গোল করে নাচানাচিও করে কিন্তু উচ্ছৃঙ্খল নয়। দয়ালু। তাই ও এত জনপ্রিয়। স্বাভাবিক ভাবেই প্রচুর ভোটও পায় কারণ ও দারুণ খেলে, গোল করে।” সঙ্গে ব্লাটার আরও যোগ করেন, “অন্য জনের ব্যাপার-স্যাপার আলাদা। যুদ্ধক্ষেত্রে কমান্ডার যেমন, মাঠে চলা ফেরা অনেকটা সে রকমই (বলেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে স্টেজে মার্চ করার নকল করেন। প্রচুর হাততালিও পড়ে)। ফুটবলের এটা অন্য দিক।”
এখানেই শেষ নয়। ব্লাটার রোনাল্ডোর নাম না করে আরও বলেন, “এক জনের হেয়ারড্রেসারের খরচ অন্য জনের থেকে বেশি। ওদের হাবভাব এক রকম নয়। এটাই ফুটবলকে অন্য একটা মাত্রা দিয়েছে। তবে আমি এটা বলতে পারব না দু’জনের মধ্যে কে সেরা। এ বছর আবার ব্যালন ওদের ডি’অরে লড়াই হবে। দু’জনেই আমার প্রিয় কিন্তু মেসিকে একটু বেশি পছন্দ করি।” |
ব্লাটারের খোঁচা
মেসি খুব ভাল ছেলে। ভাল খেলে, গোল করে নাচানাচিও করে কিন্তু উচ্ছৃঙ্খল নয়।
অন্য জনের ব্যাপার-স্যাপার আলাদা। যুদ্ধক্ষেত্রে কমান্ডার যেমন, মাঠে চলা ফেরা
অনেকটা সে রকমই। তার উপর এক জনের হেয়ারড্রেসারের খরচ অন্য জনের থেকে বেশি। |
রোনাল্ডোর পাল্টা
আমার দেশ, আমার ক্লাব আর আমাকে ফিফা কতটা সম্মান করে সেটা
এই ভিডিওতেই পরিষ্কার। অনেক কিছুই এ বার বোঝা যাচ্ছে। মি. ব্লাটারের সুস্থ আর
দীর্ঘ জীবন কামনা করি। আশা করি তাঁর প্রিয় ক্লাব ও প্লেয়ারদের সাফল্য দেখতে থাকবেন। |
|
ব্লাটারের মন্তব্য সামনে আসার পরই তোলপাড় পড়ে যায় ফুটবল বিশ্বে। বুধবার রিয়াল মাদ্রিদের লড়াই সেভিয়ার বিরুদ্ধে। ম্যাচের সাংবাদিক বৈঠকেও এই প্রসঙ্গ পার পায়নি। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, “ব্লাটারকে নিজের বক্তব্য শুধরে নিতে হবে বলে প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেজ) ফিফাকে চিঠি লিখেছেন। উনি যা বলেছেন তাতে ক্রিশ্চিয়ানোর প্রতি অসম্মানই প্রকাশ পেয়েছে।”
ফিফা প্রেসিডেন্টকে পাল্টা এক হাত নিয়েছেন পতুর্গালের মহাতারকাও। ফেসবুকে রোনাল্ডো লিখেছেন, “আমার দেশ, আমার ক্লাব আর আমাকে ফিফা কতটা সম্মান করে সেটা এই ভিডিওতেই (ব্লাটারের রোনাল্ডোকে নকল করার) পরিষ্কার। অনেক কিছুই এ বার বোঝা যাচ্ছে। মি. ব্লাটারের সুস্থ আর দীর্ঘ জীবন কামনা করি। আশা করি তাঁর প্রিয় ক্লাব ও প্লেয়ারদের সাফল্য দেখতে থাকবেন।”
দুই মহাতারকা ফুটবলারকে নিয়ে আলোচনায় প্রচুর হাততালি পাওয়ার পাশাপাশি ফিফা প্রেসিডেন্ট নিজের ভাবমূর্তি নিয়েও কথা বলেন অক্সফোর্ডে। তাঁকে নিয়ে অনেক সময় যা বলা হয় সেটা ভুল। বিশ্ব ফুটবলে তিনি জেমস বন্ডের সিনেমার খলনায়কের মতো কোনও চরিত্র নন। বরং তাঁর সঙ্গে রবিন হুডের তুলনা করা উচিত বলেই বিশ্বাস ফিফা প্রেসিডেন্টের। |
|
|
|
|
|