একটা সময় তাঁর ৩৪ টেস্ট সেঞ্চুরির রেকর্ড সচিন তেন্ডুলকর ভেঙে দেবেন কি না, ক্রিকেটমহলের মহাআলোচ্য বিষয় ছিল। সচিনের বিদায়বেলায় সেই সুনীল গাওস্কর তর্ক তুলে দিলেন, বিরাট কোহলি ভবিষ্যতে সচিনের একদিনের ক্রিকেটে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন।
“রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। যদিও জানি, দু’শোটা টেস্ট খেলা কিংবা একান্নটা টেস্ট সেঞ্চুরি করার মতো সচিনের কয়েকটা রেকর্ড কারও পক্ষে ভাঙা প্রায় অসম্ভব। কিন্তু বিরাট যে ভাবে ওয়ান ডে ম্যাচে ব্যাট করে চলেছে তাতে সচিনের একদিনের ক্রিকেটে উনপঞ্চাশটা সেঞ্চুরির রেকর্ড ভাঙা সম্ভব দেখাচ্ছে! কোহলির ওই ম্যাজিক ফিগারে পৌঁছতে এখনও বত্রিশটা ওয়ান ডে সেঞ্চুরি দরকার। তবে ভারত এখন এত বেশি ওয়ান ডে ম্যাচ খেলে যে, কোহলি আরও বত্রিশটা সেঞ্চুরি করে ফেলতে পারে,” সর্বভারতীয় নিউজ চ্যানেলে বলেছেন গাওস্কর। সঙ্গে আরও যোগ করেছেন, “বিরাট যে ফর্মে রয়েছে, এই মরসুমেই ওর ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা কুড়ি-বাইশে পৌঁছতে পারে। |
|
সবচেয়ে কম ইনিংসে
ওয়ান ডে-তে ১৭ সেঞ্চুরি
বিরাট কোহলি ১১২
সৌরভ গঙ্গোপাধ্যায় ১৭০
সইদ আনোয়ার ১৭৭
ক্রিস গেইল ১৮২
সচিন তেন্ডুলকর ১৮৯ |
|
কোহলি কি ভারতের টেস্ট দলে সচিনের বিকল্প হয়ে উঠবেন? প্রশ্ন উঠলে গাওস্করের ব্যাখ্যা, “বিরাট অসাধারণ এক জন ব্যাটসম্যান। যদি ওয়ান ডে-তে সচিনের খেলা প্রথম ১১২টা ওয়ান ডে ম্যাচের পরিসংখ্যান দেখা যায়, তা হলে বোঝা যাবে বিরাট তুলনায় অনেক এগিয়ে। যত দূর মনে পড়ছে, সচিন প্রথম ওয়ান ডে সেঞ্চুরি আশিটার কাছাকাছি ম্যাচ খেলে করেছিল।” প্রসঙ্গত, কোহলির ১১২ ওয়ান ডে-তে ১৭ সেঞ্চুরি। সচিনের শেষ ইডেন-টেস্টের আগের দিন কোহলি পঁচিশ বছরে পা দেবেন। আকস্মিক ফর্ম না হারালে এখনও অনেক বছর ক্রিকেট বাকি রয়েছে তাঁর কেরিয়ারে। গাওস্কর অবশ্য পাশাপাশি এ-ও জানান, কোহলি ভাগ্যবান নিজের আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শুরুতেই তেন্ডুলকর, দ্রাবিড়, লক্ষ্মণের মতো গ্রেট ব্যাটসম্যানদের সঙ্গে এক ড্রেসিংরুমে কাটানোর সুযোগ পেয়েছেন।
“ভারতীয় ক্রিকেট ভাগ্যবান যে, সচিনের বিদায়বেলায় বিরাটের মতো প্রতিভা এসে পড়েছে। সবচেয়ে বড় কথা, ব্যাটসম্যান হিসেবে বেড়ে ওঠার সময়ই বিরাট ভারতীয় দলের ড্রেসিংরুমে সচিন-দ্রাবিড়দের অভিজ্ঞতা, পরামর্শ ‘শেয়ার’ করার সুযোগ পেয়েছে। যার জন্য ও ক্রিজে নেমে গোটা পরিস্থিতিটা খুব ভাল ভাবে পড়ে নিতে পারে। তার পর সেই অনুযায়ী ব্যাটিং করে। ওর এই ধারাবাহিক প্রচণ্ড দ্রুত রান তোলার পিছনে এটাই প্রধান কারণ,” বলেছেন গাওস্কর। আর ৮১ রান করলে কোহলি ওয়ান ডে-তে ভিভ রিচার্ডসের দ্রুততম পাঁচ হাজার রানে পৌঁছনোর রেকর্ড ভাঙবেন। হয়তো শনিবারই বেঙ্গালুরুতে সেই দিন! |